কোন একদিন এদেশের গজল লিরিক্স || কোন একদিন এদেশের আকাশে || Kono Ekdin Edesher Akashe ||






কোন একদিন এদেশের গজল লিরিক্স

কোন একদিন এদেশের আকাশে

Kono Ekdin Edesher Akashe



কোন একদিন গজল লিরিক্স

Kono Ekdin Gazal Lyrics


কোন একদিন



কোন একদিন
এই দেশের আকাশে
কালেমার পতাকা দুলবে।
সেইদিন সবাই
খোদায়ী বিধান পেয়ে
দুঃখ-বেদনা ভুলবে।



কোন একদিন…….
সেদিন আর রবে না
হাহাকার,
অন্যায়, জুলুম, অবিচার।
থাকবেনা অনাচার,
দুর্ণীতি – কদাচার।
সকলেই শান্তিতে থাকবে;
সেইদিন সবাই
খোদায়ী বিধান পেয়ে
দুঃখ-বেদনা ভুলবে।
একাকিনী রমণী,
নির্জন পথে যাবে।



কোনজন কটু কথা কবে না।
কোনদিন পথে-ঘাটে,
সম্পদের মোহে,
খুন আর রাহাজানি রবে না।
সেই দিন আর
নয় বেশী দূরে;
আর কিছু পথ গেলেই
মিলবে…।
সেইদিন সবাই
খোদায়ী বিধান পেয়ে
দঃখ-বেদনা ভুলবে।
অশান্তির কোপানলে
মরিস না ধুকে ধুকে।
আয় তোরা দিকে দিকে
ছুটে আয়…।
যতদিন দূরে যাবে,
ততদিন পিছে রবে
শান্তি আসিতে এই দুনিয়ায়।



খোদার আইন ছাড়া
অন্য কিছুতে আর
মানুষের শান্তি না মিলবে।
সেইদিন সবাই
খোদায়ী বিধান পেয়ে
দুঃখ-বেদনা ভুলবে…..
কোন একদিন।।।







*****************************************
সাইটটি ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। আর্টিকেলটি ভাল লাগলে সত্য ও ন্যয়ের পথে অন্য ভাইনদেরকে দাওয়াতের নিয়তে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন। মোহাম্মদীয়া ফাউন্ডেশনের কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানতে এবং দীন ও মানবতার সেবায় অংশ নিতে OUR ACTION PLAN বাটনে ক্লিক করুন।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url