যে কাজগুলো আপনার জন্য নিষিদ্ধ (৩২) || শয়তানের অনুসরণ || অপরাধ করে সন্তুষ্ট থাকা || মসজিদ নিয়ে গর্ব করা ||





শয়তানের অনুসরণ

শয়তানের পদাঙ্ক অনুসরণ করা
আল্লাহ্ তা’আলা বলেন:

يَا أَيُّهَا النَّاسُ كُلُوا مِمَّا فِي الْأَرْضِ حَلَالًا طَيِّبًا وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ ۚ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُّبِينٌ

‘‘হে মানুষ সকল! তোমরা জমিনের সকল হালাল ও পবিত্র বস্ত্ত থেকে যা পারো খাও। তবে কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কারণ, সে নিশ্চয়ই তোমাদের প্রকাশ্য শত্রু’’। (বাক্বারাহ্ : ১৬৮)

কুরআন ও হাদীসের বিপরীতে  যুক্তি উপস্থাপন

কুরআন ও হাদীসের বিপরীতে কারোর কোন কথা, মত কিংবা যুক্তি উপস্থাপন করা
আল্লাহ্ তা’আলা বলেন:

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُقَدِّمُوا بَيْنَ يَدَيِ اللَّهِ وَرَسُولِهِ ۖ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ سَمِيعٌ عَلِيمٌ

‘‘হে ঈমানদারগণ! তোমরা আল্লাহ্ তা’আলা ও তদীয় রাসূল (সা.) এর সামনে কখনো অগ্রসর হইয়ো না। বরং তোমরা একমাত্র আল্লাহ্ তা’আলাকেই ভয় করো। নিশ্চয়ই আল্লাহ্ তা’আলা সর্বশ্রোতা সবজান্তা’’। (’হুজুরাত : ১)

অপরাধ করে সন্তুষ্ট থাকা

নিজ অপরাধ মূলক কর্মকান্ডে সন্তুষ্ট থাকা এবং যা করেনি তার জন্য কারোর প্রশংসা কামনা করা
আল্লাহ্ তা’আলা বলেন:

لَا تَحْسَبَنَّ الَّذِينَ يَفْرَحُونَ بِمَا أَتَوا وَّيُحِبُّونَ أَن يُحْمَدُوا بِمَا لَمْ يَفْعَلُوا فَلَا تَحْسَبَنَّهُم بِمَفَازَةٍ مِّنَ الْعَذَابِ ۖ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ

‘‘যারা নিজ (অপরাধ মূলক) কর্মকান্ডে সন্তুষ্ট এবং যা করেনি তার জন্য অন্যের প্রশংসা প্রার্থী তাদের ব্যাপারে তুমি এমন মনে করো না যে, তারা শাস্তিমুক্ত বরং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি’’। (আলি-’ইমরান : ১৮৮)

অবুঝ বাচ্চার হাতে ধন-সম্পদ দেয়া

যে বাচ্চা নিজের ভালো-মন্দ বুঝে না এমন অবুঝের হাতে কোন ধন-সম্পদ তুলে দেয়া
আল্লাহ্ তা’আলা বলেন:

وَلَا تُؤْتُوا السُّفَهَاءَ أَمْوَالَكُمُ الَّتِي جَعَلَ اللَّهُ لَكُمْ قِيَامًا وَارْزُقُوهُمْ فِيهَا وَاكْسُوهُمْ وَقُولُوا لَهُمْ قَوْلًا مَّعْرُوفًا

‘‘তোমরা নিজেদের ধন-সম্পদ যা আল্লাহ্ তা’আলা তোমাদেরকে নিজেদের জীবন পরিচালনার জন্য দিয়েছেন তা অবুঝদের হাতে তুলে দিও না। বরং তা থেকে তাদেরকে খাদ্য-বস্ত্র দাও এবং তাদের সাথে ভালো কথা বলো’’। (নিসা’ : ৫)

অবাধ্য মহিলা বাধ্য হওয়ার পর পুনরায় তাকে কষ্ট দেয়া

কোন মহিলা স্বামীর অবাধ্য হওয়ার পর আবারো সঠিক পথে ফিরে আসলে তাকে পুনরায় যে কোন ভাবে কষ্ট দেয়া
আল্লাহ্ তা’আলা বলেন:

