কেয়ামত গজল লিরিক্স || Keyamot Gojol Lyrics || কেয়ামত || স্বপনে ঘেরা এই পৃথিবীর || Mahfuzur Rahman Jaber ||






কেয়ামত বাংলা গজল লিরিক্স

Keyamot Bangla Gojol Lyrics

মাহফুজুর রহমান জাবের



স্বপনে ঘেরা এই পৃথিবীর


স্বপনে ঘেরা এই পৃথিবীর পাহাড়, সাগর, নদী,
কল্প গাঁথা গগন ছোয়া কোটি টাকার বাড়ি।
হুকুম এ মহান প্রভুর বিনাশ হবে সবই।
ইয়ানফসি-২
ইয়ানফসি
ইয়ানফসি বলে ভাগবে সবােই।
পিতা মাতা ভাই বোন সন্তান স্বজনী।

শিল্পে সাজা, আকাশ ছোয়া, ইট পাথরের ঘর,
ঈসরাফিলের ফুৎকারে কাঁপবে থর থর।
কোথায় সেদিন মহা ধনী, কোথায় জ্ঞান প্রগতি?

ইয়ানফসি-২
ইয়ানফসি
ইয়ানফসি বলে ভাগবে সবােই।
পিতা মাতা ভাই বোন সন্তান স্বজনী।

গ্রহ, রবি, চাঁদ সিতারা, ঝড়ে খসে পরবে।
অকাশ সম পাহার সবই তুলোর মত উড়বে।
উদর শিশুর জন্ম ভবে-২
বেখবর জননী।

ইয়ানফসি-২
ইয়ানফসি
ইয়ানফসি বলে ভাগবে সবােই।
পিতা মাতা ভাই বোন সন্তান স্বজনী।

মহাদিনে মহা ক্ষনে,
কে জানি কোন খানে।
বিচার পতি মহান প্রভু মহা সিংহাসনে।

হুংকারে মহান প্রভুর
হুংকারে মহান প্রভুর বেহুশ সভা সামি।

ইয়ানফসি-২
ইয়ানফসি
ইয়ানফসি বলে ভাগবে সবােই।
পিতা মাতা ভাই বোন সন্তান স্বজনী।

স্বপনে ঘেরা আ আ
স্বপনে ঘেরা এই পৃথিবীর পাহৃর, সাগর, নদী,
কল্প গাঁথা গগন ছোয়া কোটি টাকার বাড়ি।
হুকুম এ মহান প্রভুর
হুকুম এ মহান প্রভুর বিনাশ হবে সবই।

ইয়ানফসি-২
ইয়ানফসি
ইয়ানফসি বলে ভাগবে সবােই।
পিতা মাতা ভাই বোন সন্তান স্বজনী।-২





***********************************************
সাইটটি ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। আর্টিকেলটি ভাল লাগলে সত্য ও ন্যয়ের পথে অন্য ভাইনদেরকে দাওয়াতের নিয়তে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন। মোহাম্মদীয়া ফাউন্ডেশনের কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানতে এবং দীন ও মানবতার সেবায় অংশ নিতে OUR ACTION PLAN বাটনে ক্লিক করুন।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মোহাম্মদীয়া ফাউন্ডেশনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url