মনের ভুবন ধূসর গজল লিরিক্স || কুরআন পড়ো || Quraan Poro || Sa Re Ga Ma Academy ||
মনের ভুবন ধূসর হলে গজল লিরিক্স
কুরআন পড়ো
Quraan Poro
গান: কুরআন পড়ো
কথা: বিলাল হোসাইন নূরী
সুর ও সঙ্গীত: মাহফুজ বিল্লাহ শাহী
শিল্পী: সা রে গা মা একাডেমি'র শিল্পীরা
কুরআন পড় গজল লিরিক্স
Quran poro Gazal Lyrics
মনের ভুবন ধূসর হলে কুরআন পড়
মনের ভুবন ধূসর হলে কুরআন পড়
তখন তোমার হৃদয় হবে সবুজ পাতা
পাতার ফাঁকে ফুটবে নতুন গোলাপ কুঁড়ি
রঙিন হবে আমলনামার মলিন খাতা
ইকরা- ইকরা- ইকরা- ইকরা-
ওয়া রাত্তিলিলিল কুরআনা তারতীলা ।।
যে দেখেছ ভোরের বাগান
তাকে বলি একটি হরফ
যেন ফুলের দশটি কলি
ফজর শেষে তেলাওয়াতের সুর
ঝরালে এক বসাতে হবে
হাজার মালা গাঁথা ।।
কুরআন পড়ে জীবন কর সুবাসিত
সেই সুবাসে এই পৃথিবী
মধুর হবে মধুর হবে মুখের ভাষা
বুকের আশা শীতল নদী
বইবে তোমার অনুভবে ।।
যে দেখেছ রাতের আকাশ
তাকে বলি একটি আয়াত
যেন হাজার তারার কলি
দিনের শেষে তেলাওয়াতের সুর
ঝরালে মিষ্টি আলোয়
ভিজবে মনের নকশীকাঁথা ।।
***********************************************
সাইটটি ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। আর্টিকেলটি ভাল লাগলে সত্য ও ন্যয়ের পথে অন্য ভাইনদেরকে দাওয়াতের নিয়তে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন। মোহাম্মদীয়া ফাউন্ডেশনের কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানতে এবং দীন ও মানবতার সেবায় অংশ নিতে OUR ACTION PLAN বাটনে ক্লিক করুন।