চিনলি না রে মন তাহারে, মুহিব খান/ Chinli na re mon tahare, Muhib Khan With son Lyrics

চিনলি না রে মন তাহারে, চিনলি না রে মন

কথা, সুর ও শিল্পীঃ মুহিব খান

Chinli na re mon tahare, chinli na re mon

Lyric, Tune & Artist : Muhib Khan

‘চিনলি না রে মন তাহারে, চিনলি না রে মন’
ইসলামী উম্মাহর জাগ্রত কবি, আধুনিক যুগের মুসলমানদের জাতীয় কবিখ্যাত মুহিব খানের অনবদ্ধ সৃষ্টি এই ইসলামী গানটি। এই গানটি ইতিমধ্যে দেশ বিদেশে থাকা লাখ লাখ বাংলা ভাষাভাষি মুসলিম তরুণ তরুণীর মনে জায়গা করে নিয়েছে।ইউটিউবে শুনা ইসলামী গানগুলোর মধ্যে এবং গুগল সার্চে ইতিমধ্যেই গানটি সেরা গান হিসাবে তালিকায় স্থান করে নিয়েছে। ‘চিনলি না রে মন তাহারে, চিনলি না রে মন’ গানটি শ্রোতার মনে পরকাল ও আল্লাহর স্মরণকে জাগ্রত করে। আশাকরি, গানটি যেকোন ঈমানদার মুসলিমের কাছে ভাল লাগবে।

`Chinli na re mon tahare' Song Details:

Song Title : Chinli na re mon tahare
Lyric, Tune & Artist : Muhib Khan
Record & Sound : Holy Tune Studio
Produced By Holy Media
Album: Natun Ishtehar
 

‘চিনলি না রে মন তাহারে’ গানের বিবরণ


গানের শিরোনামঃ ইঞ্চি ইঞ্চি মাটি
কথা, সুর ও শিল্পীঃ মুহিব খান
রেকর্ড ও সাউন্ডঃ হলি টিউন স্টুডিও
প্রডিউস্ডঃ হলি মিডিয়া
এলবামঃ নতুন ইশতেহার
 
চিনলি না রে মন তাহারে

Song Lyrics: চিনলি না রে মন তাহারে

কথা, সুর ও শিল্পী: মুহিব খান

যার করুণায় জীবন সবার যার হাতে মরণ,
যার ইশারায় চলছে ধরায় সকল আয়োজন,
চিনলি না রে মন তাহারে চিনলি না রে মন,
ও তুই করলি না স্মরণ তাহারে করলি না স্মরণ।

যার ইশারায় ঢেউ খেলে যায় ভরা নদীর বাকে,
মৌমাছিরা মধু খেয়ে জমায়রে তার চাকে।
দোয়েল কোয়েল বুলবুলি আর পিউপাপিয়া ডাকে,
গোলাপ বকুল শিউলি পলাশ ফোটে শাখে শাখে।
রোজ হাশরে কবর ফেড়ে উঠবি রে যার ডাকে,
ভবের খেলায় সব হারিয়ে খুজলি না মন তাকে।
দুই জাহানের মালিক সে যে সেই চির আপন,
চিনলি না রে মন তাহারে চিনলি না রে মন,
ও তুই করলি না স্মরণ তাহারে করলি না স্মরণ।

কোথায় কখন কোন কারণে কে থাকে কার পাশে,
কোন পিপড়ায় ঘর বেধেছে কোন মাঠে কোন ঘাসে।
কোন বাতাসের কোন সে ধূলা ঢুকলো রে কার শ্বাসে,
কোন কবরে কোন সে শিয়াল মুখ দিল কার লাশে।
কুদরতি নয়নে যাহার সকল কিছুই ভাসে,
আড়াল হতে দেখে দেখে মুখ টিপে সে হাসে।
কেমনে বুঝিবি তাহার কর্মের ধরণ,
চিনলি না রে মন তাহারে চিনলি না রে মন,
ও তুই করলি না স্মরণ তাহারে করলি না স্মরণ।

থাকতে সময় ঠিক হয়ে যা ওরে ও পথভোলা,
ভুল পথে পা বাড়িয়ে জীবন করিস নে আর ঘোলা।
সম্মুখে তোর রাস্তা এখন দুইটা আছে খোলা,
দেখে শুনে তুই বেছে নে কোন পথে তোর চলা।
শেষ বিচারে না চাস যদি জাহান্নামের জ্বালা,
তওবা করে হয়ে যা রে আল্লাহ রাসুল ওয়ালা।

মহান প্রভূর দরবারে কর আত্বসমর্পণ,
চিনলি না রে মন তাহারে চিনলি না রে মন,
ও তুই করলি না স্মরণ তাহারে করলি না স্মরণ।

**************************************************

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url