Mohammadia Foundation
https://www.mohammadiafoundationbd.com/2022/09/Assalamu-Alaikum.html
আসসালামু আলাইকুম গজল লিরিক্স || Assalamu Alaikum Gazal Lyrics || হুমাইরা আফরিন ইরা ||
সালাম নিয়ে অসাধারণ গজল "আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্"
আসসালামু আলাইকুম
Assalamu Alaikum
হুমাইরা আফরিন ইরা
"আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্" একটি চমৎকার গজল। হৃদয় ছুঁয়ে যাওয়া সালাম নিয়ে লেখা অসাধারণ নাশিদ বা গজল সকলের কাছে ভাল লাগবে। আসসালামু আলাইকুম এই গজলটি আপনার সন্তানকে শেখান, নিজেও শিখুন। আসসালামু আলাইকুম গজল লিরিক্স আপনার জন্যই এখানে দেওয়া হল।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্
আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহ্
কারো সাথে দেখা হলে
আগে সালাম দাও
নেকির অশেষ পাল্লাটাকে
ভারি করে নাও
মোলাকাতে সালাম দিয়ে
কথা সদা বলো
হৃদ্যতা আর ভালবাসায়
ঈমান নিয়ে চলো ।।
সালাম দিলে বাড়ে যে মান
বাড়ে যে সম্প্রীতি
সবার আগে সালাম দেয়া
দ্বীন ইসলামের নীতি
সালাম দিয়ে মোসাফাহে
হাতটি বাড়াও
কারো সাথে দেখা হলে
আগে সালাম দাও ।।
সালাম হলো দোয়ার প্রতীক
হাদিস কোরান মতে
পরস্পরে ভালোবাসা
জাগায় সঠিক পথে
তুমি সালামের মরতবা
সবাইকে শিখাও
কারো সাথে দেখা হলে
আগে সালাম দাও ।।
মোদের নবী সবার আগে
দিয়েছে গো সালাম
তারপরে করেছেন তিনি
বাদ বাকি কালাম
সঠিক ভাবে সালাম দিয়ে
পুন্য কিনে নাও
কারো সাথে দেখা হলে
আগে সালাম দাও ।।
*****************************************
সাইটটি ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। আর্টিকেলটি ভাল লাগলে সত্য ও ন্যয়ের পথে অন্য ভাইনদেরকে দাওয়াতের নিয়তে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন। মোহাম্মদীয়া ফাউন্ডেশনের কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানতে এবং দীন ও মানবতার সেবায় অংশ নিতে OUR ACTION PLAN বাটনে ক্লিক করুন।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন