//]]>

Win a Prize

Mohammadia Foundation https://www.mohammadiafoundationbd.com/2022/10/Porer-Dushta.html

পরের দোষটা খোঁজার আগে গজল লিরিক্স || পরের দোষটা খোঁজার আগে || শাবাব বিন আনাস ||



পরের দোষটা খোঁজার আগে গজল লিরিক্স

পরের দোষটা খোঁজার আগে

শাবাব বিন আনাস



পরের দোষটা খোঁজার আগে গজল লিরিক্স

Porer Dushta Khujar Agey Gazal Lyrics



পরের দোষটা খোঁজার আগে

’পরের দোষটা খোজার আগে নিজের দোষটা খোজ,
পরের ভুলটা বোঝার আগে নিজের ভুলটা বোঝ।’-২
’তবেই তো হবে তুমি আলোকিত আলোকিত প্রাণ।
হবে তুমি ছাচ্চা দিলের মুমিন মুসলমান।’-২
ছাচ্চা দিলের মুমিন হবে ছাচ্চা মুসলমান।

’কভু কারো অগোচরে গিবত করনা,
হারাম খাবার দিয়ে কভু উদর ভোরোনা।’=২
সঠিক বিধান মানলে পাবে জন্নাতেরই ঘ্রান।-২
হবে তুমি ছাচ্চা দিলের মুমিন মুসলমান।
ও ও
হবে তুমি ছাচ্চা দিলের মুমিন মুসলমান।
জাররা সম অহ্ঙ্কার রেখনা তো মনে,
খারাপ আচরণ কোরোনা কো কারো সনে।
তবেই তুমি পাবে সদা তাজিব ও সম্মান।
হবে তুমি ছাচ্চা দিলের মুমিন মুসলমান।
ও ও
হবে তুমি ছাচ্চা দিলের মুমিন মুসলমান।

’যত বড় বিপদ আসুক মিথ্যা বলোনা,
ওয়াদা দিলে তাহার খেলাপ মোটেই করোনা।’-২
পরের তরে বিলিয়ে দাও হকের আহ্বান।
হবে তুমি ছাচ্চা দিলের মুমিন মুসলমান।
ও ও
হবে তুমি ছাচ্চা দিলের মুমিন মুসলমান।
পরের দোষটা খোজার আগে নিজের দোষটা খোজ,
পরের ভুলটা বোঝার আগে নিজের ভুলটা বোঝ।
’তবেই তো হবে তুমি আলোকিত আলোকিত প্রাণ।
হবে তুমি ছাচ্চা দিলের মুমিন মুসলমান।’-২

ছাচ্চা দিলের মুমিন হবে ছাচ্চা মুসলমান।-২
ছাচ্চা দিলের মুমিন হবে ছাচ্চা মুসলমান।




*****************************************
সাইটটি ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। আর্টিকেলটি ভাল লাগলে সত্য ও ন্যয়ের পথে অন্য ভাইনদেরকে দাওয়াতের নিয়তে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন। মোহাম্মদীয়া ফাউন্ডেশনের কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানতে এবং দীন ও মানবতার সেবায় অংশ নিতে OUR ACTION PLAN বাটনে ক্লিক করুন।



অন্যদের সাথে শেয়ার করুন

0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

CLICK n WIN

নটিফিকেশন ও নোটিশ এরিয়া