যে কাজগুলো আপনার জন্য নিষিদ্ধ (০৬) || রাস্তার মধ্যভাগ দিয়ে মহিলাদের চলাফেরা করা || শত্রুর সাক্ষাৎ কামনা করা ||






একজন মুসলিম হিসাবে যে কাজগুলো আপনার জন্য নিষিদ্ধ

(ষষ্ট পর্ব)

  • হারাম এলাকার বরই গাছ কাটা
  • কবরের পার্শ্বে ছাগল কিংবা গরু যবাই করা
  • রাত্রি বেলায় রাস্তা-ঘাটে অবস্থান করা
  • নিজের ঘর ছাড়া অন্য কোথাও মহিলাদের উলঙ্গ হওয়া
  • মনিবের অনুমতি ছাড়া কোন ক্রীতদাসের বিবাহ্ বন্ধনে আবদ্ধ হওয়া
  • শত্রুর সাক্ষাৎ কামনা করা
  • ইসলামের স্বার্থ ছাড়া মুশরিকদের সঙ্গে সহাবস্থান করা
  • বিবাহ্-শাদি, তালাক ও গোলাম স্বাধীন করা নিয়ে খেল-তামাসা
  • আগুন, পানি কিংবা ঘাস নিতে কাউকে বাধা দেয়া
  • রাস্তার মধ্যভাগ দিয়ে মহিলাদের চলাফেরা করা

হারাম এলাকার বরই গাছ কাটা

আব্দুল্লাহ্ বিন্ ’হুবশী (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:

مَنْ قَطَعَ سِدْرَةً – مِنْ سِدْرِ الْحَرَمِ – صَوَّبَ اللهُ رَأْسَهُ فِيْ النَّارِ

‘‘কোন ব্যক্তি (হারাম শরীফের) বরই গাছ কাটলে আল্লাহ্ তা’আলা তার মাথাকে জাহান্নামের অগ্নিতে ঢুকিয়ে দিবেন’’।[1]

মু’আবিয়া বিন্ ’হায়দাহ্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:

مِنَ اللهِ تَعَالَى لاَ مِنْ رَسُوْلِهِ : لَعَنَ اللهُ قَاطِعَ السِّدْرِ – سِدْرِ الْحَرَمِ –

‘‘ইহা আল্লাহ্ তা’আলার পক্ষ থেকে ; রাসূল (সা.) এর পক্ষ থেকে নয়। আল্লাহ্ তা’আলা (হারাম শরীফের) বরই গাছ কর্তনকারীকে অভিসম্পাত করেছেন’’।[2]
[1] (আবু দাউদ, হাদীস ৫২৩৯)
[2] (স’হী’হুল-জা’মি’, হাদীস ৫৯০৯)

কবরের পার্শ্বে ছাগল কিংবা গরু যবাই করা

আনাস্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:

لاَ عَقْرَ فِيْ الْإِسْلاَمِ

‘‘ইসলাম ধর্মে (কোন কবরের পার্শ্বে) ছাগল কিংবা গরু যবাই করার কোন বিধান নেই’’।[1]
[1] (আহমাদ্ ৩/১৯৭)

রাত্রি বেলায় রাস্তা-ঘাটে অবস্থান করা

জাবির (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:

إِيَّاكُمْ وَالتَّعْرِيْسَ عَلَى جَوَادِّ الطَّرِيْقِ ، وَالصَّلاَةَ عَلَيْهَا ؛ فَإِنَّهَا مَأْوَى الْحَيَّاتِ وَالسِّبَاعِ ، وَقَضَاءَ الْحَاجَةِ عَلَيْهَا ؛ فَإِنَّهَا الْمَلاَعِنُ

‘‘তোমরা রাত্রি বেলায় রাস্তার মধ্যভাগে অবস্থান করা ও তাতে নামায পড়া থেকে বিরত থাকো। কারণ, তা হচ্ছে সাপ ও হিংস্র প্রাণীদের থাকার ঠিকানা। তেমনিভাবে তোমরা রাস্তা-ঘাটে মল-মূত্র ত্যাগ করা থেকেও বিরত থাকো। কেননা, তাতে মল-মূত্র ত্যাগ করা অভিসম্পাতের কারণ’’।[1]
[1] (স’হী’হুল-জা’মি’, হাদীস ২৬৭৩)

নিজের ঘর ছাড়া অন্য কোথাও মহিলাদের উলঙ্গ হওয়া

উম্মু সালামাহ্ (রাযিয়াল্লাহু আনহা) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:

أَيُّمَا امْرَأَةٍ نَزَعَتْ ثِيَابَهَا فِيْ غَيْرِ بَيْتِهَا ، خَرَقَ اللهُ عَزَّ وَجَلَّ عَنْهَا سِتْرَهُ

‘‘যে মহিলা নিজ ঘর ছাড়া অন্য কোথাও নিজের সম্পূর্ণ পরিধেয় বস্ত্র খুলে ফেললো তা হলে আল্লাহ্ তা’আলা তার উপর থেকে তাঁর বিশেষ পর্দা উঠিয়ে নিবেন’’।[1]

’আয়িশা (রাযিয়াল্লাহু আনহা) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:

أَيُّمَا امْرَأَةٍ وَضَعَتْ ثِيَابَهَا فِيْ غَيْرِ بَيْتِ زَوْجِهَا فَقَدْ هَتَكَتْ سِتْرَ مَا بَيْنَهَا وَبَيْنَ اللهِ عَزَّ وَجَلَّ

‘‘যে মহিলা নিজ স্বামীর ঘর ছাড়া অন্য কোথাও নিজের সম্পূর্ণ পরিধেয় বস্ত্র খুলে ফেললো তা হলে সে যেন আল্লাহ্ তা’আলা ও তার মধ্যকার বিশেষ পর্দা উঠিয়ে নিলো’’।[2]
[1] (স’হী’হুল-জা’মি’, হাদীস ২৭০৮)
[2] (স’হী’হুল-জা’মি’, হাদীস ২৭১০)

মনিবের অনুমতি ছাড়া কোন ক্রীতদাসের বিবাহ্ বন্ধনে আবদ্ধ হওয়া

জাবির (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:

أَيُّمَا عَبْدٍ تَزَوَّجَ بِغَيْرِ إِذْنِ مَوَالِيْهِ وَفِيْ رِوَايَةٍ: سَيِّدِهِ ؛ فَهُوَ عَاهِرٌ

‘‘যে গোলাম তার মালিকের অনুমতি ছাড়া কারোর সঙ্গে বিবাহ্ বন্ধনে আবদ্ধ হলো সে ব্যভিচারী’’।[1]
[1] (আবু দাউদ, হাদীস ২০৭৮ তিরমিযী, হাদীস ১১১১, ১১১২)

শত্রুর সাক্ষাৎ কামনা করা

আব্দুল্লাহ্ বিন্ আবু আওফা (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:

يَا أَيُّهَا النَّاسُ! لاَ تَتَمَنَّوْا لِقَاءَ الْعَدُوِّ وَاسْأَلُوْا اللهَ الْعَافِيَةَ ، فَإِذَا لَقِيْتُمُوْهُمْ فَاصْبِرُوْا، وَاعْلَمُوْا أَنَّ الْـجَنَّةَ تَحْتَ ظِلاَلِ السُّيُوْفِ

‘‘হে মানব সকল! তোমরা কখনো শত্রুর সাক্ষাৎ কামনা করো না। বরং আল্লাহ্ তা’আলার নিকট সর্বদা নিজেদের নিরাপত্তা কামনা করো। তবে তোমাদের একান্ত অনিচ্ছা সত্ত্বেও যখন তোমরা হঠাৎ শত্রুর সম্মুখীন হয়ে যাবে তখন তোমরা ধৈর্যের সঙ্গে তাদের মুকাবিলা করবে এবং জেনে রাখবে যে, নিশ্চয়ই জান্নাত সত্যিই তলোয়ারের ছায়ার নিচে’’।[1]
[1] (বুখারী, হাদীস ৭২৩৭ মুসলিম, হাদীস ১৭৪২)

