কেন-২, মুহিব খান// Keno-2 By Muhib Khan With Song Lyrics || কেন-২, গানের কথা (Song Lyrics) ||




কেন- গান লিরিক্স

Keno-2, Song & Lyrics

কথা, সুর কণ্ঠঃ জাগ্রত কবি মুহিব খান


গানের শিরোনামঃ কেন-২                            Song Title: Keno-2
ক্যাটাগরিঃ ইসলামী গান                              Category: Islamic Song
কথাঃ মুহিব খান                                             Lyrics: Muhib Khan
সুরঃ মুহিব খান                                               Tune: Muhib Khan
কণ্ঠঃ মুহিব খান                                             Vocal Artist: Muhib Khan

কেন-২, গানের কথা (Song Lyrics)



কেন দেশ জাতি নিয়ে কবিতা লিখে না বাংলাদেশে কবি
কেন কবিতার নামে যৌনতা আর প্রেমালাপ আজ খুবই
কেন গীতিকার লেখে অসভ্য গান শিল্পীরা সেটি গায়
কেন হিন্দি ছবির নগ্নতা ঢুকে এদেশের সিনেমায়
কেন ছবি আল্পনা জুড়ে মূর্তির বাড়াবাড়ি
কেন গল্প নাটকে রাজাকার মানে পাঞ্জাবী টুপি দাঁড়ী
কেন সেটেলাইট যুগে ভিন দেশ থেকে সংস্কৃতি আমদানী
কেন সার্বজনীন উৎসব নামে সাজানো হিন্দুয়ানী
যারা শিল্পকলায় অশ্লিলতার দিয়ে যায় আশকারা
কেন রাষ্ট্রের কাছে তারা পায় দাম অনুদান মাশোহারা
এই জাতিসত্ত্বার ইতি পরিচয় মুছে দিয়ে যারা চায়
কেন রাষ্ট্রের কাছে জাতীয় পদক ঘুরেফিরে তারা পায়
কেন কেনে কেন কেন? কেন কেনে কেন কেন? 
কেন কেনে কেন কেন? কেন কেনে কেন কেন?


কেন জঙ্গী দমন নামে অভিযানে ধার্মিক হয়রানী
কেন তল্লাশী নামে মাওলানাদের ব্যাগ নিয়ে টানাটানি
কেন ইসলামী বই পেলেই মিডিয়া দেখায় জিহাদী নামে
ন্যায়ের জিহাদ করেছেন নবী নিজের রক্ত ঘামে
কেন দ্বীনী শিক্ষা ও চেতনা বিকাশ বন্ধের মতলবে
শুধু মাদ্রাসাকেই জঙ্গীবাদের কারখানা বলা হবে
তবে যুদ্ধাপরাধী রাজাকারদের শিক্ষাঙ্গন তাই
ঢাকা ভার্সিটিকেও রাজাকার কারখানা বলা চাই
যদি জঙ্গীরা বলে শাকিবের বলে শিখেছি গ্রেনেড ছোঁড়া
আর তামিমের ব্যাটে শিখেছি চাপাতি আমাদের গুরু ওরা
যদি না মানে পুলিশ গণমাধ্যম আদালত এই কথা 
তবে আলেমদেরকে জড়িয়ে দেবার কেন এই প্রবণতা
কেন কেনে কেন কেন? কেন কেনে কেন কেন? 
কেন কেনে কেন কেন? কেন কেনে কেন কেন?



