প্রতিদিন আল কুরআনের ৫টি শব্দ শিখি (পর্ব-০২)







প্রতিদিন ৫টি শব্দ শিখি

আল কুরআনের ভাষা শিখি


প্রতিদিন আমরা পবিত্র কুরআন থেকে ৫টি করে শব্দ শিখবো। আজ আমরা ক্বলা, আল্লাযী, ‘আলা, লি/লা এবং কানা- এই ৫টি শব্দ শিখবো। এই ৫টি শব্দ আল কুরআনে মোট ৭২৯৩ বার এসেছে। তার মানে এই পাঁচটি শব্দ শিখলে আগের একটি ক্লাসের ১১৬৩১টি শব্দসহ মোট ১৮৯২৪টি শব্দ শিখে ফেললাম। এভাবেই একদিন পুরো কুরআনের অর্থ শেখা হয়ে যাবে ইন শা আল্লাহ।



প্রতিদিন ১টি ক্রিয়াপদ শিখবো

আল কুরআনের অর্থ বুঝবো





প্রতিদিন ৫টি শব্দের সাথে সাথে একটি করে ক্রিয়াপদ শিখবো। এবং প্রতি সপ্তাহে আমাদের পঠিত বিষয়গুলো থেকে একটি করে কুইজ আয়োজন করবো মেধা যাচাইয়ের জন্য। আপনি নিয়মিত আমাদের এই সাইটে যোগ দিন এবং আপনার বন্ধুদেরকেও ফেইসবুকে শেয়ার করে অবহিত করুন। এটা কতই না ভাল হবে যখন সামান্য পরিশ্রমেই আপনি পবিত্র কুরআনের অর্থসমূহ একটু একটু হলেও শিখতে পারবেন।

আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।।
 



***********************************
সাইটটি ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। আর্টিকেলটি ভাল লাগলে সত্য ও ন্যয়ের পথে অন্য ভাইনদেরকে দাওয়াতের নিয়তে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন। মোহাম্মদীয়া ফাউন্ডেশনের কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানতে এবং দীন ও মানবতার সেবায় অংশ নিতে OUR ACTION PLAN বাটনে ক্লিক করুন।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url