Mohammadia Foundation
https://www.mohammadiafoundationbd.com/2022/10/ummot-dabi-koro-ki-kore-tumi.html
নবীর উম্মত দাবি কর গজল লিরিক্স || Ummot Dabi Koro Ki Kore Tumi || উম্মত দাবি কর কি করে তুমি || কলরব ||
নবীর উম্মত দাবি কর গজল লিরিক্স
Ummot Dabi Koro Ki Kore Tumi
উম্মত দাবি কর কি করে তুমি
কলরব
নবীর উম্মত দাবি কর কি করে তুমি গজল লিরিক্স
Ummot Dabi Koro Ki Kore Tumi Gazal Lyrics
নবীর উম্মত দাবি কর কি করে তুমি
বলো উম্মত দাবি করো কি করে তুমি- ২
রাসূলের অপমানে কটুক্তি দেখে শুনে- ২
কেঁদে নাও ঠেয়ে যদি হৃদয় ভূমি।
নবীর উম্মত দাবি কর কি করে তুমি
বলো উম্মত দাবি করো কি করে তুমি- ২
যে মায়ার নবী দিত দ্বীনের দাওয়াত,
মুখ বুঝে সয়ে যেত পাথরের আঘাত- ২
নিষ্পাপ সে নামে কালি দেয় ওরা,
চুপ হয়ে থাকো তুমি কপাল পোড়া।
মুসলিম বেশ ধরে অচেতন হৃদঘরে,
রাসুলের প্রেম যদি না থেকে শুনি।
নবীর উম্মত দাবি কর কি করে তুমি
বলো উম্মত দাবি করো কি করে তুমি- ২
রাসুলের সম্মানে জাগো হে মুমিন,
প্রয়োজনে দাও সপে হৃদয়ো জমিন- ২
সত্যের পথে যদি প্রান দিতে হয়,
বুঝে নিও এ তোমার ইমানের জয়।
বাতিল নিরমূলে গর্জে তোমার গলে,
গেয়ে নাও উঠো যদি জাগরনী।
নবীর উম্মত দাবি কর কি করে তুমি
বলো উম্মত দাবি করো কি করে তুমি- ২
রাসূলের অপমানে কটুক্তি দেখে শুনে- ২
কেঁদে নাও ঠেয়ে যদি হৃদয় ভূমি।
নবীর উম্মত দাবি কর কি করে তুমি
বলো উম্মত দাবি করো কি করে তুমি- ২
*****************************************
সাইটটি ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। আর্টিকেলটি ভাল লাগলে সত্য ও ন্যয়ের পথে অন্য ভাইনদেরকে দাওয়াতের নিয়তে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন। মোহাম্মদীয়া ফাউন্ডেশনের কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানতে এবং দীন ও মানবতার সেবায় অংশ নিতে OUR ACTION PLAN বাটনে ক্লিক করুন।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন