মাগো তোমার একটি ছেলে গজল লিরিক্স || মাগো তোমার একটি ছেলে || Mago Tomar Ekti Sele ||
মাগো তোমার একটি ছেলে গজল লিরিক্স
মাগো তোমার একটি ছেলে
Mago Tomar Ekti Sele Gazal Lyrics
মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও
মাগো তোমার একটি ছেলে
মাদ্রাসাতে দিও,
এই পৃথিবীর বুকে তুমি
জান্নাত কিনে নিও।
.
একটি হরফ পড়লে মাগো
দশটি নেকী হয়,
পিতা-মাতার আমল নামায়
অর্ধেক জমা রয়।
এমন সুযোগ নেই কোন আর
খুঁজে দেখে নিও।
এই পৃথিবীর বুকে তুমি
জান্নাত কিনে নিও।
.
মাগো তোমার একটি ছেলে
মাদ্রাসাতে দিও,
এই পৃথিবীর বুকে তুমি
জান্নাত কিনে নিও।
.
রোজ নামাজে দু’হাত তুলে
চোখের পানি ফেলে,
রাব্বির হামহুমা বলে
কাঁদবে তোমার ছেলে।
সেই দোয়াটাই প্রভুর কাছে
সবচেয়ে বেশি প্রিয়,
এই পৃথিবীর বুকে তুমি
জান্নাত কিনে নিও।
.
তোমার জানাজাতে ইমাম
হবে তোমার ছেলে,
মনের কথা প্রভুর কাছে
বলবে হৃদয় খুলে।
সেই সুযোগটা তোমার বেলায়
হতে তুমি দিও,
এই পৃথিবীর বুকে মাগো
জান্নাত কিনে নিও।
মাগো তোমার একটি ছেলে
মাদ্রাসাতে দিও,
এই পৃথিবীর বুকে তুমি
জান্নাত কিনে নিও।
মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url