আমাদের নীতিমালা
মোহাম্মদীয়া ফাউন্ডেশনের শর্ত, গোপনীয় নীতি ও সকল নীতিমালা
০১. মোহাম্মদীয়া ফাউন্ডেশন কি?
★★ “মোহাম্মদীয়া ফাউন্ডেশন” একটি সেবামূলক প্রতিষ্ঠান। আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত দীন ইসলামের সেবা এবং মানবিক সেবার মাধ্যমে দেশের আর্থ সামজিক উন্নয়নে অবদান রাখার নিমিত্ত্বে এই প্রতিষ্ঠানটি গড়ে উঠছে।
ক. “মোহাম্মদীয়া ফাউন্ডেশন” এর অধীনে দেশের প্রথম
সারির একটি ধর্মীয় ও জেনারেল শিক্ষার সংমিশ্রনে একটি সুবৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ,
ঈদগাহ মাঠ ও কবরস্থানের সমন্বয়ে ‘মোহাম্মদীয়া ফাউন্ডেশন কমপ্লেক্স’ নির্মাণ করা হবে।
খ. এই শিক্ষা প্রতিষ্ঠানে ভারতের দেওবন্দ মাদ্রাসার
সিলেবাস অনুকরণের পাশাপাশি বাংলা ও ইংরেজি মাধ্যমে সাধারণ শিক্ষার ব্যবস্থা থাকবে।
গ. এখানে আন্তর্জাতিক মানের আল কুরআনের হেফজখানা
থাকবে।
ঘ. এখানে ধর্মীয় ও সাধারণ শিক্ষার পাশাপাশি প্রত্যেক
শিক্ষার্থীকে হাতে কলমে যুগোপযোগী কারিগরি ও কুটির শিল্পের শিক্ষা দেওয়া হবে।
ঙ. দেশে আলেম ওলামা তৈরীর যে একমূখী শিক্ষার প্রচলন
আছে তা বদলে দেওয়া হবে। ফলে এখান থেকে কোন শিক্ষার্থীকে শিক্ষা জীবন শেষে শুধুমাত্র
মসজিদ মাদ্রাসায় চাকরীর জন্য যেন ছুটতে না হয়, সেই লক্ষ্যে ধর্মীয় শিক্ষাকে যোগোপযোগি
করে দেশের উন্নয়নে অবদান রাখতে পারেন এমন আলেম তৈরী করা হবে।
চ. এই প্রতিষ্ঠানে বছরের ৩৬৫ দিন চব্বিশ ঘন্টা
কুরআন খতমের ব্যবস্থা থাকবে।
ছ. প্রতি সপ্তাহে দরসে কুরআন, দরসে হাদিস এবং সম্মনিত
দাতাদের মাগফেরাত ও দেশের উন্নয়নের জন্য বিশেষ দোয়ার ব্যবস্থা থাকবে।
জ. এই প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থীর কাছ থেকে কোন
প্রকার বেতন নেওয়া হবে না।
ঝ. এই প্রতিষ্ঠানে একটি সুবৃহৎ এতিমখানা থাকবে।
যেখানে এতিমদেরকে যোগ্য আলেম, হাফেজ ও দেশের জন্য কর্মী হিসেবে তৈরী করা হবে।
ঞ. এই প্রতিষ্ঠানে সর্বোচ্চ দাতাদের মধ্য থেকে ৩০৩
জন আজীবন সদস্যসহ মোট ৩৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি থাকবে।
ট. প্রতিবছর সাধারণ সভা ও বাৎসরিক ধর্মীয় সভায় সকল
সদস্যকে আনুষ্ঠানিকভাবে দাওয়াত করা হবে।
★★ “মোহাম্মদীয়া ফাউন্ডেশন” এর মাধ্যমে সমাজ থেকে ভিক্ষাবৃত্তি দূর করার লক্ষ্যে সমাজের অসহায়, পঙ্গু, বয়স্ক লোকদের জন্য সহজ উপার্জনের ব্যবস্থা করবে। এজন্য যোগ্যতা অনুসারে সেলাই মেশিন, রিকসা ভ্যান, মুদি দোকান, পান দোকান, চা স্টল, জুতো মেরামত, সবজি বিক্রয় ইত্যাদির জন্য পুঁজি ও প্রশিক্ষণের ব্যবস্থা করবে। সমাজের দায়িত্বশীল স্বচ্ছল মানুষের সহযোগিতায় এই কার্যক্রম চালু রাখা হবে ইন শা আল্লাহ।
★★ “মোহাম্মদীয়া ফাউন্ডেশন” এর মাধ্যমে সমাজ থেকে সুদের ব্যবসা বন্ধ করার লক্ষ্যে কর্জে হাসানা প্রকল্প চালু করবে। এই প্রকল্পে একজনকে ৫০০ টাকা থেকে শুরু করে ২৫০০০ টাকা পর্যন্ত কর্জে হাসানা প্রদান করা হবে। গ্রহীতার সামগ্রিক আর্থিক অবস্থা বিবেচনা পূর্বক এককালীন বা কিস্তিতে কর্জ পরিশোধের ব্যবস্থা রাখা হবে। ইচ্ছুক যে কেউ এই ফান্ডে টাকা জমা রাখতে পারবেন। যারা এই ফান্ডে টাকা দিবেন সেটাও কর্জে হাসানা হিসেবেই গ্রহণ করা হবে। নির্দিষ্ট সময় পরে দাতার টাকা ফেরত দেওয়া হবে। তবে কেউ চাইলে স্থায়ী ফান্ড গঠনের লক্ষ্যে যেকোন পরিমাণ অর্থ এই ফান্ডে দানও করতে পারবেন।
