মুহিব খানের গানের লিরিক্স || Muhib Khan Song Lyrics || আর কিছু থাক না থাক || Ar Kisu Thak na Thak ||
আর কিছু থাক না থাক এ দেশে
গানের শিরোনাম: আর কিছু থাক না থাক
মুল শিল্পী: মুহিব খান
কথা ও সুর: মুহিব খান
গানের কথা: আর কিছু থাক না থাক
Song Lyrics: Ar Kisu Thak na Thak
আর কিছু থাক না থাক এ দেশে ইসলাম থাকবেই
বাংলাদের সব মানুষের নাম বদলাতে পারে
বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে।
বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও
গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ।
সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকরি।
শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুজতে পারেন চাকরি।
চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা।
আইনের ফাকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা।
অনেকেই বলে এই দেশ নাকি, হুজুগে জাতীর দেশ।
দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ।
তাই বলে ইসলামতো এদেশে হুজুগে হবে না শেষ।
হুজুগে হবে না শেষ-
ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে....
ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে....
ইসলাম নিয়ে কেউ ছিনিবিনি খেলে এমন শক্তি নেই।
সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবেই।
আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই।
ন্যাশনাল স্টেডিয়াম হতে পারে তাজিন ডঙ্গের সৃঙ্গে
ন্যাশনাল বার্ড দোয়েল বদলে হতে পারে কভু ফিঙ্গে।
ন্যাশনাল পার্ক করা যেতে পারে কেন্দ্রীয় কারাগারকে।
সেন্ট্রাল জেল হতে পারে ফেন্টাসী কিংডম পার্কে
আইন পাশ করে মাছের আড়ত হতে পারে সংসদটাও
যখন তখন যেকোন পক্ষে যেতে পারে জনমতটাও
নীতির অভাবে রাজনীতি সব হয়ে যেতে পারে বন্ধ
মিটে যেতে পারে রাজাকার আর মুক্তিযোদ্ধা দন্দ
রাষ্ট্র চাইলে সময়ের কাটা হতে পারে আগ পিছু
সম্ভাবনার স্বদেশে আমার হতে পারে সব কিছু
শুধু ইসলাম রবে চির উন্নত কখনো হবে না নিচু
কখনো হবে না নিচু-
ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে
ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে
ইসলাম নিয়ে ছিনিমিনি খেলে এমন শক্তি নেই
আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই।
সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবেই।
আওয়ামীলীগের নেতাকর্মীরা বিএনপি হতে পারে
অবাক হবোনা বিএনপি যদি নৌকায় সিল মারে
রাজপথ থেকে মুছে যেতে পারে গনতন্ত্রের দাবি
শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালাচাবি
স্বার্থের হাত নারতেও পারে আইনের কলকাঠি
আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি
ক্লাইভের সাথে হতে পারে ফের মির জাফরের সন্ধি
বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাট বন্দি
এই বীরদের মাটি পীরদের ঘাঁটি শহীদের বাংলায়
জনতার ভোটে কেবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়
নাস্তানাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়
ইসলাম ভুলে যায়-
ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে
ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে
ইসলাম নিয়ে কেউ ছিনিবিনি খেলে এমন শক্তি নেই
সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবেই
আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই।
মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url