আল কুরআনের বাংলা অনুবাদ | সূরা আল-আদিয়াত’এর বাংলা অনুবাদ | সূরা আল-আদিয়াত | Surah Al Adiyat | سورة العاديات
সূরা আল-আদিয়াত’এর বাংলা অনুবাদ
সূরা আল-আদিয়াত, মক্কায় অবতীর্ণ আয়াত ১১, রুকু ১
সূরা আল-আদিয়াত
রহমান রহীম আল্লাহ তা'আলার নামে
১. শপথ (সেই) দ্রুতগামী ঘোড়াগুলোর, যারা (ঊর্ধ্বশ্বাসে) শব্দ করতে করতে দৌঁড়ায়,
২. শপথ সেসব সাহসী ঘোড়ার, যাদের খুরে অগ্নস্ফুিলিংগ বের হয়,
৩. শপথ এমন সব ঘোড়ার যারা প্রত্যূষে ধ্বংসলীলা ছড়ায়,
৪. অতঃপর তারা বিপুল পরিমাণ ধুলা উড়ায়,
৫. শত্রুশিবিরে পৌঁছে তারা তা ছিন্নভিন্ন করে দেয়,
৬. মানুষ সত্যিই তার মালিকের ব্যাপারে বড়োই অকৃতজ্ঞ,
৭. সে (তার) এ (অকৃতজ্ঞ আচরণ)-এর ওপর (নিজেই) সাক্ষী হয়ে থাকে,
৮. অবশ্য সে (মানুষটি) ধন-দৌলতের মোহেই বেশী মত্ত;
৯. সে কি (একথা) জানে না, কবরের ভেতর যা কিছু আছে তা যখন উত্থিত হবে ।
১০. (মানুষের) অন্তরে যা (ছিলো তখন) তা প্রকাশ করে দেয়া হবে,
১১. এদের (সবার) সম্পর্কে তাদের মালিকই সবচেয়ে ভালো জানবেন।
মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url