//]]>

Win a Prize

Mohammadia Foundation https://www.mohammadiafoundationbd.com/2022/10/Din-Furiye-Jay.html

দিন ফুরিয়ে যায় গজল লিরিক্স || দিন ফুরিয়ে যায় || Din Furiye Jay || হুমায়রা আফরিন ইরা ||






দিন ফুরিয়ে যায় গজল লিরিক্স 

দিন ফুরিয়ে যায়

Din Furiye Jay

হুমায়রা আফরিন ইরা



Din Furiye Jay Gazal Lyrics

দিন ফুরিয়ে যায় গজল লিরিক্স 





দিন ফুরিয়ে যায় রে আমার
দিন ফুরিয়ে যায়
এই চোখ জুড়ানো বাড়ি গাড়ি
আদর সোহাগ টাকা কড়ি
ছেড়ে যাওয়ার আদেশ জানি
কখন এসে যায়
ভাবলে পশম কাঁটা সাজে
আমার সারা গায় ।।


জমিদারের জমি আছে
জমিদার আর নাই
যাওয়া আসার এই খেলাতে
হিসাব খুঁজে যাই
বাতি বিহীন আঁধার ঘরের
শেষ ঠিকানাতে
সঙ্গী বিহীন যেতে হবে
যখন শেষ বিদায় ।।


সঙ্গে যাবে সাদা কাফন
আর যাবে আমল
যেমন কর্ম তেমন করে
পেয়ে যাবে ফল
ভেবে দেখার এইতো সময়
বেলা বয়ে যায়
কেউ রবেনা সারাজীবন
এইনা ভবের নায় ।।





*****************************************
সাইটটি ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। আর্টিকেলটি ভাল লাগলে সত্য ও ন্যয়ের পথে অন্য ভাইনদেরকে দাওয়াতের নিয়তে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন। মোহাম্মদীয়া ফাউন্ডেশনের কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানতে এবং দীন ও মানবতার সেবায় অংশ নিতে OUR ACTION PLAN বাটনে ক্লিক করুন।




অন্যদের সাথে শেয়ার করুন

0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

CLICK n WIN

নটিফিকেশন ও নোটিশ এরিয়া