বিষয় ভিত্তিক আয়াত (পর্ব - ২৯) || আল্লাহর সিফাত বা গুণাবলী (রাব্বুল আলামীন) বিষয়ক আয়াত সমূহ
আল্লাহর সিফাত বা গুণাবলী, রাব্বুল আলামীন বিষয়ক আয়াত সমূহ
সূরাঃ ৪৩/ আয-যুখরুফ, আয়াতঃ ৪৬
৪৩:৪৬ وَ لَقَدۡ اَرۡسَلۡنَا مُوۡسٰی بِاٰیٰتِنَاۤ اِلٰی فِرۡعَوۡنَ وَ مَلَا۠ئِهٖ فَقَالَ اِنِّیۡ رَسُوۡلُ رَبِّ الۡعٰلَمِیۡنَ
আর অবশ্যই আমি মূসাকে আমার নিদর্শনাবলী দিয়ে ফির‘আউন ও তার নেতৃবর্গের নিকট প্রেরণ করেছিলাম। সে বলেছিল, ‘নিশ্চয় আমি সৃষ্টিকুলের রবের একজন রাসূল’। আল-বায়ান
And certainly did We send Moses with Our signs to Pharaoh and his establishment, and he said, "Indeed, I am the messenger of the Lord of the worlds." Sahih International
সূরাঃ ৪৫/ আল-জাসিয়া, আয়াতঃ ৩৬
৪৫:৩৬ فَلِلّٰهِ الۡحَمۡدُ رَبِّ السَّمٰوٰتِ وَ رَبِّ الۡاَرۡضِ رَبِّ الۡعٰلَمِیۡنَ
অতএব আল্লাহরই জন্য সকল প্রশংসা, যিনি আসমানসমূহের রব, যমীনের রব ও সকল সৃষ্টির রব। আল-বায়ান
Then, to Allah belongs [all] praise - Lord of the heavens and Lord of the earth, Lord of the worlds. Sahih International
সূরাঃ ৫৬/ আল-ওয়াকিয়া, আয়াতঃ ৭৭
৫৬:৭৭ اِنَّهٗ لَقُرۡاٰنٌ کَرِیۡمٌ
নিশ্চয় এটি মহিমান্বিত কুরআন, আল-বায়ান
Indeed, it is a noble Qur'an Sahih International
সূরাঃ ৫৬/ আল-ওয়াকিয়া, আয়াতঃ ৭৮
৫৬:৭৮ فِیۡ کِتٰبٍ مَّکۡنُوۡنٍ
যা আছে সুরক্ষিত কিতাবে, আল-বায়ান
In a Register well-protected; Sahih International
সূরাঃ ৫৬/ আল-ওয়াকিয়া, আয়াতঃ ৭৯
৫৬:৭৯ لَّا یَمَسُّهٗۤ اِلَّا الۡمُطَهَّرُوۡنَ
কেউ তা স্পর্শ করবে না পবিত্রগণ ছাড়া। আল-বায়ান
None touch it except the purified. Sahih International
সূরাঃ ৫৬/ আল-ওয়াকিয়া, আয়াতঃ ৮০
৫৬:৮০ تَنۡزِیۡلٌ مِّنۡ رَّبِّ الۡعٰلَمِیۡنَ
তা সৃষ্টিকুলের রবের কাছ থেকে নাযিলকৃত। আল-বায়ান
[It is] a revelation from the Lord of the worlds. Sahih International
সূরাঃ ৫৯/ আল-হাশর, আয়াতঃ ১৬
৫৯:১৬ کَمَثَلِ الشَّیۡطٰنِ اِذۡ قَالَ لِلۡاِنۡسَانِ اکۡفُرۡ ۚ فَلَمَّا کَفَرَ قَالَ اِنِّیۡ بَرِیۡٓءٌ مِّنۡکَ اِنِّیۡۤ اَخَافُ اللّٰهَ رَبَّ الۡعٰلَمِیۡنَ
(এরা) শয়তান-এর ন্যায়, সে মানুষকে বলেছিল, ‘কুফরি কর’, অতঃপর যখন সে কুফরি করল তখন সে বলল, আমি তোমার থেকে মুক্ত; নিশ্চয় আমি সকল সৃষ্টির রব আল্লাহকে ভয় করি। আল-বায়ান
[The hypocrites are] like the example of Satan when he says to man, "Disbelieve." But when he disbelieves, he says, "Indeed, I am disassociated from you. Indeed, I fear Allah, Lord of the worlds." Sahih International
সূরাঃ ৮১/ আত-তাকভীর, আয়াতঃ ২৯
৮১:২৯ وَ مَا تَشَآءُوۡنَ اِلَّاۤ اَنۡ یَّشَآءَ اللّٰهُ رَبُّ الۡعٰلَمِیۡنَ
আর তোমরা ইচ্ছা করতে পার না, যদি না সৃষ্টিকুলের রব আল্লাহ ইচ্ছা করেন। আল-বায়ান
And you do not will except that Allah wills - Lord of the worlds. Sahih International
সূরাঃ ৮৩/ আল-মুতাফফিফীন, আয়াতঃ ৪
৮৩:৪ اَلَا یَظُنُّ اُولٰٓئِکَ اَنَّهُمۡ مَّبۡعُوۡثُوۡنَ
তারা কি দৃঢ় বিশ্বাস করে না যে, নিশ্চয় তারা পুনরুত্থিত হবে, আল-বায়ান
Do they not think that they will be resurrected Sahih International
সূরাঃ ৮৩/ আল-মুতাফফিফীন, আয়াতঃ ৫
৮৩:৫ لِیَوۡمٍ عَظِیۡمٍ
এক মহা দিবসে ? আল-বায়ান
For a tremendous Day - Sahih International
সূরাঃ ৮৩/ আল-মুতাফফিফীন, আয়াতঃ ৬
৮৩:৬ یَّوۡمَ یَقُوۡمُ النَّاسُ لِرَبِّ الۡعٰلَمِیۡنَ
যেদিন মানুষ সৃষ্টিকুলের রবের জন্য দাঁড়াবে। আল-বায়ান
The Day when mankind will stand before the Lord of the worlds? Sahih International
💖💝Thanks for being with Mohammadia Foundation. Pls Stay with us always💝💖
মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url