কেন ইসলামী রাজনীতির উপরে বাঁধা আসে কৌশলে
কেন প্রিয় নবীজির সুন্নত পরে রাষ্ট্রের রোষানলে
কেন নারী ওয়ারিশের নীতি নিয়ে চলে ইসলাম কাটাছেঁড়া
কেন ইফার ইমাম সমাবেশে নাচে পশ্চিমা তরুণীরা
যখন বাইতুল মোকাররমে রাতে ইশার নামাজ চলে
কেন স্টেডিয়ামে হয় নগ্ন ধামাকা আকাশে আতশ জ্বলে
কেন শাহরুখ, সালমান ক্যাটারিনা, রাণী মল্লিকা এসে
হিন্দি নাচের দূষন ছড়ায় মুসলমানের দেশে
কেন ঢাবির লোগোতে কুরআন মুছে মঙ্গল দ্বিপের ছবি
কেন ঢাকা ভার্সিটি ঢাকায় হওয়ার বিরোধী ছিলেন রবি
কেন তিতু শরীয়ত ভুলে প্রীতিলতা সূর্যসেনের নাম
কেন কবি নজরুল কলেজের নামে বাদ পড়ে ইসলাম
কেন কেনে কেন কেন? কেন কেনে কেন কেন? 
কেন কেনে কেন কেন? কেন কেনে কেন কেন?


কেন চোখের সামনে শেষ হয়ে যায় বিডিআর পিলখানা
কেন খুন, গুম আর শেয়ার ডাকাতি এখনও থাকে অজানা
কেন বাংলাদেশের মানুষের বুকে সীমানায় চলে গুলি
কেন তিস্তার পানি পাবো কি পাবো না বলে না তা খোলাখুলি
কেন বিশ্বকাপের জয় কেড়ে নিয়ে দাদাদের বাহাদুরী
কেন স্বাধীনতা যুদ্ধের বন্ধুরা স্বাধীনতা করে চুরি
কেন পাক ভারতের লড়াই বলবো আমার আমাদের যুদ্ধকে
কেন মিত্ররা নেবে জয়ের ক্রেডিট জানাবে তা বিশ্বকে
কেন কথায় লেখায় সিনেমায় তারা চালাবে প্রচার তাই
কেন চেতনার ফেরিওয়ালাদের মুখে কোন প্রতিবাদ নাই
কেন জিঞ্জির ছেঁড়া গর্দানে উঠে জিঞ্জির বারবার
কেন পয়তাল্লিশ বছরেও স্বাদ পাবো না স্বাধীনতার
কেন কেনে কেন কেন? কেন কেনে কেন কেন? 
কেন কেনে কেন কেন? কেন কেনে কেন কেন?


কেন ওলামা পার্টি ওলামা দল আর ওলামা লীগের নামে
নবীর ওয়ারিশ ওলামারা বেচে নিজেদের  কম দামে
কেন গণমুখি হতে পারেনা এখনও ইসলামী রাজনীতি
কেন খেলাফতমুখি দল মেনে চলে গণতন্ত্রের রীতি
কেন সমাজবাদীরা পদ নিতে আসে গুরজুয়া সরকারে
কেন সিন্দাবাদের ভূত চেপে বসে ক্ষমতাসীনের ঘাড়ে
কেন দলছুট নেতা কর্মীরা চায় তৃতীয় শক্তি হতে
কেন বেকুব জনতা মাথা খুটে মরে দুদলের খেদমতে
কেন মেয়াদের শেষে ক্ষমতা ছাড়তে চায় না এদেশের কেহ
কেন আন্দোলনের তপ্ত আগুনে পুড়ে মানুষের দেহ
যদি দেশ জাতি নিয়ে এত লীলাখেলা এত কলা কৌশল
বিদ্রোহ করে কেন তবে গড়ে ওঠেনা নতুন দল
কেন কেনে কেন কেন? কেন কেনে কেন কেন? 
কেন কেনে কেন কেন? কেন কেনে কেন কেন?


