আল কুরআনের বাংলা অনুবাদ | সূরা আল ক্বাদর’এর বাংলা অনুবাদ | সূরা আল ক্বাদর | Surah Al Qadr | سورة القدر
সূরা আল ক্বাদর’এর বাংলা অনুবাদ
সূরা আল ক্বাদর, মক্কায় অবতীর্ণ আয়াত ৫, রুকু ১
সূরা আল ক্বাদর
রহমান রহীম আল্লাহ তা'আলার নামে
১. আমি এ (গ্রন্থ)-টি নাযিল করেছি এক মর্যাদাপুর্ণ রাতে,
২. তুমি কি জানো সেই (মর্যাদাপুর্ণ) রাতটি কি?
৩. মর্যাদাপূর্ণ এ রাতটি হাজার মাসের চেয়ে উত্তম;
৪. এতে (ফেরেশতা ও তাদের সর্দার) রূহ' তাদের মালিকের সব ধরনের আদেশ নিয়ে (যমীনে) অবতরণ করে,
৫. (সে আদেশ বার্তাটি হচ্ছে চিরন্তন) প্রশান্তি, তা ঊষার আবির্ভাব পর্যন্ত (অব্যাহত) থাকে |
মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url