বিষয় ভিত্তিক আয়াত (পর্ব - ২৯) || আল্লাহর সিফাত বা গুণাবলী (রাব্বুল আলামীন) বিষয়ক আয়াত সমূহ

আল্লাহর সিফাত বা গুণাবলী, রাব্বুল আলামীন বিষয়ক আয়াত সমূহ


সূরাঃ ৪৩/ আয-যুখরুফ, আয়াতঃ ৪৬


৪৩:৪৬ وَ لَقَدۡ اَرۡسَلۡنَا مُوۡسٰی بِاٰیٰتِنَاۤ اِلٰی فِرۡعَوۡنَ وَ مَلَا۠ئِهٖ فَقَالَ اِنِّیۡ رَسُوۡلُ رَبِّ الۡعٰلَمِیۡنَ

আর অবশ্যই আমি মূসাকে আমার নিদর্শনাবলী দিয়ে ফির‘আউন ও তার নেতৃবর্গের নিকট প্রেরণ করেছিলাম। সে বলেছিল, ‘নিশ্চয় আমি সৃষ্টিকুলের রবের একজন রাসূল’। আল-বায়ান

And certainly did We send Moses with Our signs to Pharaoh and his establishment, and he said, "Indeed, I am the messenger of the Lord of the worlds." Sahih International

সূরাঃ ৪৫/ আল-জাসিয়া, আয়াতঃ ৩৬


৪৫:৩৬ فَلِلّٰهِ الۡحَمۡدُ رَبِّ السَّمٰوٰتِ وَ رَبِّ الۡاَرۡضِ رَبِّ الۡعٰلَمِیۡنَ

অতএব আল্লাহরই জন্য সকল প্রশংসা, যিনি আসমানসমূহের রব, যমীনের রব ও সকল সৃষ্টির রব। আল-বায়ান

Then, to Allah belongs [all] praise - Lord of the heavens and Lord of the earth, Lord of the worlds. Sahih International

সূরাঃ ৫৬/ আল-ওয়াকিয়া, আয়াতঃ ৭৭


৫৬:৭৭ اِنَّهٗ لَقُرۡاٰنٌ کَرِیۡمٌ 

নিশ্চয় এটি মহিমান্বিত কুরআন, আল-বায়ান

Indeed, it is a noble Qur'an Sahih International

সূরাঃ ৫৬/ আল-ওয়াকিয়া, আয়াতঃ ৭৮


৫৬:৭৮ فِیۡ کِتٰبٍ مَّکۡنُوۡنٍ 

যা আছে সুরক্ষিত কিতাবে, আল-বায়ান

In a Register well-protected; Sahih International

সূরাঃ ৫৬/ আল-ওয়াকিয়া, আয়াতঃ ৭৯


৫৬:৭৯ لَّا یَمَسُّهٗۤ اِلَّا الۡمُطَهَّرُوۡنَ

কেউ তা স্পর্শ করবে না পবিত্রগণ ছাড়া। আল-বায়ান

None touch it except the purified. Sahih International

সূরাঃ ৫৬/ আল-ওয়াকিয়া, আয়াতঃ ৮০


৫৬:৮০ تَنۡزِیۡلٌ مِّنۡ رَّبِّ الۡعٰلَمِیۡنَ

তা সৃষ্টিকুলের রবের কাছ থেকে নাযিলকৃত। আল-বায়ান

[It is] a revelation from the Lord of the worlds. Sahih International

সূরাঃ ৫৯/ আল-হাশর, আয়াতঃ ১৬


৫৯:১৬ کَمَثَلِ الشَّیۡطٰنِ اِذۡ قَالَ لِلۡاِنۡسَانِ اکۡفُرۡ ۚ فَلَمَّا کَفَرَ قَالَ اِنِّیۡ بَرِیۡٓءٌ مِّنۡکَ اِنِّیۡۤ اَخَافُ اللّٰهَ رَبَّ الۡعٰلَمِیۡنَ

(এরা) শয়তান-এর ন্যায়, সে মানুষকে বলেছিল, ‘কুফরি কর’, অতঃপর যখন সে কুফরি করল তখন সে বলল, আমি তোমার থেকে মুক্ত; নিশ্চয় আমি সকল সৃষ্টির রব আল্লাহকে ভয় করি। আল-বায়ান

[The hypocrites are] like the example of Satan when he says to man, "Disbelieve." But when he disbelieves, he says, "Indeed, I am disassociated from you. Indeed, I fear Allah, Lord of the worlds." Sahih International

সূরাঃ ৮১/ আত-তাকভীর, আয়াতঃ ২৯


৮১:২৯ وَ مَا تَشَآءُوۡنَ اِلَّاۤ اَنۡ یَّشَآءَ اللّٰهُ رَبُّ الۡعٰلَمِیۡنَ 

আর তোমরা ইচ্ছা করতে পার না, যদি না সৃষ্টিকুলের রব আল্লাহ ইচ্ছা করেন। আল-বায়ান

And you do not will except that Allah wills - Lord of the worlds. Sahih International

সূরাঃ ৮৩/ আল-মুতাফফিফীন, আয়াতঃ ৪


৮৩:৪ اَلَا یَظُنُّ اُولٰٓئِکَ اَنَّهُمۡ مَّبۡعُوۡثُوۡنَ

তারা কি দৃঢ় বিশ্বাস করে না যে, নিশ্চয় তারা পুনরুত্থিত হবে, আল-বায়ান

Do they not think that they will be resurrected Sahih International

সূরাঃ ৮৩/ আল-মুতাফফিফীন, আয়াতঃ ৫


৮৩:৫ لِیَوۡمٍ عَظِیۡمٍ

এক মহা দিবসে ? আল-বায়ান

For a tremendous Day - Sahih International

সূরাঃ ৮৩/ আল-মুতাফফিফীন, আয়াতঃ ৬


৮৩:৬ یَّوۡمَ یَقُوۡمُ النَّاسُ لِرَبِّ الۡعٰلَمِیۡنَ

যেদিন মানুষ সৃষ্টিকুলের রবের জন্য দাঁড়াবে। আল-বায়ান

The Day when mankind will stand before the Lord of the worlds? Sahih International


💖💝Thanks for being with Mohammadia Foundation. Pls Stay with us always💝💖

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url