হে যুবক তুমি, মুহিব খান/ Hay Jubok Tumi, Muhib Khan







হে যুবক তুমি

ইসলামী উম্মাহর জাগ্রত কবিআধুনিক যুগের মুসলমানদের জাতীয় কবিখ্যাত মুহিব খানের অনবদ্ধ সৃষ্টি এই ইসলামী গানটি। গানটি ইতিমধ্যেই দেশ বিদেশে থাকা লক্ষ লক্ষ বাংলা ভাষা ভাষি তরুণের মনের মণিকোঠায় স্থান করে নিয়েছে।  ইউটিউবে শুনা ইসলামী গানগুলোর মধ্যে এবং গুগল সার্চে ইতিমধ্যেই গানটি অনেকের পছন্দের তালিকায় স্থান করে নিয়েছে। “হে যুবক তুমি” গানটি শ্রোতার মনে পরকালের ভাবনা ও ধর্মীয় অনুভূতিকে জাগ্রত করে ও ঈমানকে জাগ্রত করে। 

আশাকরি, গানটি যেকোন ঈমানদার মুসলিমের কাছে ভাল লাগবে।


`Hay Jubok Tumi
Song Details:

হে যুবক তুমি
গানের বিবরণ

 

Song Title : Hay Jubok Tumi
Lyric, Tune & Artist : Muhib Khan 
Record & Sound : Holy Tune Studio
Produced By Holy Media     
Album: Din Bodoler Din Eshese 

গানের শিরোনামঃ হে যুবক  তুমি
কথাসুর  শিল্পীঃ মুহিব খান
রেকর্ড  সাউন্ডঃ হলি টিউন স্টুডিও
প্রডিউস্ডঃ হলি মিডিয়া
এলবামঃ দিন বদলের দিন এসেছে




+++++++++++++++++++++++++++++++++++++++++

জাগ্রত কবি, প্রতিবাদী শিল্পী মুহিব খানের আরও গান শুনতে

নিচে গানের শিরোনামগুলোতে ক্লিক করুন-

+++++++++++++++++++++++++++++++++++++++++




জিহাদ মানে সংগ্রাম 

আবার যুদ্ধ হবে 

আমার দেশের সীমানা 

কুরবানী কুরবানী  

দাস্তানে মোহাম্মদ    

আবার জেগে উঠো

তুলো তাকবির  

এসো নারী এসো স্বর্গের

বাঙ্গালী মুসলমান

কেন-

কেন-

ইঞ্চি ইঞ্চি মাটি

তুমি তো মুসলমান

এক হও

চিনলি না রে মন তাহারে

জনতার খোলা চিঠি

তাবলীগ তাবলীগ চলে

মাদ্রাসায় পড়ে যে

তোরা মার্কিনী সেই পণ্য 

দিন বদলের দিন এসেছে

ইসলামী হুকুমাত

আমার বাংলাদেশ            

ভয় পেয়ো না বন্ধু

এক লাদেন বিন লাদে

তৈরী হও

মাদ্রাসা জিন্দা রাখো 

হে যুবক তুমি

সবাই সবার

 

 




 

Song Lyrics: হে যুবক তুমি

কথাসুর  শিল্পীমুহিব খান




হে যুবক তুমি বাঙ্গালী হও কিংবা ইন্ডিয়ান,
কিবা জার্মান, জাপানী কিংবা চাইনিজ, রাশিয়ান,
স্প্যানিশ, ড্যানিশ,ফরাসী কিংবা ব্রিটিশ, আমেরিকান,
আরবী,আজমী,ইরানী তুরানী,তুর্কী বা আফগান...
মুসলমান, মুসলমান, তুমিতো.. মুসলমান >
 
তুমি সাদা কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল,
সুখী হও কিবা দুঃখী হও রেখো ঈমান নির্ভেজাল।()
কাছে রও কিবা দূরে রও তবু ক্বাবাই তোমার ঘর,
শ্লোগানে তোমার কেঁপে উঠে আজো পৃথিবীটা থরোথর.. ()
মৃত্যু তোমায় জানায় সালাম দূরে থাকে শয়তান....
মুসলমান, মুসলমান, তুমিতো.. মুসলমান >
 
হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচীর,
হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির ()
যদি শুনে থাকো কোথাও কখনো মজলুমানের ডাক...
গৃহ,পরিবার, প্রেয়সী, বন্ধু পড়ে থাক পড়ে থাক... ()
ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান....
মুসলমান, মুসলমান, তুমিতো.. মুসলমান >
 
রক্তে তোমার যদি জ্বলে থাকে শাহাদাতের আগুন,
লাখো শহীদের খুনরাঙ্গা পথে ঢালো কলিজার খুন। ()
চেয়ে দেখো আজ এসেছে আবার দিন বদলের দিন..
নয়া জমানার মিনারে মিনারে ডাকিছে মোয়াজ্জিন...
ছুড়ে ফেলো সব মায়ার বাঁধন জীবনের পিছুটান....
মুসলমান, মুসলমান, তুমিতো.. মুসলমান >
 
হে যুবক তুমি বাঙ্গালী হও কিংবা ইন্ডিয়ান,
কিবা জার্মান, জাপানী কিংবা চাইনিজ, রাশিয়ান,
স্প্যানিশ, ড্যানিশ,ফরাসী কিংবা ব্রিটিশ, আমেরিকান,
আরবী,আজমী,ইরানী তুরানী,তুর্কী বা আফগান...
মুসলমান, মুসলমান, তুমিতো.. মুসলমান >




★★সমাপ্ত★★

 

সাইটটি ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। মোহাম্মদীয়া ফাউন্ডেশনের কার্যক্রমলক্ষ্য  উদ্দেশ্য সম্পর্কে জানতে এবং দীন মানবতার সেবায় অংশ নিতে দয়াকরে HomePage  ক্লিক করুন।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
2 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • Unknown
    Unknown ২১ ডিসেম্বর, ২০২১ এ ১১:৫৫ PM

    সকল মুসলমানের শুনা উচিত গানটি।

  • নামহীন
    নামহীন ২৪ ফেব্রুয়ারী, ২০২৩ এ ২:৫১ PM

    জ্বি

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url