পদ্মা মেঘনা যমুনার তীরে, আইনউদ্দিন আল আজাদের গজল



Padma Meghna Jomunar Tirey

পদ্মা মেঘনা যমুনার তীরে

আইনউদ্দিন আল আজাদের সেরা গজল

শিল্পী: মাহফুজুল আলম




Song Lyrics: পদ্মা মেঘনা যমুনার তীরে

পদ্মা মেঘনা যমুনার তীরে

-আইনুদ্দিন আল আজাদ (রহঃ)

পদ্মা মেঘনা যমুনার তীরে;

কত ঢেউ চলে যায় আসে নাতো ফিরে। (২ বার)

তেমনি আমিও হারিয়ে যাবো, (২ বার)

আসবনা কভু ফিরে।....

পদ্মা মেঘনা যমুনার তীরে;

কত ঢেউ চলে যায় আসে নাতো ফিরে।।...

কত মায়া স্নেহ প্রীতি কত স্মৃতি গানে,

মুখরিত ছিল এই অঙ্গন।

কালের আবর্তে ছিড়বেনা তো,

আমাদের প্রীতির এ বন্ধন।।  >(২ বার)

চিনবেনা তো কোনদিন দেখা হলে,

আসা যাওয়া পথের ধারে।...

পদ্মা মেঘনা যমুনার তীরে;

কত ঢেউ চলে যায় আসে নাতো ফিরে।...

ওই চাঁদ ওই তারা ওই আসমান

সবি রবে আগের মত।

থাকবনা আমি শুধু

ক্ষনিকের মিছে এ জীবন। >(২ বার)

তাই কান্নারা বিরহের ঢেউ তুলে যায়,

আমার এ হৃদয় জূড়ে।...

পদ্মা মেঘনা যমুনার তীরে;

কত ঢেউ চলে যায় আসে নাতো ফিরে...

পদ্মা মেঘনা যমুনার তীরে;

কত ঢেউ চলে যায় আসে নাতো ফিরে...


এলবামঃ "বন্ধু"



সমাপ্ত


সাইটটি ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। মোহাম্মদীয়া ফাউন্ডেশনের কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানতে এবং দীন ও মানবতার সেবায় অংশ নিতে OUR ACTION PLAN বাটনে ক্লিক করুন

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url