রাহে আমল-২৭ || জীব জানোয়ারের অধিকার || অকারণে প্রাণী হত্যা করা ||
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
জীব জানোয়ারের অধিকার
জানোয়ারের প্রতি সদয় ব্যবহার
عَنْ سَهَلُ بْنِ حَنْظَلَةَ قَالَ مَرَّ رَسُولُ الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم ببعير قَدْ لَحِق ظهرُهُ بِبَطْنِهِ فَقَالَ اتَّقُوا اللَّهَ فِي هذه البهائِمِ المُعْجَمَةٍ فَارْكَبُوهَا صَالِحَةُ وَاتْرُكُوهَاصالحة - ابو داؤد
সাহল ইবনে হাঞ্জালা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত । তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি রুগ্ন উটের নিকট দিয়ে যাচ্ছিলেন যার পিঠ পেটের সাথে লেগে গিয়েছিলো। এ দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ সকল বাকহীন পশুর ব্যাপারে আল্লাহকে ভয় করো। সুস্থ অবস্থায় এদের উপর আরোহণ করবে এবং সুস্থ অবস্থায়ই তাদেরকে ত্যাগ করবে। -আবু দাউদ
ব্যাখ্যা: অর্থাৎ জানোয়ারকে অভুক্ত রেখে কষ্ট দিলে আল্লাহ নারায হন। যখন তাদের দ্বারা কাজ নেয়া হয় তখন তাদেরকে উত্তমরূপে খাবার দেবে। এদের শক্তির বাইরে কোন কাজ করানো অন্যায়। এতে আল্লাহ অসন্তুষ্ট হন।
পশুর জন্য আরামের ব্যবস্থা
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ فَدَخَلَ حَائِطًا لِرَجُلٍ مِّنَ الأنصارِ فَإِذَا فِيه جملُ - فَلَمَّا رَأَى الْجَمَلُ النَّبِي صلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم جرجرٍ وَذَرَفَتْ عَيْنَاهُ فَآتَاهُ النَّبِيِّ صَلَّى اللَّهِ عَلَيْهِ وَسَلَّم فَمسح سرَاتَهُ أَى سَنَامَهُ وَذِفْرَاهُ فَسَكَنَ - فَقَالَ منْ رَّبُّ هَذَا الْجَمَلِ لِمَنْ هُذَا الْجَمَلُ؟ فَجَاءَ فَتى مِنَ الْأَنْصَارِ فَقَالَ هُذَا إِلى يَا رَسُولَ اللَّهِ - فَقَالَ أَفَلَا تَتَّقِي اللَّهِ فِي هذه الْبَهْيَمَةِ الَّتِي مَلَكَكَ اللَّهُ إِيَّاهَا ، فَإِنَّهُ يَشْكُو إِلَى أَنَّكَ تُجِيعُهُوتُدْنبه - رياض الصاحين
আবদুল্লাহ ইবন্ জাফর হতে বর্ণিত। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসার ব্যক্তির বাগানে প্রবেশ করে তথায় একটি উট বাঁধা অবস্থায় দেখতে পেলেন উটটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্র গোংগানীর আওয়াজ দিলো এবং তার দুচোখ বেয়ে অশ্রু বইতে লাগলো। আল্লাহর নবী উটটির নিকটে গেলেন এবং এর পিঠ ও কোমরে হাত বুলিয়ে দিলে উটটি শান্ত হয়। অতঃপর রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, কে এই উটটির মালিক ? এটা কার উট ? একজন যুবক আনসার এগিয়ে এসে বললো, হে আল্লাহর রাসূল! উটটি আমার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি এই নির্বাক জানোয়ারটির ব্যাপারে আল্লাহকে ভয় করো না যা আল্লাহ তোমার মালিকানাধীন করে দিয়েছেন। এ উটটি তার বিগলিত অশ্রু ও বেদনা বিধুর আওয়াজ দ্বারা আমার নিকট অভিযোগ করেছে যে, তুমি তাকে অভুক্ত রাখছো এবং এর দ্বারা একটানা কাজ নিচ্ছো।” -রিয়াযুস সালেহীন
