না বলা কথা গজল লিরিক্স || Na Bola Kotha || আবু রায়হান ||
বাংলা গজল, না বলা কথা গজল লিরিক্স, আবু রায়হান
না বলা কথা
আবু রায়হান
হৃদয় ছুঁয়ে যাওয়া বাংলা গজল লিরিক্স, “না বলা কথা”। না বলা কথা গজল লিরিক্স। গেয়েছেন বাংলা গজলের সুকণ্ঠী শিল্পী আবু রায়হান। আসুন শুনি “না বলা কথা” গজলটি। যারা আবু রায়হানের গাওয়া “না বলা কথা” গজলটি ভালবেসে গাইতে চান তাদের জন্যই আমাদের এই আয়োজন না বলা কথা গজল লিরিক্স।
না বলা কথা
Na Bola Kotha
Abu Rayhan
না বলা কথা গজল লিরিক্স
Na Bola Kotha gazal Lyrics
ভাঙ্গো দ্বিধা ভাঙো
খোলো আঁখি খোলো
হতাশা ঝেড়ে ফেলে চলো
দেখো সাহসে দেখো
বাড়ো শপথে বাড়ো
বলো হৃদয় খুলে বলো
না বলা কথা গুলো হোকনা বলা
আর কতো হবে বলো একলা চলা
না বলা কথাগুলো হোকনা বলা
আর কতো হবে বলো গুটিয়ে চলা
বাধোরে সুর বাধো
যা হয়নি বাধা আজো
বাধন হারা গানে
মিতালী প্রানে প্রানে
ভাসিয়ে দে সুরের ভেলায়
না বলা কথা গুলো হোকনা বলা।
এক মুঠো রোদে পোড়া স্বপ্ন আকো
সেই স্বপ্নে হেটে চলার ইচ্ছে মাখো
আকোরে ছবি আকো
যা হয়নি আকা আজো
বাধন হারা গানে
মিতালী প্রানে প্রানে
ভাসিয়ে দে সুরের ভেলায়
না বলা কথা গুলো হোকনা বলা।
এই সময় হল তোমার এগিয়ে চলার
বুক চিরে আজ কিছু বিলিয়ে দেবার
মেলরে ডানা মেলো
জড়তা সব ভোলো
বাধন হারা গানে
মিতালী প্রানে প্রানে
ভাসিয়ে দে সুরের ভেলায়
না বলা কথা গুলো হোকনা বলা।
*****************************************
সাইটটি ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। আর্টিকেলটি ভাল লাগলে সত্য ও ন্যয়ের পথে অন্য ভাইনদেরকে দাওয়াতের নিয়তে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন। মোহাম্মদীয়া ফাউন্ডেশনের কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানতে এবং দীন ও মানবতার সেবায় অংশ নিতে OUR ACTION PLAN বাটনে ক্লিক করুন।