মুহিব খানের গানের লিরিক্স || Muhib Khan Song Lyrics || আমরা শ্রমিক || Amra Sromik || শ্রমিকের গান







আমরা শ্রমিক আমরা ঘাম বেচে খাই

মুহিব খান


গানের শিরোনাম: শ্রমিকের গান
মুল শিল্পী: মুহিব খান
কথা ও সুর: মুহিব খান

গানের কথা: আমরা শ্রমিক

Song Lyrics: Amra Sromik


শ্রমিকের গান || Sromiker Gaan 




ওহো…. আমরা শ্রমিক আমরা ঘাম বেচে খাই, 
আমরা জীবন করি পানি, (২বার)
জীবন যখন থমকে দাড়ায় আমরা তখন টানি। (৪বার) 

পাথর মাড়াই মেশিন চালাই লোহার সাথে লড়ি,
হাতুর মেরে শাবল গেড়ে ভাঙ্গি আবার গড়ি, (2বার)
কোদাল ধরি কুড়াল মারি ইটের ভাটায় জ্বলি,
রিকসা চালাই সেলাই করি ঘাম গরমে গলি, (২বার)
আমরা কঠিন' করি কাজ রাত কি'বা দিন,
যেন এক যন্ত ধাতক প্রানী… (২বার)
জীবন যখন থমকে দাড়ায় আমরা তখন টানি, (৪বার) 

আমরা না পাই রোগ বিপদে একটু বিরাম সেবা
 হাড় ভাঙ্গা শ্রম ক্লান্ত দেহে হাত বোলাবে কে'বা (২বার)

আমরা কত আঘাত ক্ষত মুখ বুঝে শোয়ে,
সভ্যতারই অগ্নি চিতায় মরছি ক্ষয়ে ক্ষয়ে, (২বার)
আমরা পাষান চিরকাল বন্চিত প্রান,
পাই লান্চনা আর গ্লানি (২বার)

জীবন যখন থমকে দাড়ায় আমরা তখন টানি (৪বার)

আমরা তো নই সবার মতই অন্য মানুষ বলে,
 তাই জীবনের দূঃখকে যাই শক্ত পায়ে দলে (২বার)

আমরা মোদের চাই অধিকার ঘাম শুকাবার আগে 
আর আমাদের ভাগ করোনা সার্থবাদের ভাগে (২বার)

আমরা এ'বার- জেগেছি বিক্ষোবে আর,
কতকাল থাকবো অভিমানী (২বার)




***********************
সাইটটি ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। আর্টিকেলটি ভাল লাগলে সত্য ও ন্যয়ের পথে অন্য ভাইনদেরকে দাওয়াতের নিয়তে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন। মোহাম্মদীয়া ফাউন্ডেশনের কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানতে এবং দীন ও মানবতার সেবায় অংশ নিতে OUR ACTION PLAN বাটনে ক্লিক করুন।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url