ঈদের গানের লিরিক্স || Eid song Lyrics || রোজার শেষে আসলো ধরায় বেহেশতী পয়গম || ঈদ মোবারক ইয়া হাবিবী ||



রোজার শেষে আসলো ধরায় বেহেসতি পয়গাম

গানের শিরোনাম: ঈদ মোবারক ইয়া হাবিবী

গানের কথা: ঈদ মোবারক ইয়া হাবিবী

Song Lyrics: Eid Mubarak yia Habibi


রোজার শেষে আসলো


রোজার শেষে আসলো
ধরায় বেহেসতি পয়গাম।।
মুমিন মুসলমান হৃদয়ে
খুশির জয়গান।।
রাখবোনা আর হৃদয়ে পাথর
মাখবো গায়ে খুশবো আতর।।
মোনাজাতে সামিল হবো
ধরবো বুকে পাক কালাম
ঈদ মোবারক ইয়া হাবিবী
ঈদ মোবারক আসসালাম।। 

নিজের হতে মুত্তকিদের
বদলা দিবেন রব
তাই মুমিনের
প্রানে প্রানে ফিতরের উৎসব।।
জাগাও মুমিন মনের শহর
বইবে রহমতের বারাত।।
প্রেম সাগরে থাকলে ডুবে
বিজবে আঁলো সবরে সান
ঈদ মোবারক ইয়া হাবিবী
ঈদ মোবারক আসসালাম।। 

আজকে যত পাঁপী তাপি
আয়রে ছুটে আয়
নিজেকে আজ বিলিয়ে দিতে
এক হবো ঈদগায়।।
চোঁখের জলে পাঁপের শহর
আয় বানাবো নেকির আগর।।
সেই আগরের পবিএতায়
পাক হয়ে যাক ধরা ধন
ঈদ মোবারক ইয়া হাবিবী
ঈদ মোবারক আসসালাম।।


***********************
সাইটটি ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। আর্টিকেলটি ভাল লাগলে সত্য ও ন্যয়ের পথে অন্য ভাইনদেরকে দাওয়াতের নিয়তে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন। মোহাম্মদীয়া ফাউন্ডেশনের কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানতে এবং দীন ও মানবতার সেবায় অংশ নিতে OUR ACTION PLAN বাটনে ক্লিক করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url