কেন যুদ্ধাপরাধী রাজাকারদের বিচার হয়নি আগে
কেন মুক্তিযুদ্ধ চেতনার নামে জাতি আজ দুই ভাগে
কেন ভূয়া সনদের মুক্তিযুদ্ধা রাস্ট্রের অফিসার
কেন প্রকৃত মুক্তিযুদ্ধারা করে অভাবের সংসার
যদি কোটি মানুষের ভোটার তালিকা আদমশুমারী হয়
কেন ত্রিশ লক্ষ শহীদের নাম তালিকাটা আজও নয়
কেন মুক্তিযুদ্ধের অবদান নিয়ে দুদলের টানাটানি
কেন ইতিহাসে বাদ মেজর জলিল ভাসানী ও উসমানী
যদি মৌলবাদীরা হয় সন্ত্রাসী বির্ধমী বিদ্ধেষী
কেন সংখ্যালঘুর বাড়ির দখলে অন্যরা আজও বেশি
যদি রাজাকার বদরেরা করে থাকে জাতির সর্বনাস
কেন জাতীয় নির্বাচনে তারা হয় জনতার ভোটে পাশ
কেন কেনে কেন কেন? কেন কেনে কেন কেন? 
কেন কেনে কেন কেন? কেন কেনে কেন কেন?


কেন আউলিয়াদের মাজারে গজায় ভন্ডের আস্তানা
কেন আল্লাহর নাম যিকিরের সাথে গাঁজার কলকি টানা
কেন উরশের নামে কোটি টাকা আর গরু খাসী উট চাঁদা
কেন সারাদেশ জুড়ে শত সহস্র আলিশান গেট বাধা
যদি মাদ্রাসা মসজিদের হিসাব এত বেশি দরকার
কেন ভন্ড পীরের প্রাসাদ দেখে না প্রশাসন সরকার
কেন এত বাধা আসে ওয়াজ মাহফিলে অনুমতি পেতে হলে
কেন যাত্রা হাউজে যাত্রা নাচ গান যেখানে সেখানে চলে
যারা নারী শুরশুরী পুঁজি করে লিখে সিনেমা উপন্যাস
কেন নারী সমাবেশে বলে না তাদের লম্পট বদমাশ
যদি নোংরা নগ্ন নারী উপমায় কবিদের বাড়ে দাম
তবে তেঁতুলের কথা বলে কেন শুধু হুজুরের বদনাম
কেন কেনে কেন কেন? কেন কেনে কেন কেন? 
কেন কেনে কেন কেন? কেন কেনে কেন কেন?


কেন ইন্টারনেটে তরুণেরা পায় হাজার পর্ণ ছবি
কেন প্রতারণা ভরা ফেসবুকে ভূয়া পরিচয় ভূয়া সবই
কেন এফএম শেখায় বিকৃত ভাষা বিকৃত রুচি কথা
কেন এতসব দেখে সুশীল শ্রেণীর চুপচাপ নিরবতা
কেন দেশপ্রেম ছেড়ে কথায় লেখায় কবিতা গল্পে গানে
শুধু পণ্য বেচার প্রচারে সবাই দেশপ্রেম টেনে আনে
কেন বাংলাদেশে ব্যান্ড শিল্পীরা পশ্চিমা ঢঙ্গে সাজে
কেন মঞ্চের কাছে তরুণেরা নাচে নেশা খায় আজেবাজে
কেন ইসলামী সংস্কৃতির আসরে মিডিয়া করে না ভীড়
কেন কবির মাথায় কালো ক্যাপ দেখে প্রশাসন অস্থির
যদি অপশাসনের আয়োজনে এত উৎসাহ অনুদান 
উপরের চাপে কেন থেমে যাবে সত্যের জয়গান
কেন কেনে কেন কেন? কেন কেনে কেন কেন? 
কেন কেনে কেন কেন? কেন কেনে কেন কেন?


