ইসলামিক গান || জায়নামাজে দাঁড়িয়ে রাতে || তাহাজ্জুত
জায়নামাজে দাঁড়িয়ে রাতে
Jaynamaje dariye Ratey
শিরোনাম: তাহাজ্জুত
কথা ও সুরঃ আবুল আলা মাসুম
সাইমুম শিল্পীগোষ্ঠী
গানের লিরিক্স: জায়নামাজে দাঁড়িয়ে
Song Lyrics: Jaynamaje dariye
জায়নামাজে দাঁড়িয়ে রাতে
জায়নামাজে দাঁড়িয়ে রাতে
দু'চোখ যখন ঝর্ণা হয়ে যায়
মন হয়ে যায় অবনত তার কাছে
কন্ঠে ঝরে কুরআনের তিলাওয়াত
গভীর রাতের আঁধার পর্দা কেটে
রুকু সিজদায় বিনয়াবনত মন
বিগলিত হয়ে ঝরে পড়ে ফেটে ফেটে
প্রশান্ত পুলকিত দেহ মন
তৃপ্ত হয় অমলিন শ্রদ্ধায় ।।
ভেজা ভেজা মনে তাঁর কাছে মুনাজাত
হৃদয়ের সব রুদ্ধ দুয়ার খুলে
মানা নামানা জানা ও অজানা ভুল
ক্ষমা চেয়ে নেয়া ভেজা চোখে হাত তুলে
রাতের গভীরে ক্ষমা করো প্রভু বেশি
নিশীথে দাঁড়াই দয়ারই ভরসায় ।।
**************************************
>>> Welcome, You are now on Mohammadia Foundation's Website. Please stay & Tune with us>>>
মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url