কমেন্ট ও কনটেন্ট লেখার নীতিমালা



কমেন্ট সংক্রান্ত নীতিমালাঃ



ক.     “মোহাম্মদীয়া ফাউন্ডেশন” এই ওয়েব সাইটের যে কন্টেন্টটি আপনি পড়ছেন বা দেখছেন কেবলমাত্র সেই বিষয়ের উপর কিছু জানতে বা আমাদেরকে জানাতে আপনি মতামত রাখতে পারেন।


খ.      যেই কন্টেন্ট বা যেই পেইজ ভিজিট করছেন সেই বিষয়ের উপর আপনার ভাল লাগা/মন্দ লাগার অনুভূতি ও মতামত জানাতে পারেন।


গ.      আপনার মতামতে কোন অশালীন ভাষার ব্যবহার ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন মন্তব্য থেকে বিরত থাকতে হবে।


ঘ.      আপনার মতামত ও অনুভূতি জানাতে ওয়েব সাইটের নিচে ডান দিকে যোগাযোগ পেইজ ব্যবহার করতে পারেন।
 


কনটেন্ট লেখা সম্পর্কিত নীতিমালা



ক.     যে কেউ আমাদের এই ওয়েব সাইটে ধর্মীয় বিষয়ে লেখা পাঠাতে পারেন। সেক্ষেত্রে লেখা মান সম্মত ও বিষয়বস্তু প্রাসংগিক হলে সেটা লেখকের নাম পরিচয়সহ প্রকাশ করা হবে।


খ.        কুরআন হাদিসের ভিত্তিতে যে কোন বিষয়েই কনটেন্ট লেখা যাবে। লেখাটি কমপক্ষ্যে ১০০০ শব্দের এবং সর্বেোচ্চ ৫০০০ শব্দের মধ্যে হতে হবে।


গ.        সংশ্লিষ্ট বিষয়ের ছবি থাকলে তা সংযুক্ত করে দিতে হবে।
ঘ.      কোন অশালীন ও উস্কানিমূলক বা রাজনৈতিক বিষয় জড়িত বক্তব্য এবং দেশের জন্য ক্ষতিকর কোন বিষয় থাকলে সেই লেখা প্রকাশ করা হবে না।


ঙ.        লেখার সাথে এক কপি পাস পোর্ট সাইজের ছবি,  পূর্ণ নাম ঠিকানা পেশা ও মোবাইল নম্বর উল্লেখ করে দিতে হবে।


** লেখা পাঠাতে হবে, 
mohammadiafoundationbd@gmail.com এই ই-মেইলের মাধ্যমে।

 

★★সমাপ্ত★★

 

সাইটটি ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। মোহাম্মদীয়া ফাউন্ডেশনের কার্যক্রমলক্ষ্য  উদ্দেশ্য সম্পর্কে জানতে এবং দীন  মানবতার সেবায় অংশ নিতে OUR ACTION PLAN বাটনে ক্লিক করুন।

এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url