মুহিব খানের গানের লিরিক্স || Muhib Khan Song Lyrics || এ দেশে আল্লাহু আকবারের সুরে || A Deshe AllahAkberer Shurey ||
এ দেশে আল্লাহু আকবারের সুরে
গানের শিরোনাম: এ দেশে আল্লাহু আকবারের সুরে
মুল শিল্পী: মুহিব খান
কথা ও সুর: মুহিব খান
গানের কথা: এ দেশে আল্লাহু আকবারের সুরে
Song Lyrics: A Deshe AllahAkberer Shurey
এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে
এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে
এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে (২বার)
এ দেশে মাল্লা মাঝি কৃষণ মজুর সবার ঠোটে
শুনেরে লা'ইলাহা ইল্লাল্লার জিকির উঠে (২বার)
ঈমানের দপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে (২বার)
সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে,
এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে
এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে (২বার)
এ দেশের পথে ঘাটে, এ দেশের বাজার হাটে,
এ দেশে, এ দেশে, এ দেশে, এ দেশের গজ্ঞে গ্রামে
খোদার নামের তছবিহ হাতে,
কত পীর আওলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে (২বার)
এ দেশের সন্তানেরা মক্তবে যায়, কোরআন বুকে (২বার)
সে দেশে আল কোরআনের শাষন কায়েম করতে হবে,
এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে
এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে (২বার)
এ দেশের পরিবেশে, আজানের ধ্বনি মেশে,
এ দেশে, এ দেশে, এ দেশে,
এদেশের মিনার হতে মোয়াজ্জিনের আজান শুনে,
কত প্রান ধুলায় পড়ে সেজদা করে খোদার শানে (২বার)
এ দেশে জমিন ভরা শহীদ গাজীর গোরস্থানে
সে জমিন চাই চির দিন
মুক্ত স্বাধীন আজাদ হবে (২বার)
এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে,
এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে (২বার)
এ দেশের জলে স্থলে, এ দেশের বন ফসলে,
এ দেশে এ দেশে, এদেশের সবুজ মাটি
সবুজ ঘাসের সবুজ বনে, মদিনার সবুজ মিনার
ঝলসে উঠে দুই নয়নে (২বার)
এ দেশের শিকড় তলয় দিল্লিতে বা ওয়াসিংটনে
এ দেশের শিকড় গামি ছড়িয়ে আছে দূর আরবে (২বার)
এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে
এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে (৩বার)
************************
সাইটটি ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। আর্টিকেলটি ভাল লাগলে সত্য ও ন্যয়ের পথে অন্য ভাইনদেরকে দাওয়াতের নিয়তে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন। মোহাম্মদীয়া ফাউন্ডেশনের কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানতে এবং দীন ও মানবতার সেবায় অংশ নিতে OUR ACTION PLAN বাটনে ক্লিক করুন।
মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url