ইসলামিক গানের লিরিক্স || ইঞ্চি ইঞ্চি মাটি, মুহিব খান || Inchi Inchi mati by Muhib Khan with song Lyrics




ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি

ENCI ENCI MATI By Mohib Khan

`Inchi Inchi mati’ ‍Song Details
Song Title : Inchi Inchi mati
Lyric, Tune & Artist : Muhib Khan
Record & Sound : Holy Tune Studio
Produced By Holy Media
Album: Natun Ishtehar

 
‘ইঞ্চি ইঞ্চি মাটি’ গানের বিবরণ
গানের শিরোনামঃ ইঞ্চি ইঞ্চি মাটি
কথা, সুর ও শিল্পীঃ মুহিব খান
রেকর্ড ও সাউন্ডঃ হলি টিউন স্টুডিও
প্রডিউস্ডঃ হলি মিডিয়া
এলবামঃ নতুন ইশতেহার

Song Lyrics: ইঞ্চি ইঞ্চি মাটি

ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা
শত্রু বা হানাদার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না।
ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা,
কসম সেই খোদার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না।

রঙ্গের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি
লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজী করেছে স্বাধীন এই মাটি।
বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ
ধন্য ধন্য আমি সবার চাইতে দামী বাংলা মাটির সন্তান।

বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান
সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান।
চারোদিকে দুশমন ভেঙ্গোনা ভেঙ্গোনা মন সাহস জমিয়ে রাখ বুকে,
ঈমান জিন্দা করে জিহাদের হুংকারে পরাজিত করো শত্রুকে
চারিদিকে গাদ্দার ভিনদেশী রাজাকার সজাগ দৃষ্টি রাখ সবে
সকল মীরজাফর বিদেশী গোলামচর রুখতে তাদের আজ হবে।
বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ
ধন্য ধন্য আমি সবার চাইতে দামী বাংলা মাটির সন্তান।

বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান
সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান।
শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে ৩৬০ আউলিয়া
সোহরাওয়ার্দী শেরে বাংলা ভাসানী আসে মুজিব ওসমানী ও জিয়া

শহীদ তিতুর দেশে মুক্ত স্বাধীন বেশে সবুজ লাল পতাকা উড়ে
সময়ে ঝড়ের বেগে চেতনা উঠবে জেগে পনের কোটি অন্তরে।
বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ অম্লান
বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান
বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমহান
এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান।
অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাধন বড় বেশী
হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিষ্টান সকলেই তো বাংলাদেশী

কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাইয়ে ভাইয়ে রাখ হাত হাতে
সমরে বক্ষপাতি হয়েছি শ্রেষ্ঠ জাতী নজির দেখাও দুনিয়াতে।
বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ
ধন্য ধন্য আমি সবার চাইতে দামী বাংলা মাটির সন্তান।
বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান
সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান।
ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা
শত্রু বা হানাদার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না।

ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা,
কসম সেই খোদার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না।
রঙ্গের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি
লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজী করেছে স্বাধীন এই মাটি।
বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ
ধন্য ধন্য আমি সবার চাইতে দামী বাংলা মাটির সন্তান।
বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান
সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান।

ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি...
ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি...
ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি...
ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি...



★★সমাপ্ত★★

 

সাইটটি ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। মোহাম্মদীয়া ফাউন্ডেশনের কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানতে এবং দীন ও মানবতার সেবায় অংশ নিতে দয়াকরে HomePage এ ক্লিক করুন।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
4 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • নামহীন
    নামহীন ১৮ ডিসেম্বর, ২০২১ এ ১২:৩৯ AM

    চমৎকার একটি গান। দেশ প্রেমের মন্ত্র যেন গানটি। গা শিউরে উঠে।

  • নামহীন
    নামহীন ৪ ফেব্রুয়ারী, ২০২৩ এ ১১:০৬ PM

    অসাধরন

  • নামহীন
    নামহীন ১৪ ফেব্রুয়ারী, ২০২৩ এ ১:১৬ PM

    গানটা শুনলে জিহাদের তামান্না জেগে উঠে

  • নামহীন
    নামহীন ২১ মে, ২০২৩ এ ১১:০২ PM

    Just fire on blood

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url