তুলো তাকবির, ‍মুহিব খান || Song Lyrics: Tolo Takbir Lyricks ||






তুলো তাকবির

মুহিব খান


Song: Tolo Takbir
Lyric, Tune & Artist: Muhib Khan
Record Label: Holy Tune Studio
Produced by: Holy Media

গানের শিরোনাম: তুলো তাকবির
কথা, সুর ও সংগীত: মুহিব খান

গানের লিরিক্স: তুলো তাকবির

Song Lyrics: Tolo Takbir Lyricks




তুলো তাকবির

পৃথিবীর কোণায় কোণায় আমার এ গান দাও ছড়িয়ে
মুমিনের সিনায় সিনায় রাক্ত তুফান দাও ভরিয়ে।
অধিকার করতে আদায় লড়তে হবে সবকে বলো
এ লড়াই আসছে ঘনে প্রস্তুতি নাও সামনে চলো।
জিহাদের তাকবিরে ফের জাগরে যুগের বীর সালাহ্ উদ্দিন
ইয়াহুদের হাত হতে আকসা ছিনে আন, আনরে ফিলিস্তিন।
ছোটে আয় বিন কাশেম আর গজনবি, ঘুরির মতো সব বীর।
কেড়ে আন মুশরিকিনের হাত হতে মুসলিম ভূমি কাশ্মীর।
তোলো তাকবির। তোলো তাকবির। তোলো তাকবির। তোলো তাকবির।

এদিকে বারুদ বুকে মরছে ধুকে সহস্র জান বাজ।
ওদিকে ভোগ পিয়ালায় যাচ্ছে ভেসে ভন্ড আরব রাজ।
এদিকে ঝড়ছে বোমায় লক্ষ মাসুম অবুজ শিশুর প্রাণ
ওদিকে বিশ্ব মোড়ল সংখ্য শুনায় হিউমিনেটির গান।




জাগোরে তুর্কি, আরব, বঙ্গ, মালয়, পাক সেনা দল
সমরের শক্তিতে আজ সব মিলে হও শক্ত সবল।
এ লড়াই ঘটবে ভীষণ চলছে মিশন ঐ শিবিরে
কেন হায় জাগছো না দূর্বার গতীতে চলছো ধীরে।
জাগো অর্থে, জাগো অস্ত্রে, জাগো ঐক্যে, জাগো আজ সব
রুখ বিশ্বের বুকে মুসলিম বিনাশের উদ্ধত উৎসব।
জ্ঞান বিজ্ঞান বুঝে নাও শক্তি বাড়াও তথ্য প্রযুক্তির
গণমাধ্যম করো দুশমন শিবিরের দূর্গে ধরাও চির।
তোলো তাকবির। তোলো তাকবির। তোলো তাকবির। তোলো তাকবির।

 
পৃথিবীর দেশ, ভাষা, জাত, পাত ভুলে মুসলিম সবে এক হও
ওরা সব এক হয়ে আজ করছে লড়াই, তোমরা তো এক নও।
কত আর সইবে হাজার লাঞ্ছনা আর দাসত্ব শৃংখল
কত আর দেখবে মায়ে বুক ফাটা নাদ বোনের অশ্রু জল।


পৃথিবীর চূড়ায় চূড়ায় আমার এ ডাক দাও শুনিয়ে
আমি ডাক দিচ্ছি দ্রোহের সুর তুলে আজ গুণগুণিয়ে।
এ আওয়াজ ইস্রাফিলের শিংগা হয়ে বাজবে শেষে
জালিমের ভাঙ্গবে প্রাসাদ এই আওয়াজের তীব্র রেশে।
উঠো গর্জে দুনিয়ার সব মুজাহিদ মুক্তি পাগল প্রাণ
করো স্বাধীন আরাকান, সিরিয়া, ইরাক লও কেড়ে আফগান।
জেনে নাও ঐ হিমালয় শৃঙ্গ হতেও উচ্চ তোমার শির
বহুকাল ভয় পেয়ে নয় নির্ভয়ে একদিন বাঁচো হে বীর।
তোলো তাকবির। তোলো তাকবির। তোলো তাকবির। তোলো তাকবির।





★★সমাপ্ত★★ 

সাইটটি ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। মোহাম্মদীয়া ফাউন্ডেশনের কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানতে এবং দীন ও মানবতার সেবায় অংশ নিতে দয়াকরে OUR ACTION PLAN এ ক্লিক করুন।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url