কেন দেশের পতাকা মাথায় জড়িয়ে বিদেশের তাবেদারী
কেন স্বদেশের টাকা লুটেপুটে নিয়ে বিদেশে প্রাসাদ বাড়ি
কেন দেশীয় পণ্য গ্রহণ না করে বিদেশী পণ্য কিনি
কেন শ্রেষ্ট জাতীয় বাঙালী নেতার নাত বউ বিদেশীনি
কেন দূর্নীতির দায়ে রাজপুত্রের বিদেশে অবস্থান
কেন দুনারীর চুলোচুলিতে হারায় স্বদেশের সম্মান
কেন দেশী মামলায় করতে লড়াই বিদেশী উকিল ভাড়া
কেন দেশের ভিতরে উৎপেতে থাকে বিদেশী গোয়েন্দারা
যদি দেশ রাজনীতি ক্ষমতায় নড়ে বিদেশের কলকাঠি
তবে থাকে না জাতির পতাকা থাকে না স্বাধীন মাটি
যদি বিদেশের চালে বিদেশের তালে স্বদেশ চলতে হয়
কেন সত্যিকারের মুক্তির তরে আবার যুদ্ধ নয়
কেন কেনে কেন কেন? কেন কেনে কেন কেন? 
কেন কেনে কেন কেন? কেন কেনে কেন কেন?



কেন অফিস আদালতে চেয়ার টেবিল ঘাটে ঘাটে খায় টাকা
কেন মেয়রের মুথ ঝকঝকে হয় ডাস্টবিন হয় ঢাকা
কেন এমপি মন্ত্রী সন্ত্রাসী নিয়ে ঘুরে ফিরে আশেপাশে
কেন গ্রেফতার হলে জেলগেটে আঙ্গুল উটিয়ে হাসে
কেন দারিদ্র আর বেকারত্বের কষাঘাত সয়ে শেষে
ছেড়ে যায় দেশ অগণিত মুখ সাগরের জলে ভেসে
কেন হিন্দু বৌদ্ধ নিয়ে রাজনীতি বাড়িঘরে লুটপাট
কেন শিক্ষাঙ্গনে যৌনতা আর নাস্তিকতার পাঠ
কেন প্রশ্ন ফাঁস আর কোচিংয়ের ফাদে দুর্দশা শিক্ষার
কেন কর্ম বিরতি দিয়ে রোগী মারে অমানুষ ডাক্তার
কেন টিএসসিতেই বস্ত্র হরণ নারী লাঞ্ছনা হয় 
কেন গণমাধ্যম অন্যের ঘাড়ে সে দোষ চাপাতে চায়
কেন কেনে কেন কেন? কেন কেনে কেন কেন? 
কেন কেনে কেন কেন? কেন কেনে কেন কেন?


কেন নারীবাদী মানে চুল কেটে ছেটে কপালে তিলক দেওয়া
কেন আধুনিক মানে ওড়না বিহীন ফতোয়াটা বেছে নেওয়া
কেন প্রগতির নামে সরলা নারীকে রাস্তায় টেনে আনা
কেন বিজ্ঞাপনের পণ্য বানিয়ে পুরুষের চোখ টানা
কেন উগ্র পোশাকে ইভটিজিং আর ধর্ষণ করে চাষ
নিজেদের ফাঁদে নিজেরা জড়িয়ে পরিণামে হা হুতাশ
কেন সেভিং ক্রিমের বিজ্ঞাপনেও নারীর নগ্ন রূপ
কেন রিসিপশনের চেয়ারে সাজিয়ে রাখা হয় নারী টোপ
এই ধর্ম দিয়েছে নারীকে সকল ভাল কাজের অনুমতি
কেন নারী বুঝবে না না আশকারা দিয়ে কারা করে তার ক্ষতি
কেন নারী চিনবে না কারা লম্পট কারা মতলববাজ
কেন ভাড়াকরা নারী রাজপথে এনে সাজানো গালিগালাজ
কেন কেনে কেন কেন? কেন কেনে কেন কেন? 
কেন কেনে কেন কেন? কেন কেনে কেন কেন?



