আসাইব আহলুল হকের মহাসচিব কায়েস আল-খাজালির সাক্ষাৎকারঃ ইরাকের যোদ্ধারা দখলদার ইসরাইলের বিরোদ্ধে যুদ্ধ করছে
ইরাকি যোদ্ধারা ইসরাইলের সাথে যুদ্ধ করছে
ইরাকের ইসলামী প্রতিরোধকামী সংগঠন আসাইব আহলুল হক বলেছে, ইরাকের সন্ত্রাসবাদ-বিরোধী সংগঠনগুলো দখলদার ইসরাইলের সাথে রাষ্ট্রীয়ভাবে যুদ্ধে জড়িত রয়েছে।
সিরিয়ায় তৎপর ইরাকি প্রতিরোধকামী সংগঠন হারাকাত হিজবুল্লাহ আন-নুজাবার ওপর সম্প্রতি ইহুদিবাদী ইসরাইল যে হামলা চালিয়েছে তারও নিন্দা জানিয়েছে আসাইব আহলুল হক।
গতকাল (শুক্রবার) আল অহেদ টেলিভিশন চ্যানেলের সাথে এক সাক্ষাৎকারে আসাইব আহলুল হকের মহাসচিব কায়েস আল-খাজালি এসব কথা বলেন। আহলুল হক সংগঠনটি ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলোর জোট পপুলার মবিলাইজেশন ইউনিট বা পিএমইউ’র সদস্য।
কায়েস আল-খাজালি বলেন, বাগদাদ সরকার ফিলিস্তিনিদের প্রতি সম্পূর্ণভাবে সমর্থন দিচ্ছে। কিন্তু কিছু আরব দেশ শুধুমাত্র দখলদার ইসরাইলের অপরাধযজ্ঞকে উপেক্ষা করছে না বরং তারা বিভিন্নভাবে সহায়তা দিচ্ছে।
কায়েস আল-খাজালি বলেন, ফিলিস্তিন ইস্যুতে ইরাক সরকারের সামরিকভাবে কোনো অবস্থান নেয়ার প্রয়োজন নেই। কারণ ইরাকি জনগণের পক্ষ থেকে প্রতিরোধকামী সংগঠনগুলো ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়েছে।
তিনি আশা ব্যক্ত করেন, নিপীড়িত ফিলিস্তিনি ও প্রতিরোধ যোদ্ধাদের জন্য চূড়ান্তভাবে বিজয় অপেক্ষা করছে।
💖💝Thanks for being with Mohammadia Foundation. Pls Stay with us always💝💖
মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url