ঈদের গানের লিরিক্স || ঈদের গান || বাঁকা চাঁদের মুচকি হাসি ||



ঈদের গান: বাঁকা চাঁদের মুচকি হাসি


গানের শিরোনাম: চল ঈদগায়
কথা ও সুর: তোফাজ্জল হোসেইন খান

গানের কথা: বাঁকা চাঁদের মুচকি হাসি

Song Lyrics: Baka chader muchki hasi


চল ঈদগায়


বাঁকা চাঁদের মুচকি হাসি, 
নীল আকাশের গায়,
ঈদের খুশির বৃষ্টি ঝরে,
সবার আঙ্গীনায়।
ঈদ মোবারক ঈদ মোবারক
আয়রে ছুটে আয়,,,
চলরে চল ঈদগায়
চলরে চল ঈদগায়।

বছর জুড়ে কষ্ট যাদের
কান্না ফুরায় না,
রঙীন জামায় পায়েস কোরমায়
ঈদ যাদের হয় না
তাদের পাশে সবাই এসো
তাদের পাশে সবাই এসো
নবীর মমতায়।
ঈদ মোবারক ঈদ মোবারক
আয়রে ছুটে আয়
চলরে চল ঈদগায়
চলরে চল ঈদগায়।

জাকাত সদকাহ দাও বিলিয়ে
যারা আছে হক্বদার,
এটা দান করোনা নয় গো তোমার
ফরজ বিধান আল্লাহর।
আল কোরানে সমাজ গড়ার 
শপথ নেব সবাই
উঁচু নিচু ভেদ ঘুচিয়ে
সাম্যেরি গান গাই।
ঈদের খুশি পুর্ণ হবে
ঈদের খুশি পুর্ণ হবে
আধার দুনিয়ায়।
ঈদ মোবারক ঈদ মোবারক
আয়রে ছুটে আয়
চলরে চল ঈদগায়
চলরে চল ঈদগায়।



*******************
সাইটটি ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। আর্টিকেলটি ভাল লাগলে সত্য ও ন্যয়ের পথে অন্য ভাইনদেরকে দাওয়াতের নিয়তে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন। মোহাম্মদীয়া ফাউন্ডেশনের কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানতে এবং দীন ও মানবতার সেবায় অংশ নিতে OUR ACTION PLAN বাটনে ক্লিক করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url