ইসলামের স্বার্থ ছাড়া মুশরিকদের সঙ্গে সহাবস্থান করা

জারীর (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:

بَرِئَتِ الذِّمَّةُ مِمَّنْ أَقَامَ مَعَ الْـمُشْرِكِيْنَ فِيْ دِيَارِهِمْ

‘‘আমি সে ব্যক্তির জিম্মা মুক্ত যে মুশরিকদের সঙ্গে তাদের এলাকায় সহাবস্থান করছে’’।[1]
[1] (স’হী’হুল-জা’মি’, হাদীস ২৮১৮)

বিবাহ্-শাদি, তালাক ও গোলাম স্বাধীন করা নিয়ে খেল-তামাসা

ফুযালাহ্ বিন্ ’উবাইদ্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:

ثَلاَثٌ لاَ يَجُوْزُ اللَّعِبُ فِيْهِنَّ : الطَّلاَقُ وَالنِّكَاحُ وَالْعِتْقُ

‘‘তিনটি বস্ত্ত নিয়ে খেল-তামাসা করা জায়িয নয়। সে বস্ত্ত তিনটি হচ্ছে তালাক, বিবাহ্-শাদি এবং গোলাম স্বাধীন করা’’।[1]
[1] (স’হী’হুল-জা’মি’, হাদীস ৩০৪৭)

আগুন, পানি কিংবা ঘাস নিতে কাউকে বাধা দেয়া

আবু হুরাইরাহ্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:

ثَلاَثٌ لاَ يُمْنَعْنَ : الْـمَاءُ وَالْكَلَأُ وَالنَّارُ

‘‘তিনটি জিনিস নিয়ে যেতে কাউকে বাধা দেয়া যাবে না। সে জিনিসগুলো হচ্ছে পানি, ঘাস ও আগুন’’।[1]
[1] (স’হী’হুল-জা’মি’, হাদীস ৩০৪৮)

রাস্তার মধ্যভাগ দিয়ে মহিলাদের চলাফেরা করা

আবু হুরাইরাহ্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:

لَيْسَ لِلنِّسَاءِ وَسَطُ الطَّرِيْقِ

‘‘রাস্তার মধ্যভাগ মহিলাদের জন্য নয়’’।[1]
[1] (স’হী’হুল-জা’মি’, হাদীস ৫৪২৫)


একজন মুসলিম হিসেবে যে কাজগুলো আপনার জন্য নিষেধ- এর সকল পর্ব এখান থেকে পড়ুনঃ
১ম পর্ব    ২য় পর্ব    ৩য় পর্ব    ৪র্থ পর্ব    ৫ম পর্ব    ৬ষ্ট পর্ব    ৭ম পর্ব    ৮ম পর্ব    ৯ম পর্ব    ১০ম পর্ব    ১১তম পর্ব    ১২তম পর্ব    ১৩তম পর্ব    ১৪তম পর্ব    ১৫তম পর্ব  ১৬তম পর্ব    ১৭তম পর্ব    ১৮তম পর্ব    ১৯তম পর্ব    ২০ম পর্ব    ২১তম পর্ব    ২২তম পর্ব    ২৩তম পর্ব    ২৪তম পর্ব    ২৫তম পর্ব    ২৬তম পর্ব    ২৭তম পর্ব     ২৮তম পর্ব    ২৯তম পর্ব    ৩০ম পর্ব    ৩১তম পর্ব    ৩২তম পর্ব    ৩৩তম পর্ব    ৩৪ম পর্ব



****************************************
সাইটটি ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। আর্টিকেলটি ভাল লাগলে সত্য ও ন্যয়ের পথে অন্য ভাইনদেরকে দাওয়াতের নিয়তে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন। মোহাম্মদীয়া ফাউন্ডেশনের কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানতে এবং দীন ও মানবতার সেবায় অংশ নিতে OUR ACTION PLAN বাটনে ক্লিক করুন।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url