Mohammadia Foundation
https://www.mohammadiafoundationbd.com/2022/10/Mon-Theke-Valobese.html
মন থেকে ভালোবেসে গজল লিরিক্স || Mon Theke Valobese || মন থেকে ভালোবেসে || Saimum Shilpi Gosthi ||
মন থেকে ভালোবেসে গজল লিরিক্স
মন থেকে ভালোবেসে
Mon Theke Valobese
সাইমুম শিল্পী গোষ্ঠী
মন থেকে ভালবেসে সবুজের হাতছানি গজল লিরিক্স
Mon Theke Valobese Sobuzer Hatsani Gazal Lyrics
মন থেকে ভালোবেসে
মন থেকে ভালবেসে সবুজের হাতছানি
দেখে যায় ভরে যায় অন্তর
যতদূর চোখ যায় সীমাহীন সুদূরে
ভরে যায় হৃদয়ের প্রান্তর
ধান গম সরিষার মাথার দোলানিতে
এনে দেয় চিন্তার বারতা
তাসবিহ জপে জপে পূর্ণ করে চলে
বৃক্ষ রাজি বনলতা
আমি তো অধম প্রভু সৃষ্টি তোমার।
সারি সারি গাছগুলো আকাশ পানে
তাকিয়ে দেখে তার প্রভুকে
অলস অধম জাতি ব্যস্ত সদা থাকে
রঙীন স্বপ্ন নিয়ে বুকে
রহম পায় না প্রভু বল কে তোমার।
কথা: নাজমুল কবীর
সুর: রবিউল ইসলাম ফয়সল
স্বপ্নের দেশে ( সাইমুম শিল্পীগোষ্ঠী )
*****************************************
সাইটটি ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। আর্টিকেলটি ভাল লাগলে সত্য ও ন্যয়ের পথে অন্য ভাইনদেরকে দাওয়াতের নিয়তে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন। মোহাম্মদীয়া ফাউন্ডেশনের কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানতে এবং দীন ও মানবতার সেবায় অংশ নিতে OUR ACTION PLAN বাটনে ক্লিক করুন।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন