মুহিব খানের গানের লিরিক্স || Muhib Khan Song Lyrics || এ দেশে আল্লাহু আকবারের সুরে || A Deshe AllahAkberer Shurey ||







এ দেশে আল্লাহু আকবারের সুরে 

মুহিব খান

গানের শিরোনাম: এ দেশে আল্লাহু আকবারের সুরে
মুল শিল্পী: মুহিব খান
কথা ও সুর: মুহিব খান

গানের কথা: এ দেশে আল্লাহু আকবারের সুরে

Song Lyrics: A Deshe AllahAkberer Shurey


এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে 

এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে
এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে (২বার)


এ দেশে মাল্লা মাঝি কৃষণ মজুর সবার ঠোটে
 শুনেরে লা'ইলাহা ইল্লাল্লার জিকির উঠে (২বার)
ঈমানের দপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে (২বার)
 সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে,

 এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে
এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে (২বার)

এ দেশের পথে ঘাটে, এ দেশের বাজার হাটে,
এ দেশে, এ দেশে, এ দেশে, এ দেশের গজ্ঞে গ্রামে 
খোদার নামের তছবিহ হাতে,
কত পীর আওলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে (২বার)

এ দেশের সন্তানেরা মক্তবে যায়, কোরআন বুকে (২বার)
সে দেশে আল কোরআনের শাষন কায়েম করতে হবে,
এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে
এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে (২বার)
এ দেশের পরিবেশে, আজানের ধ্বনি মেশে, 
এ দেশে, এ দেশে, এ দেশে,
এদেশের মিনার হতে মোয়াজ্জিনের আজান শুনে,
কত প্রান ধুলায় পড়ে সেজদা করে খোদার শানে (২বার)

এ দেশে জমিন ভরা শহীদ গাজীর গোরস্থানে
সে জমিন চাই চির দিন
মুক্ত স্বাধীন আজাদ হবে (২বার)

 এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে,
এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে (২বার)
 এ দেশের জলে স্থলে, এ দেশের বন ফসলে,
এ দেশে এ দেশে, এদেশের সবুজ মাটি 
সবুজ ঘাসের সবুজ বনে, মদিনার সবুজ মিনার 
ঝলসে উঠে দুই নয়নে (২বার)
এ দেশের শিকড় তলয় দিল্লিতে বা ওয়াসিংটনে
এ দেশের শিকড় গামি ছড়িয়ে আছে দূর আরবে (২বার)

 এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে
এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে (৩বার)




************************
সাইটটি ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। আর্টিকেলটি ভাল লাগলে সত্য ও ন্যয়ের পথে অন্য ভাইনদেরকে দাওয়াতের নিয়তে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন। মোহাম্মদীয়া ফাউন্ডেশনের কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানতে এবং দীন ও মানবতার সেবায় অংশ নিতে OUR ACTION PLAN বাটনে ক্লিক করুন।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url