এসো নারী এসো স্বর্গেরই পথে, মুহিব খান || Esho Nari esho By Muhib Khan || Song Lyrics: Esho Nari esho ||






এসো নারী এসো স্বর্গের পথে

মুহিব খান



Song Details-
Song Title : Esho Nari esho
Lyric, Tune & Artist : Muhib Khan
Record & Sound : Holy Tune Studio
Produced By Holy Media

গানের বিবরণ-
গানের শিরোনাম: এসো নারী এসো স্বর্গের পথে
কথা, সুর ও শিল্পী: মুহিব খান
রেকর্ড ও সাউন্ড: হলি টিউন স্টুডিও
প্রডিউস্ড: হলি মিডিয়া

গানের লিরিক্স: এসো নারী এসো

Song Lyrics: Esho Nari esho


এসো নারী এসো 

এসো নারী এসো 
এসো নারী এসো স্বর্গেরই পথে
নরকেরও পথও ছাড়ি।
ভগ্নী প্রেয়সি ও জননী আমার
(চির মহিয়সি নারী )  ২বার
যেদিকে অশ্লীলতা, নগ্নতা, উগ্রতা
সেদিকে যেওনা যেওনা...
ভুলে ধর্মের ভীতি, ছেড়ে সমাজের নীতি
প্রগতি চেওনা চেওনা...
লাভ কি অযথা ঘুরে,পথে পথে দ্বারে দ্বারে
তুমি যে ঘরের ফুলদানী।
নারী উদাসীন হলে সে ঘরে আগুন জ্বলে।
হয়োনা হয়োনা অভিমানী।
তুমি তো মায়ের জাতি, সংসারে চির সাথী
এসে অবদান রাখ তারি। ঐ
জীবনে চলার পথে,এসো চলি এক সাথে
মিলে মিশে করি সমঝোতা।
আমিও চাই তোমার, চিরায়ত অধিকার
নিরাপত্তার স্বাধীনতা।
পুরুষের অধিকার, সেটাতো নয় তোমার
রয়েছে কিছুটা ভিন্নতা. . . .
যেমন রয়েছে মনে,কন্ঠে,দেহে, গঠনে
আছে চলনের স্বকিয়তা।
ভেবো না পুরুষ জাতি, করেছে তোমার ক্ষতি।
বুকে হাত দিয়ে বলতে পারি। ঐ
পুরুষেরা নেবে সয়ে,সকল আঘাত গায়ে
নারী রবে চির অক্ষত
পুরুষ চির কঠোর, নারী চির সুমধুর
জলে ভেজা গোলাপের মত...
নারী পুরুষের জোড়ে, দুদিকের চাকা ঘুরে
ছুটে চলে জীবনের গাড়ী
একি মুদ্রার তারা এপিঠ ওপিঠ যেন
পুরুষ দিবস রাত নারী...
অযথা পুরুষ সেজে মেরোনা নিজেকে নিজে
নারী গো তোমার পায়ে পরি। ঐ


★★সমাপ্ত★★
সাইটটি ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। মোহাম্মদীয়া ফাউন্ডেশনের কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানতে এবং দীন ও মানবতার সেবায় অংশ নিতে দয়াকরে OUR ACTION PLAN এ ক্লিক করুন।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url