Ministry of Hajj and Umrah, KSA কর্তৃক প্রকাশিত উমরা হজ্জের নতুন নীতিমালা’২০২১


উমরা হজ্জের নতুন নীতিমালা


Ministry of Hajj and Umrah, KSA কর্তৃক প্রকাশিত নতুন নীতিমালা

 

2021-2022 সনের ওমরাহ পালনের কতিপয় গুরুত্পূর্ণ নির্দেশনা
1.  আঠারো ( ১২ ) বছরের উর্ধে যে কেউ উমরাহ পালন করতে পারবে , তবে সর্বোচ্চ বয়সসীমা সৌদি হেলথ মিনিস্ট্রি এর নির্দেশনা মতো হবে
2.  কোভিড  (Covid Vaccine ) টিকা  সনদ থাকতে হবে
3.  উল্লেখ যে , ২য়  Dose টিকা ফ্লাইটের কমপক্ষে ১৪ দিন পূর্বে নিতে হবে
4.  ফ্লাইটের ৪৮ ঘন্টা পূর্বে Corona টেস্ট করতে হবে
5. মক্কা এবং মদিনাতে পূর্ব নির্ধারিত হোটেলের রুমে সর্বোচ্চ দুইজন গেস্ট থাকতে পারবেন
6.  একটি বাসে যাত্রী থাকবে ২৪-৩০ জন মাত্র
7.  সম্পূর্ন প্যাকেজ উমরাহ এজেন্ট থেকে নিতে হবে।
8.   ভিসা হওয়ার আগেই হোটেল এবং টিকেট কনফার্ম করতে হবে।
9.   সফটওয়্যার মাধ্যমে মসজিদ আল নববীর রিয়াজুল জান্নায় সালাত , কবর জিয়ারাত, মক্কায় মসজিদ আল হারামের সালাত   উমরাহ আদায়ের জন্য পারমিশন সিরিয়াল দিতে হবে।
10. এয়াপোর্ট ইমিগ্রেশন এর জন্য করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে। 
11.  উমরাহ পালনকারী সৌদি আরবে যাওয়ার পূর্বেই , উমরাহ পালন , মদীনা জিয়ারত সহ অন্যান্য বিষয় নিদ্রিষ্ট এপ এর মাদ্ধমে শিডিউল ( উমরাহ এজেন্সী এবং তার গ্রূপের সাথে সমন্বয় করে ) নির্ধারণ করবে
13. প্রত্যেক উমরাহ যাত্রী ফ্লাইটের পূর্বেই তার আইডি কার্ড ( উমরাহ এজেন্সি কর্তৃক প্রদত্ত ) গলায় ঝুলিয়ে রাখবে এবং দৃশ্যমান থাকতে হবে
14.  সর্বোপরি উমরাহ পালনকারী সৌদিআরবে অবস্থান কালিন সময় , সৌদি সরকার কর্তৃক নির্ধারিত সকল নিয়মাবলী শতভাগ মেনে চলবেন এবং গ্রূপের অন্যান্যদের প্রতি সহনশীল থাকবেন
15. পাসপোর্ট ,লাগেজ হ্যান্ড বাগে উমরাহ কোম্পানির স্টিকার থাকতে হবে
** উল্লেখ যে, করোনা ভাইরাস চলমান থাকায়, উমরাহ ভিসা / প্যাকেজ / ট্রাভেল সংক্রান্ত নিয়মাবলী যেকোনো সময় সৌদি সরকার কর্তৃক পরিবর্তনপরিমার্জন হইতে পারে 

উমরা যাত্রীদের জন্য যা জানতে হবে
 
উমরাহ্করার জন্য কি কি লাগবে আমার?
উত্তরঃ ১। পাসপোর্ট ( মাস মেয়াদ থাকতে হবে)
২। অনুমোদিত ভেক্সিনগুলোর সনদ (ফাইজার-বায়োএনটেক, মডার্না, জনসন অ্যান্ড জনসন এবং অক্সফোর্ড- অ্যাস্ট্রাজেনেকা)
৩। কপি পাসপোর্ট সাইজের ছবি 
 

আমি কি চাইলে যে কোন সময় উমরাহ্ পালন করতে পারবো তাওয়াফ করতে পারবো?
উত্তরঃ উমরাহ্র নতুন নিয়মে  উমরাহ  দিন পর পর পারমিশন নিয়ে বার বার করা যাবে, নফল তাওয়াফ  মসজিদ আল-হারামের ১ম ২য় ফ্লোর শীগ্রই খুলে দেওয়া  হয়েছে নফল তাওয়াফ করার জন্য।  কোভিড পরবর্তী উমরাহ করার সুযোগ থাকলে   নফল তাওয়াফের কোনো অপশন ছিলো না। অ্যাপস মাধমে পারমিশন নিয়ে বার বার  উমরাহ্‌ + নফল তাওয়াফ করতে পারবেন।
 

