কারো কাছে কষ্ট পেলে গজল লিরিক্স || কারো কাছে কষ্ট পেলে || Karo kase kosto pele || হুমায়রা আফরিন ইরা ||




কারো কাছে কষ্ট পেলে গজল লিরিক্স

কারো কাছে কষ্ট পেলে

Karo kase kosto pele

হুমায়রা আফরিন ইরা


কারো কাছে কষ্ট পেলে গজল লিরিক্স

Karo kase kosto pele Gazal Lyrics


কারো কাছে কষ্ট পেলে

কারো কাছে কষ্ট পেলে
মনে পুষে রেখো না
এতে শুধুই দুঃখ বাড়ে
দুঃখ বেশি মেখো না।।

যে দিয়েছে কষ্ট তোমায়
রাখো তাকে তোমার ক্ষমায়
ক্ষমা করার গুণটা তুমি
নবীর কাছেই শেখো না।।
মানছি তোমার মন ভেঙ্গেছে
তাই পেয়েছো দুখ
কিন্তু জানো তারচে’ বড়
ক্ষমা করার সুখ!

করলে ক্ষমা হবে না হার
এতেই খুশি হয় পরোয়ার
পরোয়ারের খুশিটাকেই
বড় করে দেখো না।।




*****************************************
সাইটটি ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। আর্টিকেলটি ভাল লাগলে সত্য ও ন্যয়ের পথে অন্য ভাইনদেরকে দাওয়াতের নিয়তে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন। মোহাম্মদীয়া ফাউন্ডেশনের কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানতে এবং দীন ও মানবতার সেবায় অংশ নিতে OUR ACTION PLAN বাটনে ক্লিক করুন।




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url