Mohammadia Foundation
https://www.mohammadiafoundationbd.com/2022/10/Koborer-Ajab-Gazal%20.html
কবরের আযাব কত কঠিন গজল লিরিক্স || কবরের আযাব কত কঠিন || Koborer Ajab koto kothin || আনিস আনসারী ||
কবরের আযাব কত কঠিন গজল লিরিক্স
কবরের আযাব কত কঠিন
Koborer Ajab koto kothin
আনিস আনসারী
কবরের আযাব গজল লিরিক্স
Koborer Ajab Gazal Lyrics
কবরের আজাব এত কঠিন
কবরের আজাব এত কঠিন
সইতে আমি পারিবোনা ।
মৃত্যু যন্তনা কত কঠিন
সইতে আমি পারিবোনা -2
ওগো দয়াময় ওগো রহিম – ২
চাইযে তোমার শুধু করুনা – (2)
ঐ ” ” ” ” মসজিদের ঐ পালকি খানা,
আসবে দারে দারে সবার জানা,
বড়ই পাতার গরম পানি,
শেষ গোসল দিবে তাও জানা —(2)
গোসল শেষ ঐ সাদা কাফনে ২
চিরো বিদায় দিবে তাও জানা। ঐ ” ” ” ” (“2)
মুনকার নাকির আসিবে পাশে সোওয়াল করিবে পাশে বসে,
না পারিলে সোওয়াল জবাব শুরু হবে কবরের আজাব —(2)
সব অপরাধ ক্ষমা করে জান্নাত করে দিও ঠিকানা —2
কবরের আজাব যে এত কঠিন সইতে
আমি পারিবোনা মুত্যু যন্তনা কত কঠিন
সইতে আমি পারিবোনা 2
ঐ::;;;:;;;:::::::::::::::’:::’:::::::::::::2
*****************************************
সাইটটি ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। আর্টিকেলটি ভাল লাগলে সত্য ও ন্যয়ের পথে অন্য ভাইনদেরকে দাওয়াতের নিয়তে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন। মোহাম্মদীয়া ফাউন্ডেশনের কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানতে এবং দীন ও মানবতার সেবায় অংশ নিতে OUR ACTION PLAN বাটনে ক্লিক করুন।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন