সূরা: আন-নাস তেলাওয়াত ও উচ্চারণ || সূরা: আন-নাস শানে নুযূল ও অনুবাদ ||





সূরা আন-নাস তেলাওয়াত মিশরী আল ফাসী

Surah An Nas Tilawat by Mishary Al Afasy



১১৪   সূরাঃ আন-নাস   An-Nas   سورة الناس   আয়াতঃ ৬   মাক্কী 

সূরা আন নাসের শানে নুযূল

(মক্কায় অবতীর্ণ)
এই সূরার ফযীলত পূর্বের সূরায় বর্ণনা করা হয়েছে। অন্য এক হাদীসে এসেছে যে, নবী (সাঃ)-কে নামায পড়া অবস্থায় বিচ্ছুতে দংশন করলে, নামায শেষ হতেই তিনি পানি এবং লবণ আনতে আদেশ করলেন এবং তা দিয়ে তিনি দষ্ট জায়গায় মলতে লাগলেন এবং সাথে সাথে সূরা কাফেরূন, সূরা ইখলাস ও সূরা নাস পাঠ করতে থাকলেন।

(মাজমাউয যাওয়াইদ ৫/১১১ হাইষামী বলেছেন, এর সনদ হাসান। সিলসিলাহ স্বাহীহাহ ৫৪৮নং)

১১৪:১ قُلۡ اَعُوۡذُ بِرَبِّ النَّاسِ 
বল, ‘আমি আশ্রয় চাই মানুষের রব, আল-বায়ান
Say, "I seek refuge in the Lord of mankind, Sahih International

১১৪:২ مَلِکِ النَّاسِ
মানুষের অধিপতি, আল-বায়ান
The Sovereign of mankind. Sahih International

১১৪:৩ اِلٰهِ النَّاسِ
মানুষের ইলাহ-এর কাছে, আল-বায়ান
The God of mankind, Sahih International

১১৪:৪ مِنۡ شَرِّ الۡوَسۡوَاسِ ۬ۙ الۡخَنَّاسِ
কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে, যে দ্রুত আত্মগোপন করে। আল-বায়ান
From the evil of the retreating whisperer - Sahih International

১১৪:৫ الَّذِیۡ یُوَسۡوِسُ فِیۡ صُدُوۡرِ النَّاسِ
যে মানুষের মনে কুমন্ত্রণা দেয়। আল-বায়ান
Who whispers [evil] into the breasts of mankind - Sahih International

১১৪:৬ مِنَ الۡجِنَّۃِ وَ النَّاسِ
জিন ও মানুষ থেকে। আল-বায়ান
From among the jinn and mankind." Sahih International




******************************
সাইটটি ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। আর্টিকেলটি ভাল লাগলে সত্য ও ন্যয়ের পথে অন্য ভাইনদেরকে দাওয়াতের নিয়তে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন। মোহাম্মদীয়া ফাউন্ডেশনের কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানতে এবং দীন ও মানবতার সেবায় অংশ নিতে OUR ACTION PLAN বাটনে ক্লিক করুন।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url