ইসলামিক গানের লিরিক্স || Islamic Song Lyrics || মুনায়েম বিল্লাহ’র নাশিদ || আল্লাহু আল্লাহু || Allahu Allahu




আল্লাহু আল্লাহু

মুনায়েম বিল্লাহ
গানের শিরোনাম: আল্লাহু আল্লাহু
শিল্পী: মুনায়েম বিল্লাহ
কথা ও সুর: আবু ওবায়দা

গানের কথা: আল্লাহু আল্লাহু

Song Lyrics: Allahu Allahu

আল্লাহু আল্লাহু 

আল্লাহু আল্লাহু
আল্লাহু আল্লাহু
আল্লাহু আল্লাহু
আল্লাহু

আল্লাহু আল্লাহু
আল্লাহু আল্লাহু
আল্লাহু আল্লাহু
আল্লাহু
চারিদিকে তোমার নিয়ামত
নদী-নালা পাহাড় পর্বত
করে চলে কেবল  ইবাদত.... আল্লাহু
মেঘে মেঘে বিজলী চমকানো
গুম গুম করে তার ধমকানো
নিদারুণ আলো ঝমকানো...আল্লাহু 
করে দিলে উজাড় সুখ হিয়ার
করলে গুনাহে হুশিয়ার
ভাষা নাই আমার শুকরিয়ার... আল্লাহু
কথপোকথনে থাকো তুমি
কী দারুন খেলা খেলো তুমি
সারা পৃথিবী গাহে.. আল্লাহু
ভালবাসার আকাশ জুড়ে
সীমাহীন প্রেমের ঘুড়ি ওড়ে
তনুমন ভরা তব নূরে..... আল্লাহু
হৃদপিন্ডের ডিপ ডিপ আওয়াজ
ভ্রম্মান্ডের রাজাধীরাজ
তবুও করি তোমায় নারাজ.... আল্লাহ
পাপ মোচনে তওবার দ্বার খোলা 
দুরে কেন ওরে তুই  মন ভোলা  
আয় ফিরে আয় ডাকি তারে....আল্লাহু
সাড়া দেয় প্রভু বান্দারই ডাকে
পরম আদরে জড়িয়ে রাখে
হদয়ে রাখো আল্লাহু 






**********************************
সাইটটি ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। আর্টিকেলটি ভাল লাগলে সত্য ও ন্যয়ের পথে অন্য ভাইনদেরকে দাওয়াতের নিয়তে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন। মোহাম্মদীয়া ফাউন্ডেশনের কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানতে এবং দীন ও মানবতার সেবায় অংশ নিতে OUR ACTION PLAN বাটনে ক্লিক করুন।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url