সমাজ বদলের গান || ইসলামী গানের লিরিক্স || বদলাতে হবে || Bodlate Hobe || সৈয়দ আহমেদ || Song Lyrics: Bodlate Hobe ||






নিজেকে বদলাতে হবে

Nijeke Bodlate Hobe

সৈয়দ আহমেদ



গজলের নামঃ বদলাতে হবে
কন্ঠস্বরঃ কলরব টিম
টিওনঃ সৈয়দ আহমেদ
ব্যবস্থাপনায়ঃ হলি টিওন

Song Lyrics: Bodlate Hobe

গানের লিরিক্সঃ বদলাতে হবে


ফেসবুকে ট্রল করি, বেহুদায় স্করল করি



ফেসবুকে ট্রল করি, বেহুদায় স্করল করি
অহেতুক সময় গড়ায়
ফেসবুকে ট্রল করি, বেহুদায় স্করল করি
অহেতুক সময় গড়ায়

তবুও দেখি রাত দিন স্বপ্ন বিরামহীন
তবুও দেখি রাত দিন স্বপ্ন বিরামহীন
ইসলামি সমাজটা গড়ব ধরায়
ইসলামি সমাজটা গড়ব ধরায়


বদলাতে চাই যদি এ সমাজ তবে,
সবার আগে নিজেকে বদলাতে হবে
বদলাতে চাই যদি এ সমাজ তবে,
সবার আগে নিজেকে বদলাতে হবে

বদলাতে চাই যদি এ সমাজ তবে,
সবার আগে নিজেকে বদলাতে হবে
বদলাতে চাই যদি এ সমাজ তবে,
সবার আগে নিজেকে বদলাতে হবে


বদলাতে চাই যদি এ সমাজ তবে,
সবার আগে নিজেকে বদলাতে হবে
বদলাতে চাই যদি এ সমাজ তবে,
সবার আগে নিজেকে বদলাতে হবে

মাংসের গায়ে, কিংবা গাছের পাতায়
আল্লাহর নাম লেখা আছে কিনা খুঁজি
মাংসের গায়ে, কিংবা গাছের পাতায়
আল্লাহর নাম লেখা আছে কিনা খুঁজি


কোরআনের পাতা তবুও দেখিনা
খুলেও কবু নিজেরা ইসলাম কতটা বুঝি
কোরআনের পাতা তবুও দেখিনা
খুলেও কবু নিজেরা ইসলাম কতটা বুঝি
নিজেরা ইসলাম কতটা বুঝি

বদলাতে চাই যদি এ সমাজ তবে,
সবার আগে নিজেকে বদলাতে হবে
বদলাতে চাই যদি এ সমাজ তবে,
সবার আগে নিজেকে বদলাতে হবে


বদলাতে চাই যদি এ সমাজ তবে,
সবার আগে নিজেকে বদলাতে হবে
বদলাতে চাই যদি এ সমাজ তবে,
সবার আগে নিজেকে বদলাতে হবে

মিলাত কেমন হবে, জামাতের শেষে শবে, করব কী এ নিয়ে শুধু মতানৈক্য
মিলাত কেমন হবে, জামাতের শেষে শবে, করব কী এ নিয়ে শুধু মতানৈক্য


ফরজেতে অবহেলা, বিপদেই কাটে বেলা
আফসোস আমাদের মাঝে নেই অইক্য
আমাদের মাঝে নেই অইক্য

বদলাতে চাই যদি এ সমাজ তবে,
সবার আগে নিজেকে বদলাতে হবে
বদলাতে চাই যদি এ সমাজ তবে,
সবার আগে নিজেকে বদলাতে হবে


বদলাতে চাই যদি এ সমাজ তবে,
সবার আগে নিজেকে বদলাতে হবে
বদলাতে চাই যদি এ সমাজ তবে,
সবার আগে নিজেকে বদলাতে হবে





*****************************************
সাইটটি ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। আর্টিকেলটি ভাল লাগলে সত্য ও ন্যয়ের পথে অন্য ভাইনদেরকে দাওয়াতের নিয়তে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন। মোহাম্মদীয়া ফাউন্ডেশনের কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানতে এবং দীন ও মানবতার সেবায় অংশ নিতে OUR ACTION PLAN বাটনে ক্লিক করুন।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url