মুহিব খানের গান/Muhib Khan Song/ আবার যুদ্ধ হবে With Song Lyrics

 


আবার যুদ্ধ হবে

 || ABAR JUDDHO HOBE ||

জাগ্রত কবি ও শিল্পী মুহিব খান

 
শিরোনাম: আবার যুদ্ধ হবে
এলবাম: আবার যুদ্ধ হবে
কথা ও সুর: মুহিব থান
শিল্পী: মুহিব খান
 
Song Title: Abar juddho hobe 
Album:  Abar juddho hob
tune and voice: Muhib khan

 

আবার যুদ্ধ হবে

যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়,
যদি আমার মাটির ধন-সম্পদ লুটে নিতে কেউ চায়,
যদি আমার সাগরে আমার পাহাড়ে ভেড়ায় লোভের চোখ,
আমি প্রতিবাদে জ্বলে উঠবোই তবে যা হবার তাই হোক,
এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা,
এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা,
কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে ............
আবার যুদ্ধ হবে... আবার যুদ্ধ হবে...
আবার যুদ্ধ হবে... আবার যুদ্ধ হবে... ()

যদি ষড়যন্ত্রের জাল ফেলে কেউ আমার দেশকে ঘিরে,
রেসকোর্সের তপ্ত ভাষণ আবার আসবে ফিরে।
দুশমন যদি খর্গ চালায় নকল বন্ধু সেজে,
কালুরঘাটের দৃপ্ত ঘোষণা আবার উঠবে বেজে।
সেই স্বাধীন বাংলা বেতারকেন্দ্র আবার গর্জে উঠবে।
আর বাংলা মাটির সূর্যসেনারা রাইফেল হাতে ছুটবে।
হোক নমাস কিংবা নবছর, জাতি জীবন মরণ লড়াই করে
মুক্ত রবে....
আবার যুদ্ধ হবেআবার যুদ্ধ হবে
আবার যুদ্ধ হবেআবার যুদ্ধ হবে...()

যদি ইটপাথরের দুর্গ দেয়াল ভেঙ্গে ভেঙ্গে যায় পড়ে
শহীদ তিতুর বাঁশের কেল্লা আবার তুলবো গড়ে
যদি রক্তের নদী পেরিয়ে আবার নতুন রক্ত ঝরে,
সেই ভাঙ্গা কেল্লায় উড়াবো নিশাণ আবার নতুন করে।
এই মুসলমানের অভয়ারন্যে কাউকে দিবোনা ঢুকতে,
মোরা পাথরের নয় পাজরের বাঁধ গড়বো তাদের রুখতে
কোন তাবেদার কোন গাদ্দার যদি মীর জাফরের সেই কালোপথ মাড়ায় তবে....
আবার যুদ্ধ হবে...আবার যুদ্ধ হবে
আবার যুদ্ধ হবে...আবার যুদ্ধ হবে… ()

মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানিনা খবরদারী
কোন শৃঙ্খল , কোন অবরোধ , কোন হুমকি বা হুশিয়ারী
এই পৃথিবীর বুকে বন্ধু সবাই , প্রভু নয় কেউ কারো
দখল শোষণ উৎপীড়নের সব পাঁয়তারা ছাড়ো
মোদের ইতিহাস আছে সম্মান আছে, না থাক বস্ত্র অন্ন
এই দেশের জন্য লড়েছি আমরা, মরেছি ভাষার জন্য
যদি জলস্থল কিবা অন্তরিক্ষে কেউ আমাদের বাঁধার শিকল পড়ায় তবে.......
আবার যুদ্ধ হবে... আবার যুদ্ধ হবে...
আবার যুদ্ধ হবে... আবার যুদ্ধ হবে...()

কথা সুরঃ মুহিব খান
এলবামঃ "আবার যুদ্ধ হবে"

 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url