মুহিব খানের গানের লিরিক্স || Muhib Khan Song Lyrics || নাস্তিক মুরতাদ চিনে নাও || বাংলাদেশের ৯০ ভাগ মানুষ মুসলমান ||






নাস্তিক মুরতাদ চিনে নাও

মুহিব খান


গানের কথা: নাস্তিক মুরতাদ চিনে নাও

Song Lyrics: Nastik Murtad Chine Naw


বাংলাদেশের ৯০ ভাগ মানুষ মুসলমান


বাংলাদেশের ৯০ ভাগ মানুষ মুসলমান,
পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই মসজিদ কুরআন।
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে,
গির্জা, মন্দির, প্যাগোডা আছে,
মিলে মিশে সবে থাকতেই হবে এ যে জন্মস্থান।
যারা ধর্মে ধর্মে সম্প্রতি চায় করে দিতে বরবাদ,
এরা কেউ নয়, হাতে গোনা কিছু নাস্তিক মুরতাদ।
নাস্তিক মুরতাদ চিনে নাও নাস্তিক মুরতাদ,
প্রতিরোধ গড়ো প্রতিহত করো নাস্তিক মুরতাদ।


নাস্তিক মানে চেতনায় জ্ঞানে সকল ধর্মহীন,
তবে এরা চায় শুধু এদেশে না থাক মুহাম্মদের দ্বীন।
এরা মন্দির ভেঙ্গে হিন্দু ক্ষ্যাপায়,
মুর্তি বসিয়ে মুমিন ক্ষ্যাপায়,
রাম-রহিমের ঝগড়া বাঁধাতে গোপনে বাজায় বীণ।
এদের বিদেশী টাকায় দেশ ধ্বংসের রয়েছে স্বপ্ন স্বাদ,
এরা কেউ নয়, এরা ভাড়াটিয়া কিছু নাস্তিক মুরতাদ।
নাস্তিক মুরতাদ চিনে নাও নাস্তিক মুরতাদ,
প্রতিরোধ গড়ো প্রতিহত করো নাস্তিক মুরতাদ।


এরা বৈশাখী নামে জাতিকে শিখায় নতুন পুজার ঢং,
এরা হোলি খেলে মুসলিম নারীদের শরীরে ছিঁটায় রঙ।
এরা গণমাধ্যমে মিঠা কথা বলে,
জাতির শিকড় কাটে তলে তলে,
চেতনার নামে দেশ প্রেমিকের মাঝে মাঝে ধরে ভাণ।
নীতি-প্রগতির আড়ালে এরা নেশাখোর উন্মাদ,
এরা কেউ নয়, এরা চিরচেনা কিছু নাস্তিক মুরতাদ।
নাস্তিক মুরতাদ চিনে নাও নাস্তিক মুরতাদ,
প্রতিরোধ গড়ো প্রতিহত করো নাস্তিক মুরতাদ।


এরা রাষ্ট্রের কাঁধে ভর করে চলে সংস্কৃতি করে গ্রাস,
এরা সরকারকেও ভুলিয়ে খাওয়ায় গণমানুষের বাঁশ।
এরা পরগাছা হয়ে বড় গাছ মারে,
সময়ে মুখোশ পাল্টাতে পারে,
নিরপেক্ষতার নামে করে এরা ধর্মহীনতা চাষ।
আজ জাতি জেনে গেছে এদের পাতানো ষড়যন্ত্রের ফাঁদ,
এরা কেউ নয় এরা হতভাগা কিছু নাস্তিক মুরতাদ।
নাস্তিক মুরতাদ চিনে নাও নাস্তিক মুরতাদ,
প্রতিরোধ গড়ো প্রতিহত করো নাস্তিক মুরতাদ।




সাইটটি ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। আর্টিকেলটি ভাল লাগলে সত্য ও ন্যয়ের পথে অন্য ভাইনদেরকে দাওয়াতের নিয়তে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন। মোহাম্মদীয়া ফাউন্ডেশনের কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানতে এবং দীন ও মানবতার সেবায় অংশ নিতে OUR ACTION PLAN বাটনে ক্লিক করুন।




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url