আল কুরআনের বাংলা অনুবাদ | সূরা আল বালাদ’এর বাংলা অনুবাদ | সূরা আল বালাদ | Surah Al Balad | سورة البلد


সূরা আল বালাদ’এর বাংলা অনুবাদ

সূরা আল বালাদ, মক্কায় অবতীর্ণ আয়াত ২০, রুকু ১

সূরা আল বালাদ



রহমান রহীম আল্লাহ তা'আলার নামে

১. আমি শপথ করছি এ (পবিত্র) নগরীর,

২. এ নগরীতে তুমি (দায়দায়িত্বমুক্ত) একজন বাসিন্দা।

৩. আমি শপথ করছি (আদি) পিতা ও (তার ঔরস থেকে) যা সে জন্ম দিয়েছে (তাদের),

8. আমি মানুষকে এক কঠোর পরিশ্রমের মাঝে পয়দা করেছি;

৫. এ মানুষ কি একথা মনে করে, তার ওপর কারোই কোনো ক্ষমতা চলবে না?

৬. সে বলে, আমি তো প্রচুর সম্পদ উড়িয়ে দিয়েছি;

৭. সে কি ভেবেছে তার এসব (কর্মকান্ড) কেউ দেখেনি?

৮. আমি কি (ভালোমন্দ দেখার জন্যে) তাকে দুটো চোখ দেইনি?

৯. আমি কি তাকে একটি জিহ্বা ও দুটো ঠোঁট দেইনি?

১০. আমি কি তাকে (ন্যায় অন্যায়) দুটো পথ বলে দেইনি?

১১. (কিন্তু সে তো দুর্গম পথ) পার হওয়ার হিম্মত দেখায়নি,

১২. তুমি কি জানো সে দুর্গম পথটি কি?

১৩.ট(তা হচ্ছে) দাসত্বের শেকল খুলে (কাউকে মুক্ত করে) দেয়া,

১৪. দুর্ভিক্ষের দিনে কাউকে (কিছু) খাবার দেয়া,

১৫. নিকটতম কোনো আত্মীয় এতীমকে আহার পৌঁছানো,

১৬. কিংবা ধুলো লুণ্ঠিত কোনো মেসকীনকে কিছু দান করা;

১৭. অতঃপর তাদের দলে শামিল হয়ে যারা ঈমান আনবে এবং একে অপরকে ধৈর্য্যের অনুশীলন করাবে এবং একে অপরকে দয়া দেখানোর উপদেশ দেবে;

১৮. (সত্যিকার অর্থে) এরাই হচ্ছে ডান দিকের (েেসৗভাগ্যবান লোক);

১৯. আর যারা অস্বীকার করেছে তারা হচ্ছে বাম দিকের ব্যর্থ লোক,

২০. যেখানে তাদের ওপর আগুনের শিখা ছেয়ে থাকবে |


💖💝Thanks for being with Mohammadia Foundation. Pls Stay with us always💝💖

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url