গজল লিরিক্স || ফজর দিয়ে দিন শুরু হোক || FAJOR DIYE DIN SHURU HOK || হুমায়রা আফরিন ইরা ||
গজল লিরিক্স
ফজর দিয়ে দিন শুরু হোক
FAJOR DIYE DIN SHURU HOK
হুমায়রা আফরিন ইরা
বাংলা গজল লিরিক্স
ফজর দিয়ে দিন শুরু হোক লিরিক্স
FAJOR DIYE DIN SHURU HOK LYRICS
ফজর দিয়ে দিন শুরু হোক
ফজর দিয়ে দিন শুরু হোক
এশা দিয়ে শেষ
সেই তাওফিক তুমি দাও দয়াময়
আর্জি করি পেশ।
মাঝে যোহর আছর হবে
মাগরিবও যে তাই
পাঁচ অক্তে নিজকে যেন
জায়নামাজে পাই
আমার রুকু সিজদা আনুক
বেহেশতেরই রেশ।
আমি মুমিন কিন্তু নামাজ
পড়তে রাজি নই
দাও হেদায়া ওগো মালিক
এমন যদি হই !
আজান হলেই আর দেরি
আত্মসমর্পণ
তোমার ঘরে বাঁধা পড়ুক
আমার পাপি মন
পাপকালিমা চাই না গায়ে
চাই নামাজির বেশ।
Thank you. If you like this article, please share it with others and stay tuned with us. May Allah help you....
মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url