ইসলামিক বাংলা গান || বাংলা গজল || Bangla Gojol || পৃথিবীতে সব দিওনা মালিক || Prithibite Sob Dio Na Malik
বাংলা গজল "পৃথিবীতে সব দিওনা মালিক"
Prithibite Sob Dio Na Malik Lyrics
পৃথিবীতে সব দিওনা মালিক লিরিক্স
পৃথিবীতে সব দিও না মালিক
কথা: নূরুজ্জামান শাহ্
সুর: ফারুক হোসাইন
পৃথিবীতে সব দিও না মালিক
আখিরাতে কিছু রেখে দিও
এই পাড়ে তুমি যা দিবে আমায়
বরকত শুধু মেখে দিও।।
জীবনের সব আমি যদি রব
এখানে পুরোটা পাই
কী হবে সেদিন বলো যদি তুমি
আজ তো দেবার নাই!
সেই ভয়ে আমি চাই না কিছুই
আখেরে দু'হাত ভরে দিও।।
তোমার পথের পথিক হয়েই
সারাটা জীবন হাঁটতে চাই
চাওয়া পাওয়া নেই যে আমার
দ্বীনের মাঠেই খাঁটতে চাই!
দু'দিনের শ্বাস এই পরবাস
ওপারে আসল ঘর
মিনতি আমার ঘোর বিপদেই
দিও গো আসল বর!
সেই দিন যেন হই মেহমান
সুখ আয়োজন করে দিও।।
Thank you. If you like this article, please share it with others and stay tuned with us. May Allah help you....
মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url