মুহিব খানের গানের লিরিক্স || Muhib Khan Song Lyrics || দেশ পরিচয়ে যদিও আমরা || Desh Porichoy Jodio Amra ||







দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশী সবাই

মুহিব খান
গানের শিরোনাম: দেশ পরিচয়ে যদিও আমরা
মুল শিল্পী: মুহিব খান
কথা ও সুর: মুহিব খান

গানের কথা: দেশ পরিচয়ে যদিও আমরা

Song Lyrics: Desh Porichoy Jodio Amra


দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশী সবাই 

দেশ পরিচয় যদিও আমরা বাংলাদেশী সবাই
মুসলিম বলে আমাদের কোন সীমানাতো বাধা নাই (২বার)

বাধা ভয় হীন, মুক্ত স্বাধিন, আমরা মোসলমান,
যেখানেই আছে একটি মুমিন সেখানে হবে আজান ও…হো.. ও (২বার)

আল্লার দেয়া ফরমান সেতো আমাদের কোরআন,
মুসলিম মোরা মানুষের গড়া, মানিনা সংবিধান,
(অত্যাচারের খোলা তলোয়ার গন হুশিয়ারি গন হূংকার) ২বার
রক্ত চক্ষু ফাশির লজ্জ, মোরা নাহি ভয় পাই,
মোরা নাহি ভয় পাই (২বার)
মুসলিম বলে আমাদের কোন সীমানাতো বাধা নাই, (২বার)
জিনো আব হামারা, হিন্দুস্হা হামারা,
মুসলিম হামহো তানহে, ছারাজাহা মারা,
তাওহিদ কি আমানত, হে ছিনোমে হামারে,
আছানিহী মিটানা, না মোনিসা মারা,

আমাদের মাঝে যদিও বা আছে, সহস্র কাঁটা তার, 
একি তাকবিরে জেগে উঠি মোরা আল্লাহ আকবার…ও…হো (২বার)

দেড় শত কোটি মুমিনের দিল, মিলে মিশে একাকার…
বাধা নয় কোন সৈন্য বাহিনী রাষ্ট্র বা সরকার
পৃথিবীর যেথা কাদে মুসলিম,
জেহাদি নাকারা বাজে দ্রিম দ্রিম,
বাধার প্রেচীর পেরিয়ে আমরা সেখানেই ছুটে যাই (৩বার)

মুসলিম বলে আমাদের কোন সিমানা তো বাধা নাই (২বার)
আই আরদে পা’কে, তেরি, হরমাক্তেকার মেরি..হাম,
আব, তাক তেরে, রাগোমে,, হে,খোবহা হারামা,
তাওহিদ কী আমানত, হে ছিনোমে হামারে,
আজান হি মিটানা,না মোনিসা হামারা,

বহু ভাষা মুখে একি আসা বুকে, নিঃস্বাশে একি তাল
একিশে কাবার নুরের মশাল,
ছুটেছি পংপাল ও…হো…ও, হো, (২বার)

গোত্র বর্ণ করিবি চূর্ণ, গড়েছি মায়ার জাল,
স্রেতাঙ্গ কিস্রনাংগের দেহে একিসে রক্ত লাল, 
মহা শত্তের এ মহা আগুন, নিভালেই আরো জ্বলবে দ্বিগুন
ধর্মের চেয়ে দেশ বড় নয়, আমরা সে গান গাই (২বার)

মুসলিম বলে আমাদের কোন সিমানাতো বাধা নাই' ২বার,
দেশ পরিচয় যদিও আমরা বাংলা দেশি সবাই,
মুসলিম বলে আমাদের কোন সিমানাতো বাধাতো নাই(২বার) 






*************************
সাইটটি ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। আর্টিকেলটি ভাল লাগলে সত্য ও ন্যয়ের পথে অন্য ভাইনদেরকে দাওয়াতের নিয়তে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন। মোহাম্মদীয়া ফাউন্ডেশনের কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানতে এবং দীন ও মানবতার সেবায় অংশ নিতে OUR ACTION PLAN বাটনে ক্লিক করুন।






Next Post Previous Post
No Comment
Add Comment
comment url