ভার্চুয়ালি দেখা ও ছোঁয়া যাবে পবিত্র কাবা ঘরের হাজরে আসওয়াদ

ভার্চুয়াল জগতে হাজরে আসওয়াদ

 

ভার্চুয়াল রিয়েলিটি কি?

ভার্চুয়াল রিয়েলিটি আসলে কম্পিউটার প্রযুক্তির একটি কল্পনা বাস্তব। ব্যাপারটি আসলে এরকম- ধরুন, আপনি সমুদ্র তীরে হাটার কল্পনা করছেন, মনের আয়নায় তা ঠিক ঠিক দেখতে পারছেন কিন্তু আপনার অনুভূতিটা ঠিক বাস্তবের মত হচ্ছে না। মনের অনুভূতিটা শরীরের অনুভূতির সাথে ঠিক যেন মিলছে না। ভার্চুয়াল রিয়েলিটিটা হচ্ছে কয়েকটা প্রযুক্তির সমন্বয়ে গড়া যেখানে আপনাকে একটা বিশেষ হেলমেট পড়িয়ে দেওয়া হবে। যার মাধ্যমে আপনি যে জিনিসটা দেখবেন সেটার দেখার, কল্পনার ও বাস্তবের সংমিশ্রণ ঘটিয়ে আপনাকে যে অনুভূতি দেবে তাতে মনে হবে আপনি আক্ষরিক অর্থেই অর্থাৎ বাস্তবেই আপনি সেখানে উপস্থিত আছেন এবং আপনি তা প্রত্যক্ষভাবে তা দেখতে ও অনুভব করতে পারছেন। এটাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি।

 

হাজরে আসওয়াদ ভার্চুয়ালী দেখা ও ছোঁয়া যাবেঃ

অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে পবিত্র কাবা ঘরের হাজরে আসওয়াদ বা কালো পাথর প্রদর্শনীর উদ্যোগ নিয়েছে সৌদি আরব। ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) পদ্ধতি অনুসরণ করে যেকোনো স্থান থেকে মুসলিমরা তা স্পর্শ দেখতে পারবে বলে জানা যায়। প্রক্রিয়ায় অন্যান্য স্থানের মতো পবিত্র কাবা ঘরও দেখা যাবে। 

 

ভার্চুয়াল ব্ল্যাক স্টোন ইনিশিয়েটিভ উদ্বোধন করেন শায়খ . আবদুর রহমান আল সুদাইসঃ

গত সোমবার পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ . আবদুর রহমান আল সুদাইস তা উদ্বোধন করেন। সৌদি আরবের এজেন্সি ফর এক্সিবিশনস অ্যান্ড মিউজিয়াম অ্যাফেয়ার্সের অংশ হিসেবে ভার্চুয়াল ব্ল্যাক স্টোন ইনিশিয়েটিভ শুরু হয়েছে। 

শায়খ সুদাইস বলেন, আমাদের এখানে অনেক ধর্মীয় ঐতিহাসিক স্থাপনা আছে। আমাদের ডিজিটাল প্রক্রিয়া অনুসরণ করে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সবার সঙ্গে সংযোগ তৈরি করতে হবে।

শায়খ সুদাইসের বক্তব্যের ব্যাখ্যাও দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, মক্কার দুটি পবিত্র মসজিদের স্থাপত্য প্রদর্শনের অংশ হিসেবে উদ্যোগ নেওয়া হয়েছে। বাস্তব স্থাপনার প্রতিস্থাপনের সাথে এর কোনো সম্পর্ক নেই। 

 

★★সমাপ্ত★★

 

সাইটটি ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। মোহাম্মদীয়া ফাউন্ডেশনের কার্যক্রম, লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জানতে এবং দীন ও মানবতার সেবায় অংশ নিতে দয়াকরে HomePage  ক্লিক করুন।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url