তাবলীগ তাবলীগ চলে, মুহিব খান





তাবলীগ তাবলীগ চলে

মুহিব খান



গানের শিরোনামঃ তাবলীগ তাবলীগ চলে
কথা, সুর ও শিল্পীঃ মুহিব খান
রেকর্ড ও সাউন্ডঃ হলি টিউন স্টুডিও
প্রডিউস্ডঃ হলি মিডিয়া
এলবামঃ নতুন ইশতেহার



Song Title : Tablig Tablig Chole 
Lyric, Tune & Artist : Muhib Khan
Record & Sound : Holy Tune Studio
Produced By Holy Media
Album: Natun Ishtehar


গানের লিরিক্স: তাবলীগ তাবলীগ চলে

Song Lyrics: Tablig Tablig Chole 



তাবলীগ তাবলীগ চলে


তাবলীগ তাবলীগ চলে
তাবলীগ তাবলীগ চলে
তাবলীগ তাবলীগ চলে
তাবলীগ তাবলীগ চলে
গাট্টি মাথায় পুটলি হাতে,
ডেক পাতিল আর ডেকসি সাথে,
কাতার ধরে পথের ধারে,
যাচ্ছে ক’জন জিকির করে।
শহর কি-বা গ্রামের মানুষ.
গরীব-ধনী নেই কোনো দোষ,
শিক্ষিত বা মূর্খ সবে,
এক কাতারে চলতে হবে।
এই হলো ভাই তাদের নিয়ম
খাচ্ছে না কেউ অধিক বা কম,
সবাই খাবে এক বাসনে,
উদার মনে, সরল প্রানে


তাবলীগ তাবলীগ চলে
তাবলীগ তাবলীগ চলে
তাবলীগ তাবলীগ চলে
তাবলীগ তাবলীগ চলে
মসজিদে মসজিদে হয় তারা মেহমান,
থালা বাটি কম্বল লয়ে,
শীত কি-বা গরমে অসুবিধা চরমে,
খুশি মনে নেয় তারা সয়ে।
পথে পথে হেটে যায়,সারাদিন কেটে যায়,
মানুষের পিঠে হাত বুলিয়ে
ঈমানের কথা বলে, মেহনতে কৌশলে,
দুনিয়ার নেশা দেয় ভুলিয়ে।
সু-মধুর বয়ানে, হৃদয়ে বয়ে আনে,
সততা আদর্শের শিক্ষা
সত্যের পরিচয়, হয় তাতে বিনিময়,
প্রাণে প্রাণে ঈমানের দীক্ষা

তাবলীগ তাবলীগ চলে
তাবলীগ তাবলীগ চলে
তাবলীগ তাবলীগ চলে
তাবলীগ তাবলীগ চলে
তুরাগ পাড়ের ইজতিমায়, লক্ষ মানুষ হাত উঠায়,
চোখের পানি যায় ঝরে, মহান প্রভুর দরবারে।
সংগোপনে কাটতে শির, বদ-দ্বীনি আর গোমরাহীর,
যায় ছড়িয়ে বিশ্বময়, লক্ষ তাঁদের বিশ্বজয়


তাবলীগ তাবলীগ চলে
তাবলীগ তাবলীগ চলে
তাবলীগ তাবলীগ চলে
তাবলীগ তাবলীগ চলে
রাশিয়া, চিন, জাপান, ফ্রান্স, হিন্দুস্তান,
আমেরিকা,বৃটেনের শিকড়ে,
চেয়ে দেখি হতবাক! দ্বীন ঈমানের ডাক,
চুপি চুপি ঢুকে যায় কি করে !!
এভাবেই একদিন, বাতিল হবে বিলীন,
হক্বের গাইবে গান সকলে,
যত হোক আধুনিক, আসবে দুনিয়া ঠিক
দাঁড়ি-টুপি ওয়ালাদের দখলে।
আইফেল টাওয়ারটা ভেঙ্গে যাবে একদিন,
হোয়াইট হাউজের ভীত কাঁপবে
বাকিংহামের দ্বার, হবে ঘর আল্লাহ্’র,
দিকে দিকে ইসলাম জাগবে

তাবলীগ তাবলীগ চলে
তাবলীগ তাবলীগ চলে
তাবলীগ তাবলীগ চলে
তাবলীগ তাবলীগ চলে




সাইটটি ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। আরও বেশি মানুষের কাছে ইসলামের জ্ঞান পৌঁছে দিতে শেয়ার ও কমেন্ট করুন।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url