وَاللَّاتِي تَخَافُونَ نُشُوزَهُنَّ فَعِظُوهُنَّ وَاهْجُرُوهُنَّ فِي الْمَضَاجِعِ وَاضْرِبُوهُنَّ ۖ فَإِنْ أَطَعْنَكُمْ فَلَا تَبْغُوا عَلَيْهِنَّ سَبِيلًا ۗ إِنَّ اللَّهَ كَانَ عَلِيًّا كَبِيرًا

‘‘তোমরা যে নারীদের অবাধ্যতার আশঙ্কা করো তাদেরকে সদুপদেশ দাও এবং শয্যায় পরিত্যাগ করো। এমনকি তাদেরকে প্রয়োজনে প্রহার করো। এতে যদি তারা তোমাদের অনুগত হয়ে যায় তা হলে তাদের ব্যাপারে আর অন্য কোন পন্থা অবলম্বন করো না। নিশ্চয়ই আল্লাহ্ তা’আলা সমুন্নত মহীয়ান’’। (নিসা’ : ৩৪)

মৃত ব্যক্তিকে কবরে নেওয়ার সময় শরীয়ত বিরোধী কর্মকান্ডে লিপ্ত হওয়া

কোন মৃত ব্যক্তিকে কবরের দিকে নিয়ে যাওয়ার সময় যে কোন শরীয়ত বিরোধী কর্মকান্ডে লিপ্ত হওয়া
আব্দুল্লাহ্ বিন্ ’উমর (রাযিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত তিনি বলেন:

نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تُتْبَعَ جِنَازَةٌ مَعَهَا رَانَّةٌ

‘‘রাসূল (সা.) কোন মৃত ব্যক্তিকে কবরের দিকে নিয়ে যাওয়ার সময় সঙ্গে কোন বিলাপকারিণী মহিলাকে নিতে নিষেধ করেছেন’’।[1]
[1] (ইবনু মাজাহ্, হাদীস ১৬০৫)

গোসলখানায় প্রস্রাব করা

গোসলখানায় প্রস্রাব করা
আব্দুল্লাহ্ বিন্ মুগাফফাল (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:

لَا يَبُولَنَّ أَحَدُكُمْ فِي مُسْتَحَمِّهِ

‘‘তোমাদের কেউ যেন গোসলখানায় প্রস্রাব না করে’’।[1]
[1] (ইবনু মাজাহ্, হাদীস ৩০৭)

মসজিদ নিয়ে গর্ব করা

মসজিদ নিয়ে পরস্পর গর্ব করা
আনাস্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন:

نَهَى رَسُوْلُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَتَبَاهَى النَّاسُ فِيْ الْـمَسَاجِدِ

‘‘রাসূল (সা.) সকল মানুষকে মসজিদ নিয়ে গর্ব করতে নিষেধ করেছেন’’।[1]
[1] (ইবনু ’হিববান, হাদীস ১৬১৩)

মসজিদের দরজায় প্রস্রাব করা

কোন মসজিদের দরজায় প্রস্রাব করা
মাক’হুল্ (রাহিমাহুল্লাহ্) থেকে বর্ণিত তিনি বলেন:

نَهَى رَسُوْلُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُبَالَ بِأَبْوَابِ الْـمَسَاجِدِ

‘‘রাসূল (সা.) মসজিদের দরজাগুলোতে প্রস্রাব করতে নিষেধ করেছেন’’।[1]
[1] (স্বা’হীহুল-জা’মি’, হাদীস ৬৮১৩)




****************************************
সাইটটি ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। আর্টিকেলটি ভাল লাগলে সত্য ও ন্যয়ের পথে অন্য ভাইনদেরকে দাওয়াতের নিয়তে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন। মোহাম্মদীয়া ফাউন্ডেশনের কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানতে এবং দীন ও মানবতার সেবায় অংশ নিতে OUR ACTION PLAN বাটনে ক্লিক করুন।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url