কেন কিছু লোক আজও ধর্মের চেয়ে দলকেই বড় মানে
ওরা নীতির পক্ষ না নিয়ে কেবল নেতার পক্ষ টানে
যদি মুজিব জিয়ার বদনাম শুনে কর্মীরা ক্ষেপে ওঠে
কেন প্রিয় নবীজির আবমাননায় প্রতিবাদ নেই ঠোঁটে
কেন মুখে বলো শুধু কুরআন পড়ি ইসলাম ভালোবাসি
কেন প্রিয় নবীজির কুৎসাকারীর এখনো দাওনি ফাঁসি
কেন বিক্ষোভে জাগা শাপলার বুকে নির্মম গুলি চলে
কেন মুমীনের প্রাণ ঢলে পড়ে সেই শাপলার পাদোজ্বলে
যদি যাদুঘর পিজি বারডেম ঘিরে সমাবেশ পায় ছাড়
তবে ব্যাংক পাড়া যেতে কী এমন দোষ তৌহিদী জনতার
যদি গল জাগরণ শাহাবাগে থাকে একাধারে দুই মাস
কেন এক রাত থেকে শাপলার বুকে হেফাজত হবে লাশ
কেন কেনে কেন কেন? কেন কেনে কেন কেন? 
কেন কেনে কেন কেন? কেন কেনে কেন কেন?






-------------------------------------------------------------

মুহিব খানের সংক্ষিপ্ত জীবনীঃ মুহিব খান একজন  বাংলাদেশী সঙ্গীতজ্ঞ, কবি এবং লেখক যিনি এখন পর্যন্ত বাংলাদেশী সঙ্গীতপ্রেমীদের নজর কেড়েছেন। তিনি বাংলাদেশের একটি ইসলামী সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান হলি মিডিয়ার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। কিছু সূত্র মতে, তিনি বাংলাদেশের এক নম্বর ইসলামিক গায়ক। 

জন্মঃ ১৯৭৯ সালের ১৪ অক্টোবর কিশোরগঞ্জে

বর্তমান অবস্থানঃ ঢাকা

পেশাঃ শিল্পী, গীতিকার ও কবি

মুহিব খানের শিক্ষা জীবনঃ তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছেন। এর আগে কওমী ও আলিয়া মাদ্রাসায় শিক্ষা জীবন শেষ করেছেন।

মুহিব খানের শিল্পী জীবনের শুরুঃ ২০০১ সাল থেকে তিনি ইসলামী গানের জগতে আসেন।বর্তমানে ইন্টারনেটে ইসলামী বাংলা গানের সবচেয়ে বেশি দর্শক ও শ্রোতা মুহিব খানের। ইসলামী বাংলা গানের সার্চের দিক দিয়েও তিনি সবার উপরে। “ইঞ্চি ইঞ্চি মাটি” মুক্তির পর তিনি সারা দেশে খ্যাতি পান, পরে তিনি অনেক গান প্রকাশ করেন এবং সবগুলোই সফল হয়, শ্রোতারা তাকে “জাগ্রত কবি” বলে ডাকেন।

মুহিব খানের প্রকাশিত এলবামঃ আবার যুদ্ধ হবে, দাস্তান-ই- মুহাম্মাদ, ইশতেহার আসছে, ইঞ্চি ইঞ্চি মাটি, ইয়ে মেরা ওয়াতান, সীমান্ত খুলে দাও, মরু সাহারা

মুহিব খানের উপাধীঃ জাগ্রত কবি, মুসলিম জাতির জাতীয় কবি।



★★সমাপ্ত★★

সাইটটি ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। মোহাম্মদীয়া ফাউন্ডেশনের কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানতে এবং দীন ও মানবতার সেবায় অংশ নিতে দয়াকরে OUR ACTION PLAN এ ক্লিক করুন।




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
2 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • Rifat Musafir
    Rifat Musafir ২১ জুলাই, ২০২৩ এ ৬:৪৯ PM

    মুহিব খান বাংলার বিদ্রোহী কবি🇧🇩
    তাঁর কবিতায় বাস্তবতার নির্মম সত্য ফুটে উঠেছে, অসংখ্য সালাম জানাই তাকে🌻মহান স্রষ্টা মুমিন মুসলমান সত্যবাদিদের সম্মান আরো বাড়িয়ে দিক,আমিন🌻

  • নামহীন
    নামহীন ১৫ সেপ্টেম্বর, ২০২৩ এ ৯:৩৯ PM

    So nice

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url