**
যারা এই প্রতিষ্ঠানের মাধ্যমে আল্লাহর দীন ও মানবতার সেবায় অংশ নিতে চান, তাদেরকে দয়া
করে OUR ACTION PLAN বাটনে ক্লিক করে বিস্তারিত
জানতে অনুরোধ করা হচ্ছে।
০২. কপিরাইট সংক্রান্ত নীতিমালাঃ
ক. “মোহাম্মদীয়া ফাউন্ডেশন” এর এই পেইজে প্রকাশিত
সকল কনটেন্ট এর স্বত্তাধিকারী “মোহাম্মদীয়া ফাউন্ডেশন”। এই পেইজের কোন কনটেন্ট হুবহু
নকল করে কেউ নিজের নামে প্রকাশ করতে পারবেন না। এই পেইজের কোন কনটেন্ট থেকে কোন উদৃতি
নিলে Do Follow লিঙ্কযুক্ত করে দিতে হবে।
খ. “মোহাম্মদীয়া ফাউন্ডেশন” এর কোন কনটেন্ট বা কনটেন্টের
অংশ বিশেষ যদি অন্য কারও লেখা কনটেন্টের সাথে হুবহু মিলে যায় তাহলে Admin কে অবহিত করুন।
গ. “মোহাম্মদীয়া ফাউন্ডেশন” এর কনটেন্ট এর সাথে
কারও কনটেন্ট মিলে গেলে এবং প্রকৃত লেখক যদি চান সেটা অন্যকোন মাধ্যমে প্রকাশিত হতে
পারবে না, তাহলে Admin কে অবহিত করুন।
০৩. গোপনীয়তা নীতিঃ
ক. “মোহাম্মদীয়া ফাউন্ডেশন” এর এই ওয়েবসাইটে ভিজিটরদের
প্রবেশ করানো ব্যাক্তিগত তথ্য যেমন ই-মেইল আইডি, নাম, ফোন নাম্বার বা কোন লিঙ্ক এবং
অন্যান্য ব্যক্তিগত সকল তথ্যের গোপনীয়তা “মোহাম্মদীয়া ফাউন্ডেশন” সংরক্ষণ করে। তবে
প্রযুক্তিগত কারণে কোন থার্টপার্টির অনৈতিক কর্মকান্ডের কারণে ব্যাক্তিগত তথ্য সুরক্ষার
১০০% নিশ্চয়তা “মোহাম্মদীয়া ফাউন্ডেশন” দেয় না।
খ. আমরা বিজ্ঞাপন সংগ্রহ করতে এবং আমাদের ওয়েব সাইটের
ট্রাফিক বিশ্লেষন করতে কুকি ব্যবহার করি। আপনার
পছন্দের বিষয় জেনে আপনাকে বিজ্ঞাপন দেখানোর জন্য আমরা বিভিন্ন বিজ্ঞাপন কোম্পানির
(যেমন, গুগল এডসেন্স ও গুগল এনালিটিক্স) এর সাথে আপনার সাইট ভিজিটের তথ্য ও সাইটে আপনার
দ্বারা প্রবেশ করানো তথ্য শেয়ার করে থাকি।
গ. এই সাইটের প্রকাশিত সকল তথ্য সকলের জন্য উম্মুক্ত।
যে কেউ সাইটে প্রবেশ করে যে কোন কনটেন্ট পড়তে ও দেখতে এবং ডাউনলেডেবল কনটেন্ট ডাউন
লোড করতে পারেন।
ঘ. এই সাইটে প্রবেশ করার সময়ই আমাদের নীতিমালার
সাথে আপনি একমত হয়েই প্রবেশ করছেন।
০৪. কমেন্ট সংক্রান্ত নীতিমালাঃ
ক. “মোহাম্মদীয়া ফাউন্ডেশন” এই ওয়েব সাইটের যে কন্টেন্টটি
আপনি পড়ছেন বা দেখছেন কেবলমাত্র সেই বিষয়ের উপর কিছু জানতে বা আমাদেরকে জানাতে আপনি
মতামত রাখতে পারেন।
খ. যেই কন্টেন্ট বা যেই পেইজ ভিজিট করছেন সেই বিষয়ের
উপর আপনার ভাল লাগা/মন্দ লাগার অনুভূতি ও মতামত জানাতে পারেন।
গ. আপনার মতামতে কোন অশালীন ভাষার ব্যবহার ও ধর্মীয়
অনুভূতিতে আঘাত হানে এমন মন্তব্য থেকে বিরত থাকতে হবে।
ঘ. আপনার মতামত ও অনুভূতি জানাতে ওয়েব সাইটের নিচে
ডান দিকে যোগাযোগ পেইজ ব্যবহার করতে পারেন।
০৫. কনটেন্ট লেখা সম্পর্কিতঃ
ক. যে কেউ আমাদের এই ওয়েব সাইটে ধর্মীয় বিষয়ে লেখা
পাঠাতে পারেন। সেক্ষেত্রে লেখা মান সম্মত ও বিষয়বস্তু প্রাসংগিক হলে সেটা লেখকের নাম
পরিচয়সহ প্রকাশ করা হবে।
গ. কোন অশালীন ও উস্কানিমূলক বা রাজনৈতিক বিষয় জড়িত
বক্তব্য এবং দেশের জন্য ক্ষতিকর কোন বিষয় থাকলে সেই লেখা প্রকাশ করা হবে না।
★★সমাপ্ত★★
সাইটটি ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। মোহাম্মদীয়া ফাউন্ডেশনের কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানতে এবং দীন ও মানবতার সেবায় অংশ নিতে OUR ACTION PLAN বাটনে ক্লিক করুন।