ভ্রমণকালে পশুর হক
قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَافَرْتُمْ فِي الْخِصْبِ فَأَعْطُوا الْإِبِلَ حَقْهَا مِنَ الْأَرْضَ وَإِذَا سَافَرْتُمْ فِيالسنة فَاسْرعُوا عَلَيْهَا السَّيْرَ - مسلم ابو هريرة رض
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন উর্বর ও শস্য-শ্যামল এলাকা ভ্রমণ করবে তখন ভূমি হতে উটকে তার হক প্রদান করবে। আর খরা পীড়িত এলাকা ভ্রমণকালে তাকে দ্রুত চালিয়ে নিয়ে যাবে। -মুসলিম
ব্যাখ্যা: অর্থাৎ ফসলের মৌসুমে ভূমি রসালো থাকার কারণে মাটিতে নানা প্রকারের ঘাস ও তৃণলতা জন্মায়। এ সময়ে সফর করলে মাঝে মধ্যে জানোয়ারকে ছেড়ে দিয়ে ঘাস লতাপাতা খাবার সুযোগ দিতে হবে। আর দুর্ভিক্ষ ও খরার মৌসুমে মাটি রসহীন হয়ে যায় কোন ঘাস-লতা উৎপন্ন হয় না। তাই এ সময়ের সফরে উটকে দ্রুত চালিয়ে নিয়ে যেতে হবে। যেনো শীঘ্র গন্তব্যস্থলে পৌঁছে যায় এবং পথিমধ্যে ক্ষুধা তৃষ্ণায় তার কষ্ট না হয়।
যবাই করার পদ্ধতি
عَنْ شَدَا دَبْنِ أَوْسٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى كَتَبَ الْإِحْسَانَ عَلَى كُلِّ شَيْءٍ فَإِذَا قَتَلْتُمْ فَاحْسِنُوا الْقِتْلَةَ وَإِذَا ذَبَحْتُمْ فَأحْسِنُوا الذبح .وَلْيُجد أحدُكُمْ شَفْرَتَهُ وَلِيُرِحْ ذَبِيحَتَهُ - مسلم
শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তায়ালা প্রতিটি কাজ উত্তম ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্দেশ দিয়েছেন। অতএব, তোমরা যখন হত্যা করবে তখন উত্তম পন্থায় হত্যা করবে। আর যখন যবাই করবে তখন ভালো পন্থায় যবাই করবে। অবশ্যই তোমাদের ছুরির ধার তীক্ষ্ণ করবে এবং যবাইকৃত পশুকে আরাম দেবে। এমনভাবে যবাই করো না। যাতে যবাইকৃত পশু দীর্ঘ সময় ধরে ছটফট করতে থাকে। বরং ধারালো অস্ত্র দ্বারা এমনভাবে যবাই করবে যাতে দ্রুত প্রাণবায়ু বেরিয়ে যায়। -মুসলিম
যবাই করার নিয়ম
عَنْ ابْنِ عُمر رض قَالَ سَمِعْتُ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَى أَنْ تُصَبر بِهِيمَةُ أَوْغَيْرُهَا لِلْقَتْلِ .- بخاری، مسلم
২৩০। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত । তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন চতুষ্পদ জন্তু কিংবা অন্য কোন প্রাণীকে (পাখী অথবা মানুষ) বেঁধে দণ্ডায়মান অবস্থায় তীর মেরে হত্যা করতে বারণ করতে শুনেছি। -বুখারী, মুসলিম
জীব-জন্তুর চেহারায় আঘাত করা নিষেধ
عنْ جَابِرٍ رضقَالَ نَهى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وسَلَّمَ عَن الضَّرْبِ فِى الْوَجْهِ وَعَنِ الْوَسمِ فِي الْوَجْهِ - مسلم
জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীব-জন্তুর চেহারায় আঘাত করতে ও দাগ দিতে নিষেধ করেছেন। -মুসলিম
