আমি বাঙ্গালী মুসলমান, মুহিব খান/ Ami Bangali Musalman By Muhib Khan






বাংলাদেশের মুসলিম আমি বাঙ্গালী মুসলমান


বাঙ্গালী মুসলমান

ইসলামী উম্মাহর জাগ্রত কবিআধুনিক যুগের মুসলমানদের জাতীয় কবিখ্যাত মুহিব খানের অনবদ্ধ সৃষ্টি এই ইসলামী গানটি। এই গানটি ইতিমধ্যে দেশ বিদেশে থাকা লাখ লাখ বাংলা ভাষাভাষি মুসলিম তরুণ-তরুণীর মনে জায়গা করে নিয়েছে। ইউটিউবে শুনা ইসলামী গানগুলোর মধ্যে এবং গুগল সার্চে ইতিমধ্যেই গানটি সেরা গান হিসাবে তালিকায় স্থান করে নিয়েছে। বাঙ্গালী মুসলমান’ গানটি শ্রোতার মনে পরকাল আল্লাহর স্মরণকে জাগ্রত করে। আশাকরি, গানটি যেকোন ঈমানদার মুসলিমের কাছে ভাল লাগবে।

 

`Bangali Musalman ‍Song Details:      বাঙ্গালী মুসলমান গানের বিবরণঃ

Song Title : Banglai Musalman              গানের শিরোনামঃ বাঙ্গালী মুসলমান
Lyric, Tune & Artist : Muhib Khan            কথাসুর  শিল্পীঃ মুহিব খান
Record & Sound : Holy Tune Studio      রেকর্ড  সাউন্ডঃ হলি টিউন স্টুডিও
Produced By Holy Media                         প্রডিউস্ডঃ হলি মিডিয়া
Album: Natun Ishtehar Ashse               এলবামঃ নতুন ইশতেহার আসছে

 


 

জাগ্রত কবিপ্রতিবাদী শিল্পী মুহিব খানের আরও গান শুনতে নিচের গানগুলোতে ক্লিক করুন-

 

জিহাদ মানে সংগ্রাম            আবার যুদ্ধ হবে                   আমার দেশের সীমানা বন্ধু

কুরবানী কুরবানী                  দাস্তানে মোহাম্মদ    আবার জেগে উঠো

তুলো তাকবির                      এসো নারী এসো স্বর্গের         বাঙ্গালী মুসলমান            

কেন-                                    কেন-                                   ইঞ্চি ইঞ্চি মাটি

তুমি তো মুসলমান               এক হও                                  চিনলি না রে মন তাহারে

জনতার খোলা চিঠি             তাবলীগ তাবলীগ চলে        মাদ্রাসায় পড়ে যে

তোরা মার্কিনী সেই পণ্য      দিন বদলের দিন এসেছে     ইসলামী হুকুমাত

আমার বাংলাদেশ                ভয় পেয়ো না বন্ধু আমার   এক লাদেন বিন লাদেন

তৈরী হও                                মাদ্রাসা জিন্দা রাখো            হে যুবক তুমি

