হাদিসের গল্প || এক ছেলে নিয়ে দুই মায়ের ঝগড়া || সুলাইমান (আ:)-এর ন্যয় বিচার ||

সুলাইমান (আ:) এর ন্যয় বিচার



সুলাইমান (আ:) এর ন্যয় বিচার


আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত,

রাসূল সা. কে একদা বর্ণনা করেছেন যে, নবী দাউদ আ. এর শাসনামলের ঘটনা “দু’জন প্রতিবেশী মহিলার সাথে তাদের দু’টি ছোটো ছেলে ছিল। একদা একটি নেকড়ে বাঘ এসে তাদের মধ্যে একজনের ছেলেকে নিয়ে গেল। প্রথম মহিলা তার সাথের সেই মহিলাকে বলল, ‘বাঘে তোমার ছেলেকে নিয়ে গেছে। ’জবাবে অপরজন বলল, ‘না, তোমার ছেলেকেই বাঘে নিয়ে গেছে।’

এভাবে তারা বেঁচে যাওয়া ছেলের অধিকার পেতে বিবাদে লিপ্ত হল এবং শেষ পর্যন্ত তারা নবী ও শাসক দাঊদ আ. এর নিকট বিচারের জন্য উপস্থিত হল। বিচারক দাউদ আ. অবশিষ্ট ছেলেটিকে বড় মহিলাটির ছেলে বলে ফায়সালা ক’রে দিলেন।

এরপর একই বিচারের জন্য তারা দাঊদ আ. এর পুত্র সুলায়মান আ. এর কাছে গিয়ে আগের মত ঘটনাটি বর্ণনা করল এবং ছেলেটিকে নিজের বলে দাবি করলো। তখন সুলায়মান আ. বললেন, ‘আমাকে একটি তলোয়ার দাও। আমি এই ছেলেটিকে দুই টুকরো করে দুজনের মধ্যে ভাগ করে দেব।

তখন ছোট মহিলাটি আকুতি জানিয়ে বলল, ‘দয়া করে আপনি এরকম করবেন না। আল্লাহ আপনাকে রহম করুন। ছেলেটি ওরই থাকুক।’

সুলায়মান আ. সন্তানের প্রতি মায়ের সত্যিকারের মায়া দেখে বুঝতে পারলেন বাচ্চাটা আসলে ছোটো মহিলাটিরই। তখন তিনি এই হিসেবেই ফায়সালা করে দিলেন।”

(বুখারী ৩৪২৭, ৬৭৬৯, মুসলিম ৪৫৯২ নং)

***********************************************

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url