উমরাহ্ করতে যেতে চাইলে কি ভেক্সিন নেয়া বাধ্যতামূলক?
উত্তরঃ জি, এখন পর্যন্ত বাধ্যতামূলক। সৌদি আরব কর্তৃক অনুমোদিত ভেক্সিনগুলো হলফাইজার-বায়োএনটেক, মডার্না, জনসন অ্যান্ড জনসন এবং  অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা। উল্লেখ্য যে, ফুল ডোজ অর্থাৎ ডোজ ভেক্সিন দেয়ার ১৪ দিন পর ট্রাভেল করতে হবে।
আর কারো যদি চায়না টিকা সিনোভ্যাক অথবা সিনোফার্ম-এর কোনটি নেয়া থাকে তবে তাঁকে সৌদি আরবের অনুমোদিত ভেক্সিনগুলোর যে কোন একটির বুস্টার ডোজ নিতে হবে (এখন পর্যন্ত বাংলাদেশে বুস্টার ডোজ দেওয়া শুরু হয়নি)  
তাই যারা চায়না টিকা সিনোভ্যাক অথবা সিনোফার্ম নিয়েছেন তারা এখন যেতে পারবেন না। সোদি আরব বাংলাদেশ সরকারের আপডেট পেলে পরে জানানো হবে।
 

মাসজিদুল হারামে এবং মাসজিদুল নববীতে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার ক্ষেত্রে কি কোন বিধিনিষেধ আছে?
উত্তরঃ উমরাহ্যাত্রি/হাজিগন এখন পর্যন্ত মাসজিদুল নববীতে সব নামাজ জামাতে আদায় করা যাচ্ছে এবং মাসজিদুল হারামে সবাই যেন পাঁচ ওয়াক্ত নামাজে জামাতে আদায় করতে পারে। ইতিমধ্যে যারা উমরা করেছেন সেসব হাজীরা মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজে জামাতে আদায় করেছেন। 
 

উমরাহ্ পালন করতে যাওয়ার ক্ষেত্রে কি সর্বনিম্ন বা সর্বোচ্চ বয়সসীমার কোন বাদ্ধবাধকতা আছে?
উত্তরঃ সৌদি আরবের নতুন নিয়ম অনুযায়ী এখন পর্যন্ত ১২ বছরের নিচে কেউ উমরাহ্ ভিসা পাবেন না (পুরুষ / মহিলা) এবং ১২ বছরের উর্ধে যে কোন বয়সের যে কেউ ভিসার জন্য আবেদন করতে পারবেন।
 

প্যাকেজ কনফার্ম হওয়ার পর যদি কোন কারণে আমি প্যাকেজ ক্যান্সেল করতে চাই অথবা ট্রাভেল সময়ের ৭২ ঘন্টা আগে যেপিসিআরটেস্ট করতে হয় সেটিতে যদি আমার কভিড পজেটিভ আসে তবে আমি কি প্যাকেজের সম্পূর্ণ টাকা ফেরৎ পাব?
উত্তরঃ এখন পর্যন্ত সৌদি আরব কর্তৃক প্যাকেজ ক্যান্সিলেশন পলিসি অনুযায়ী প্যাকেজ কনফার্ম বা বুকিং করা হয়ে গেলে ইহা ক্যান্সেল করা যাবে না বা অন্য কারো নামে ট্রান্সফার করা যাবে না, অর্থাৎ সম্পূর্ণ টাকা অফেরৎযোগ্য। তবে এয়ার টিকেটটি নতুন তারিখে রি-ইস্যু করা যেতে পারে বা রিফান্ডও করা যেতে পারেযা এয়ারলাইন্স এর পলিসির উপর নির্ভরশীল (চার্জ প্রযোজ্য)
 

উমরাহ্ পালন করতে গেলে কি কোয়ারেন্টাইন বা আইসোলেসন প্রয়োজন হয়?
উত্তরঃ না কোন কোয়ারেন্টাইন বা আইসোলেসন লাগছে না।
 

আমি হারাম অথবা কাবা ভিউ রুমে থাকতে চাই?
উত্তরঃ জি, নিতে পারবেন ইন-শা-আল্লাহ্। আপনি কাস্টমাইজ প্যাকেজ করে প্যাকেজ মূল্য পরিবর্তন করে আপনার কাঙ্খিত প্যাকেজটি নিতে পারবেন।
 

আমি একদিন জেদ্দা / তায়েফ যেতে চাই, উমরাহ্ভিসা নিয়ে কি যেতে পারবো?
উত্তরঃ জি, নিতে পারবেন ইন-শা-আল্লাহ্।
 

আমি হজ্জ এজেন্টের নির্ধারিত তারিখে যেতে পারবোনা, আমার পছন্দমত তারিখে কি যাওয়া যাবে?
উত্তরঃ জি, যেতে পারবেন ইন-শা-আল্লাহ্, তবে প্যাকেজ মূল্য পরিবর্তন হতে পারে।


★★ মাপ্ত ★★

 

সাইটটি ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। মোহাম্মদীয়া ফাউন্ডেশনের কার্যক্রম, লক্ষ্য  উদ্দেশ্য সম্পর্কে জানতে এবং দীন মানবতার সেবায় অংশ নিতে দয়াকরে HomePage  ক্লিক করুন।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url