অকারণে প্রাণী হত্যা করা
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمرُو بْنِ الْعَاصِ رَض قَالَ إِنَّ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ قَتَلَ عُصْفُورًا فَما فَوْقَهَا بِغَيْرِ حَقَهَا سَأَلَهُ اللهُ عَنْ قَتْلِهِ - قَبْلَ يَا رَسُولَ اللَّهِ صلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَا حَقُهَا؟ قَالَ أَنْ يُذْبَحَهَا فَيَاكُلَهَاوَلَا يَقْطَعَ رَأْسِهَا فَيَرْمي بها - مشكراة
আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চড়ুই অথবা তার চেয়ে ক্ষুদ্র কোন পার্থী অনর্থক হত্যা করবে। আল্লাহ কিয়ামতের দিন তাকে এ হত্যার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল! পাখীর হক কি ? উত্তরে তিনি বললেন, পাখি যখন যবাই করবে তখন তাকে খেয়ে ফেলবে। আর তার মাথা কাটার পর ফেলে দেবে না। -মিশকাত
ব্যাখ্যা: এ হাদীস দ্বারা জানা গেলো, গোত খাবার উদ্দেশ্যে জীব-জন্তু শিকার করা জায়েয। আমোদ প্রমোদের উদ্দেশ্যে শিকার করা ইসলামে নিষিদ্ধ। আমোদ-প্রমোদের উদ্দেশ্যে শিকার করার অর্থ হলো, শুধু সখ করে শিকার করা। না খেয়ে ফেলে দেয়া।
পশু-পাখির কষ্টের প্রতি খেয়াল রাখা
عَنْ عَبْدِ الرَّحْمَنِ ابْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِيْهِ قَالَ كُنَّا مع رسول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ فَانْطَلَقَ لِحَاجَتِهِ فَرَآيْنَا حُمُرَّةً معها فَرْخَانِ فَاخَذْنَا فَرْخَيْهَا فَجَاءَتِ الحمرة فَجَعَلَتْ تُفَرِّضُ - فَجَاءَ النَّبِي صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ مِنْ فَجْعَ هَذِهِ بِوَالِدَهَا؟ رُدُّوا وَلَدَهَا إِلَيْهِ - فَرَأَى قَرْيَةً نَمْلِ قَدْ حَرَقْنَاهَا - قَالَ مِنْ حَرَقَ هُذِهِ؟ فَقُلْنَا نَحْنُ - قَالَإِنَّهُ لَا يَنْبَغِي أَنْ يُعَذِّبَ بِالنَّارِ إِلا رَبُّ النَّارِ - ابو داؤد
আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চড়ুই অথবা তার চেয়ে ক্ষুদ্র কোন পার্থী অনর্থক হত্যা করবে। আল্লাহ কিয়ামতের দিন তাকে এ হত্যার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল! পাখীর হক কি ? উত্তরে তিনি বললেন, পাখি যখন যবাই করবে তখন তাকে খেয়ে ফেলবে। আর তার মাথা কাটার পর ফেলে দেবে না। -মিশকাত
ব্যাখ্যা: এ হাদীস দ্বারা জানা গেলো, গোত খাবার উদ্দেশ্যে জীব-জন্তু শিকার করা জায়েয। আমোদ প্রমোদের উদ্দেশ্যে শিকার করা ইসলামে নিষিদ্ধ। আমোদ-প্রমোদের উদ্দেশ্যে শিকার করার অর্থ হলো, শুধু সখ করে শিকার করা। না খেয়ে ফেলে দেয়া।
পশু-পাখির কষ্টের প্রতি খেয়াল রাখা
