মাসলা মাসায়েল-১৩ || কুরআন ছুঁয়ে কসম || || কুরআন শরীফে হাত দিয়া কসম করা







কুরআন ছুঁয়ে কসম করার বিধান


কুরআন ছুঁয়ে কসম || কুরআন ছুঁয়ে কসম করার বিধান || কুরআন শরীফে হাত দিয়া কসম করার বিধান


প্রশ্নঃ আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর আমি কিছু দিন আগে অসুস্থ ছিলাম তখন আমি কুরআন শরীফে হাত দিয়া কসম করেছি কোন কাজ করবোনা এটাকি জায়েজ আছে?



উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم

আল্লাহ তাআলার নাম ছাড়া অন্য কোন কিছুর নামে কসম করা নিষেধ। তাই কসম যদি করতে হয়, শুধুমাত্র আল্লাহ তা’আলার নামেই কসম করতে হবে। নিচের হাদীসটি লক্ষ্য করুন।


حدثنا قتيبة، حدثنا ليث، عن نافع، عن ابن عمر ـ رضى الله عنهما أنه أدرك عمر بن الخطاب في ركب وهو يحلف بأبيه، فناداهم رسول الله صلى الله عليه وسلم " ألا إن الله ينهاكم أن تحلفوا بآبائكم، فمن كان حالفا فليحلف بالله، وإلا فليصمت ".

কুতায়বা (রাহঃ) ... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি উমর ইবনে খাত্তাব (রাযিঃ) কে একদিন আরোহীর মাঝে এমন সময় পেলেন, যখন তিনি তার পিতার নামে কসম খাচ্ছিলেন। তখন রাসূলুল্লাহ (সাঃ) উচ্চস্বরে তাদের বললেনঃ জেনে রাখ! আল্লাহ তোমাদের নিজের পিতার নামে কসম খেতে নিষেধ করেছেন। যদি কাউকে কসম খেতেই হয়, তবে সে যেন আল্লাহর নামেই কসম খায়, অন্যথায় সে যেন চুপ থাকে।

—সহীহ বুখারী, হাদীস নং ৫৬৭৮ (আন্তর্জাতিক নং ৬১০৮)


তবে কুরআন শরীফ যেহেতু আল্লাহ তায়ালার কালাম। এখানে আল্লাহ তা'আলার সব কথাই বর্ণিত হয়েছে। তাই কোরআন মাজীদ ছুঁয়ে কেউ যদি কসম করে যে, "আমি কোরআন শরীফ ছুয়ে বলছি অমুক কাজ করবো না" এই কথা বলার দ্বারা তার কসম পরিপূর্ণ হয়ে যাবে। সুতরাং এরপর যদি সে ওই কাজ করে ফেলে, তাহলে এই কসমের কাফফারা দিতে হবে।






في رد المحتار
لا یخفی أن الحلف بالقرآن الآن متعارف فیکون یمینًا
فتاوی دارالعلوم دیوبند

قرآن کی قسم کھانے سے قسم منعقد ہوجاتی ہے،لہذااگر وہ اپنے بہن کی شادی میں شرکت کرتا ہے تو اس کو قسم کا کفارہ دیناہوگا۔اورقسم کاکفارہ یہ ہے کہ دس مسکینوں کو دونوں وقت پیٹ بھرکر کھانا کھلایا جائے یا دس مسکینوں کو کپڑا دیا جائے، اگر ان میں سے کسی پر قادر نہیں ہے تو تین روزے رکھنا ضروری ہے۔



والله اعلم بالصواب



উত্তর দিয়েছেনঃ মুফতী সিরাজুল ইসলাম
খতীব, বাইতুল মামুর জামে মসজিদ, মিরাশপাড়া গাজীপুর




****************************************
>>> Welcome, You are now on Mohammadia Foundation's Website. Please stay & Tune with us>>>


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url