সবাই সবার



Song Lyrics: বাঙ্গালী মুসলমান

কথাসুর  শিল্পী: মুহিব খান
===========================
ইসলাম যেথা জন্মেছে সে আরব
থেকে বহু দূরে,
সবুজের বুকে লাল সূর্যটা
উঠে আযানের সুরে।
রাসুলের যুগ হতে পনেরশ
বছর পরেও এসে,
ঈমানের দ্বীপ জ্বলে ঘরে ঘরে
আমার বাংলাদেশে।
যে রাসূলের দোয়ার ফসল
যে আল্লাহর দান।
বাংলাদেশের মুসলিম আমি
বাঙ্গালী মুসলমান।
আমি দূর মক্কার ইসলাম থেকে
কিছুতেই নহি ভিন্ন।
সুন্দরবনে পড়েছে আমার
সাহাবার পদচিহ্ন।
আমি ওলী দরবেশ পীর থেকে পাই
আল্লাহর প্রেমভক্তি,
আর শত সংগ্রামী বীর থেকে পাই
সত্যের মহাশক্তি।
আমার শুধু নহে পরিচয়
আমার সম্মান।
বাংলাদেশের মুসলিম আমি
বাঙ্গালী মুসলমান।
আমি শিখি একসাথে জিকির জিহাদ
শাহ জালালের কাছে।
তাই কি করে তাগুত হয় পরাভূত
সে আমার জানা আছে।
আমি শিখেছি লড়াই দরবেশ, সাঈ,
ফকির মজনু শাহর।
আমি মানুষের চির কল্যাণকামী
অনুসারী আল্লাহর।
আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি
মুক্তির সন্ধান।
বাংলাদেশের মুসলিম আমি
বাঙ্গালী মুসলমান।
আমি চিনি সেই পথ হাজী শরীয়ত
যে পথের সংগ্রামী।
আমি জেনেছি আমার ঈমানের দাবী
জীবনের চেয়ে দামী।
এই স্বদেশ ধর্ম স্বজাতিকে দেখি
সংকটে যতবার।
আমি শহীদ তীতুর ভাঙ্গা সে কেল্লা
গড়ে তুলি ততোবার।
আমি ন্যায়ের যুদ্ধে বারে বারে তাই
জীবন করেছি দান।
বাংলাদেশের মুসলিম আমি
বাঙ্গালী মুসলমান।
আমি স্বাধীন সূর্য খুঁজে ফিরি সেই
পলাশির রাত হতে,
আর বারে বারে পরি শত্রু শিকল
রাজাদের দাসখতে।
তবু পরাজয় আমি মানি নাকো জানি
আমারি বিজয় হবে।
আজ হোক কিবা কাল হোক কিবা
জানিনা সেদিন কবে?
জানি পতনের শেষে বিজয়ের বেশে
আসে মহা উত্থান।
বাংলাদেশের মুসলিম আমি
বাঙ্গালী মুসলমান।
করি মুসলিম হয়ে সহাবস্থান
অমুসলিমের সাথে।
আমার ধর্ম আমায় শেখায় শান্তি,
সন্দেহ নেই তাতে।
আমি নীতি আদর্শে মানবতাবাদী,
উদার, সত্য পন্থী।
আমি মননে মুক্ত, আশায় পূর্ণ,
ভাষায় কিংবদন্তি।
করি ধর্ম-বর্ণ, শ্রেণী কর্মে
সাম্যের আহ্বান।
বাংলাদেশের মুসলিম আমি
বাঙ্গালী মুসলমান।
আমি গড়ি আদর্শ ঘরে,পরিবারে,
সময়ে, সমাজে, রাষ্ট্রে।
আমি মজলুম হয়ে বারে বারে উঠি
জালিমের ফাঁসিকাষ্ঠে।
আমি বিপ্লবী, আমি বিদ্রোহী,
আমি চেতনায় দূর্দান্ত।
আমায় করিত সালাম কি আমার দাম
জালিমেরা যদি জানত?
আমি দেশ জাতি আর ধর্মের লাগি
চির নিবেদিত প্রাণ।
বাংলাদেশের মুসলিম আমি
বাঙ্গালী মুসলমান।
আমি নিজ দেশে হই পরবাসী,
হই নিজ কারাগারে বন্দী।
আজ মীর জাফরের আত্মারা করে
শত্রুর সাথে সন্ধি।
আমি বংশানুক্রমে দ্বীপ জ্বেলে যাই
হাজার মশাল জ্বালতে।
আমি জাতিকে শেখাই মুক্তির তরে
রক্তের নদী ঢালতে।
আমি স্বাধীনতাকামী চির সংগ্রামী
আমি চির অম্লান।
বাংলাদেশের মুসলিম আমি
বাঙ্গালী মুসলমান।
আমি খাঁন জাহানের কুম্ভির, আমি
শাহ মাখদুমের বাঘিনী।
আমি হাজার বছর আগেই জেগেছি
আজ নয়া করে জাগিনি।
আমি বখতিয়ারের তরবারী লয়ে
জাগি নির্ভয়ে আজিও।
ওরে দুশমন যদি চায় এমন তবে
যুদ্ধ দামামা বাজিও।
আমি মৃত্যুর মুখে গেয়ে যাই সুখে
সত্যের জয়ও গান।
বাংলাদেশের মুসলিম আমি
বাঙ্গালী মুসলমান।
আমি সাগরে মিশেছি,পাহাড়ে মিশেছি,
জমিনে হয়েছি চূর্ণ।
আমি আকাশে বাতাশে স্বাসে নিঃস্বাসে
মিশে গেছি সম্পূর্ণ।
আমি এই বাংলার সবুজের ভীরে
ষোল কোটি হয়ে ছড়ানো।
জানি যতদিন রবে চন্দ্র সূর্য
যাবেনা আমায় সরানো।
আমার এক হাতে রবে সবুজ পতাকা
এক হাতে কোরআন।
বাংলাদেশের মুসলিম আমি
বাঙ্গালী মুসলমান।

 

 

সমাপ্ত



সাইটটি ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। মোহাম্মদীয়া ফাউন্ডেশনের কাজকর্ম লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জানতে দয়াকরে HomePage  ক্লিক করুন।




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url