عَنْ عَبْدِ الرَّحْمَنِ ابْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِيْهِ قَالَ كُنَّا مع رسول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ فَانْطَلَقَ لِحَاجَتِهِ فَرَآيْنَا حُمُرَّةً معها فَرْخَانِ فَاخَذْنَا فَرْخَيْهَا فَجَاءَتِ الحمرة فَجَعَلَتْ تُفَرِّضُ - فَجَاءَ النَّبِي صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ مِنْ فَجْعَ هَذِهِ بِوَالِدَهَا؟ رُدُّوا وَلَدَهَا إِلَيْهِ - فَرَأَى قَرْيَةً نَمْلِ قَدْ حَرَقْنَاهَا - قَالَ مِنْ حَرَقَ هُذِهِ؟ فَقُلْنَا نَحْنُ - قَالَإِنَّهُ لَا يَنْبَغِي أَنْ يُعَذِّبَ بِالنَّارِ إِلا رَبُّ النَّارِ - ابو داؤد
জীব-জন্তুকে পানি পান করানো
قَالَ رَسُولُ الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَمَا رَجُلُ يُمْشيبِطَرِيقِ اشْتَدَّ عَلَيْهِ العَطَشَ فَوَجَدَ بِنْرًا فَنَزَلَ فِيْهَا فَشَرِب - ثُمَّ خَرَجَ فَإِذَا كَلْبُ يُلْهَثْ يَأْكُلُ النَّرى مِنَ الْعَطَشِ - فَقَالَ الرجلُ لَقَدْ بَلَغَ هُذَا الْكَلْبِ مِنَ الْعَطَشِ مِثْلُ الَّذِي كَانَ بِلَغَ بِي فَنَزَلَ الْبِثْرِ فَمَلَا خُفْهُ ثُمَّ أَمْسَكَهُ بِفِيْهِ فَسَقَى الْكَلْبِ فَشَكَرَ اللهُ لَهُ فَغَفَرَ لَهُ - فَقَالُوا يَا رَسُولَ الله صلى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَإِنَّا لَنَا فِي البَهَائِمِ أَجْرًا؟ فَقَالَ نَعَمْ فِي كُلِّذَاتِ كَبَدٍ رسبَةٍ أَجْرُ - بخاری، مسلم ابو هريرة رض
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি পথ চলতে গিয়ে ভীষণভাবে তৃষ্ণার্ত হয়ে পড়ে। সে এদিক সেদিক অনুসন্ধানের পর একটি কূপ দেখতে পেয়ে তার মধ্যে নেমে পানি পান করলো (তথায় বালতি এবং রশির ব্যবস্থা ছিল না)। অতঃপর কূপ হতে বের হয়ে এসে সে দেখতে পেলো একটি কুকুর পিপাসায় কাতর হয়ে জিহ্বা বের করে ভিজা মাটি চাটছে। সে মনে মনে ভাবলো নিশ্চয়ই কুকুরটি তারই ন্যায় অত্যন্ত পিপাসার্ত। সে তৎক্ষণাৎ কূপে নামলো এবং স্বীয় চামড়ার মোজা পানি দ্বারা পূর্ণ করে মুখে ধারণ করে উঠে আসলো এবং কুকুরটিকে পান করালো। আল্লাহ তার এ কাজটি অত্যন্ত পছন্দ করলেন এবং তার সকল গুনাহ ক্ষমা করে দিলেন। সাহাবীগণ জিজ্ঞেস করলেন । হে আল্লাহর রাসূল। পশুদের প্রতি দয়া প্রদর্শণে আমাদের জন্য ছাওয়াব আছে কি ? তিনি বললেন, হাঁ। যে কোন প্রাণীর প্রতি সদয় ব্যবহার করলে ছাওয়াব লাভ করা যায়। -বুখারী, মুসলিম
*********************************************
Thank you for visiting the site. If you like the article, share it on social media to invite other Vines to the path of truth and justice. Click on OUR ACTION PLAN button to know about activities, goals and objectives of Mohammadia Foundation and to participate in the service of religion and humanity.
Almost all articles on this website are written in Bengali. But you can also read it in your language if you want. Click the “ভাষা বেছে নিন” button at the bottom of the website to read in your own language.